ক্রীড়া প্রতিবেদক : এই শূন্যতা যে তৈরি হবে, তা জানাই ছিল। অপেক্ষাটা ছিল শুধু সময়ের। ওয়ানডে থেকে মুশফিকুর রহিমের অবসর সেই অপেক্ষার অবসান হয়েছে। এই তালিকায় থাকা মাহমুদ উল্লাহ রিয়াদের ক্যারিয়ারও যে আর লম্বা হচ্ছে না, তা পরিষ্কার।
ক্রীড়া প্রতিবেদক : এই শূন্যতা যে তৈরি হবে, তা জানাই ছিল। অপেক্ষাটা ছিল শুধু সময়ের। ওয়ানডে থেকে মুশফিকুর রহিমের অবসর সেই অপেক্ষার অবসান হয়েছে। এই তালিকায় থাকা মাহমুদ উল্লাহ রিয়াদের ক্যারিয়ারও যে আর লম্বা হচ্ছে না, তা পরিষ্কার।
বিশেষ করে সামনে যখন ২০২৭ বিশ্বকাপ রয়েছে। সময়ের হিসাবে খুব বেশিদিন বাকি নেই। নতুন করে দুজন ক্রিকেটারকে দলে থিতু করতে আড়াই বছরের মতো সময় পাওয়া যাবে।
নতুন কাউকে তৈরি করতে না পারার পেছনে নিজেদেরই দায় দেখেন মিজানুর, “ওদের জায়গায় সেভাবে কাউকে খেলানো হয়নি। ‘এ’ দলের খেলা যদি নিয়মিত হতো তাহলে বিকল্প ক্রিকেটার তৈরির কাজ সহজ হতো। অন্য দেশে দেখেন ‘এ’ দলের অনেক খেলা হয়। আমাদের বছরে দুই-একটা সিরিজ হয়। তা-ও এটা গত দুই বছর শুরু হয়েছে। মাঝখানে গত চার-পাঁচ বছর কোনো খেলাই ছিল না। ‘এ’ দলের খেলা থাকলে বিকল্প ক্রিকেটার তৈরি হয়ে যেত। এ দায়টা আমাদের।”
সম্প্রতি জাতীয় দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ানো হান্নান সরকার এখনই এতটা হতাশ হচ্ছেন না। বিকল্প তৈরির সম্ভাবনায় কয়েকজন ক্রিকেটারের দিকে নজর রাখতে বলেছেন তিনি। এর মধ্যে শামীম হোসেন পাটোয়ারি, ইয়াসির আলি রাব্বি এবং আফিফ হোসেনের জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। আরেকজন মাহিদুল ইসলাম অংকনের টেস্ট অভিষেক হয়েছে গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। একটু অভিজ্ঞ ক্রিকেটারদের দিকে নজর রাখতে বলার কারণ, একদমই নতুন কাউকে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় রেখে তৈরি করা কঠিন বলে মনে করেন হান্নান।
ইয়াসির-শামীমদের পরখ করার জন্য ওয়ানডের ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে চোখ রাখার কথা উঠে এসেছে হান্নানের কথায়, ‘প্রিমিয়ার লিগের আগে কাউকে জায়গা দিয়ে দেওয়া উচিত হবে না। এই দরজাটা খোলা রাখা উচিত। প্রিমিয়ার লিগ ভালোভাবে অনুসরণ করা উচিত। কোন পজিশনে কে কতটুকু প্রভাব রাখতে পারছে, এটা দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, কোন বোলারের বিপক্ষে এবং কোন দলের বিপক্ষে ক্রিকেটাররা রান করছে, তা-ও দেখার বিষয় আছে। একজন ব্যাটার শুধু রান করে ফেললেই কাজ শেষ না। রানটা কখন, কার বিপক্ষে করছে—তা গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে নামের সংখ্যাটা একটু বেশি হলেও সমস্যা নেই।’
বিকল্প ক্রিকেটারের জন্য হান্নান সংখ্যাটা বেশি রাখতে চান, কারণ হুট করে কেউ ফর্ম হারিয়ে ফেললে যেন ক্রিকেটার খুঁজতে বেগ পেতে না হয়। তাঁর কথা, ‘দেখুন দুজন ক্রিকেটারের পরিবর্তে আমরা যদি শুধু দুজনকে ধরে এগোতে চাই, সেটা বিপজ্জনক। এক বছর পর তারা যে ফর্ম হারাবে না, কে বলতে পারে? এ ক্ষেত্রে আমাদের ইতিহাস তো খুব একটা ভালো নয়। এক বছর ভালো খেলার পর দেখা যায় পরের বছর রান পাচ্ছে না। তাই একজন-দুজনের দিকে নজর না রেখে সংখ্যাটা আরেকটু বাড়িয়ে রাখতে হবে। চারজন নিয়ে এগোলে এক বছর পর আমাদের হোঁচট খেতে হবে না। পরিকল্পনার এমনই হওয়া উচিত। সে ক্ষেত্রে এক বছর পর আমাকে বলতে হবে না যে এখন কাকে নতুন করে চেষ্টা করব।’
