ক্রিকেট
আইপিএল, হায়দরাবাদ-রাজস্থান
সরাসরি, বিকেল ৪টা
চেন্নাই-মুম্বাই, সরাসরি, রাত ৮টা
।
ক্রিকেট
আইপিএল, হায়দরাবাদ-রাজস্থান
সরাসরি, বিকেল ৪টা
চেন্নাই-মুম্বাই, সরাসরি, রাত ৮টা
।
সম্পর্কিত খবর
ফুটবল
আই লিগ
রাজস্থান ইউনাইটেড-দিল্লি এফসি
সরাসরি, বিকেল ৫টা, সনি টেন ২
বুন্দেসলিগা
লেভারকুসেন-বোখুম
সরাসরি, রাত ১-৩০ মিনিট
সনি টেন ২
টেনিস
মায়ামি মাস্টার্স
সরাসরি, আগামীকাল ভোর ৫টা
সনি টেন ১
।ক্রীড়া প্রতিবেদক : মাত্রই মৃত্যুর দুয়ার থেকে ফেরা তামিম ইকবালের এখন অন্য সংকট। দু-এক দিনের মধ্যে বাসায় ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার যে তাঁর ওপর দিয়ে বয়ে যাওয়া হার্ট অ্যাটাকের ঝড় মেনেই নিতে পারছেন না। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র পরামর্শক অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদার গতকাল সংবাদমাধ্যমকে দিলেন সে খবরই। তিনি অবশ্য তামিমের এই মেনে না নেওয়ার ব্যাপারটিতে যুক্তিও খুঁজে পেয়েছেন, ‘এই বয়সে হার্ট অ্যাটাক হবে, সে এটি কিভাবে মানবে? বয়স তো মাত্র ৩৬ বছর।
মানসিক সংকট যাতে তামিম কাটিয়ে উঠতে পারেন, সে জন্য একজন মনোবিদকে যুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন অধ্যাপক শাহাব উদ্দিন, ‘মেনে নেওয়া কঠিন হলেও মানিয়ে নিতে হবে। ওর মানসিক অবস্থার জন্য আমরা একজন কাউন্সেলর সম্পৃক্ত করেছি। এর সঙ্গে কিভাবে মানিয়ে নেওয়া যায়, তা নিশ্চিত করার জন্য কাউন্সেলর তামিমের আতঙ্কের কথাগুলো শুনবেন। এরপর সেই অনুযায়ী নির্দেশনা প্রদান করবেন।
জাপানের পর এশিয়ার দ্বিতীয় দল হিসেবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেয়েছে ইরান। এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে গত মঙ্গলবার উজবেকিস্তানের মুখোমুখি হয় দলটি। ‘এ’ গ্রুপের এই ম্যাচে ২-২ গোলে ড্র করে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে যৌথ আয়োজনে হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ইরান।
এই গ্রুপের যা সমীকরণ তাতে ইরানের বিপক্ষে জিতলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত উজবেকিস্তানও।