ক্রীড়া প্রতিবেদক : মাত্রই মৃত্যুর দুয়ার থেকে ফেরা তামিম ইকবালের এখন অন্য সংকট। দু-এক দিনের মধ্যে বাসায় ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার যে তাঁর ওপর দিয়ে বয়ে যাওয়া হার্ট অ্যাটাকের ঝড় মেনেই নিতে পারছেন না। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র পরামর্শক অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদার গতকাল সংবাদমাধ্যমকে দিলেন সে খবরই। তিনি অবশ্য তামিমের এই মেনে না নেওয়ার ব্যাপারটিতে যুক্তিও খুঁজে পেয়েছেন, ‘এই বয়সে হার্ট অ্যাটাক হবে, সে এটি কিভাবে মানবে? বয়স তো মাত্র ৩৬ বছর।