সম্পর্কিত খবর
টি স্পোর্টসে
ক্রিকেট
ডিপিএল, রূপগঞ্জ টাইগারস-গুলশান ক্রিকেট ক্লাব
সরাসরি, সকাল ৯টা
এশিয়ান লিজেন্ডস লিগ ২০২৫
এশিয়ান স্টারস-শ্রীলঙ্কান লায়নস
সরাসরি, বিকেল ৪-৩০ মিনিট
ইন্ডিয়ান রয়ালস-আফগানিস্তান পাঠানস
সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট
অন্যান্য চ্যানেল
ফুটবল
ইউরোপা লিগ, লািসও-ভিক্টোরিয়া প্লজেন
সরাসরি, রাত ১১-৪৫ মিনিট, টেন ৫
ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল সোসিয়েদাদ
সরাসরি, রাত ২টা, টেন ২
টটেনহাম-এজেড আলকমার
সরাসরি, রাত ২টা, সনি লিভ
।
মেয়েদের ডেভেলপমেন্ট কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বিকেএসপি ও ঝিনাইদহ। প্রথম দিনের মতোই বিকেএসপি গতকাল কুমিল্লাকে হারিয়েছে ১৬-০ গোলের বড় ব্যবধানে। ওদিকে কিশোরগঞ্জের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ গোলের জয় ঝিনাইদহের। আগের দিন তারাও কুমিল্লাকে হারিয়েছিল বড় ব্যবধানে।
কিশোরগঞ্জ বিকেএসপির বিপক্ষে প্রথম ম্যাচে কোণঠাসা থাকলেও গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঝিনাইদহের বিপক্ষে লড়াই জমিয়ে তোলে। ম্যাচে প্রথম গোলটা করে তারাই। তবে ঝিনাইদহের মেয়েরা ঘুরে দাঁড়াতে সময় নেননি। পরের দুই কোয়ার্টারে তিন গোল করে ৩-১-এ তাঁরা এগিয়ে যান।
বয়সভিত্তিক জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড়ই বিকেএসপির। ডেভেলপমেন্ট কাপ হকিতে সেই শক্তিমত্তা দেখাচ্ছেন তাঁরা।
এবারের নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের লাহোরে আগামী ৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত হবে এই বাছাই পর্ব। বাংলাদেশ দল পাকিস্তান যাবে ৩ এপ্রিল। বিশ্বকাপের চূড়ান্ত পর্বের বাকি দুটি জায়গার জন্য বাছাইয়ে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান ছাড়াও খেলছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড।
বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ইসমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, ফারজানা হক, সানজিদা আক্তার, মারুফা আক্তার ও রিতু মনি।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বড় জয়ে শেষ আটে এক পা দিয়ে রেখেছিল বায়ার্ন মিউনিখ। ৩-০ গোলের ঘাটতি মিটিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে অসাধারণ কিছু করতে হতো বেয়ার লেভারকুসেনকে। বে অ্যারেনায় অল জার্মান লড়াইয়ের ফিরতি পর্বে অবিস্মরণীয় কিছু করে দেখাতে পারেনি জাবি আলনসোর শিষ্যরা। বরং নিজ মাঠে ২-০ গোলে হেরে ব্যর্থতার ষোলো কলা পূরণ করেছে জার্মান চ্যাম্পিয়নরা।
বে অ্যারেনায় গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে বায়ার্নকে এগিয়ে নেন হ্যারি কেইন।