৭ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
৭ বছরের শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

এগারো বছর আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আরশাদ নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আরো পড়ুন
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কাউবেল

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কাউবেল

 

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। আদায়কৃত জরিমানা আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রয় করে ক্ষতিগ্রস্ত ও তার পরিবারকে দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এরশাদ আলম জর্জ বলেন, এ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়। 

আরো পড়ুন
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৪ সালের ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় আসামি আরশাদ ভুক্তভোগীকে পার্শ্ববর্তী দোকান থেকে সিগারেট ও শ্যাম্পু আনতে বলেন।

আসামির কথা মত ভুক্তভোগী শিশু সিগারেট ও শ্যাম্পু আনলে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর করেরগাঁও মোবারকের বাড়ির পাশে ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় একই বছরের ৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়। তদন্ত শেষে উপপরিদর্শক মো. হামিদুল ইসলাম একই বছরের ১৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

এ মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

রিমান্ড শেষে কারাগারে পলক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রিমান্ড শেষে কারাগারে পলক
সংগৃহীত ছবি

রাজধানীর ধানমণ্ডি থানার রিয়াজ হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য জানিয়েছেন। 

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১২ মার্চ তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ওই দিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

আরো পড়ুন
গণঅভ্যুত্থানে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

গণ-অভ্যুত্থানে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

 

মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধানমণ্ডি থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রিয়াজ। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ধানমণ্ডি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের মা শাফিয়া বেগম।

মন্তব্য

ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করেছেন হাইকোর্ট।

ভর্তি পরীক্ষার কিছু প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থীর রিটের শুনানি শেষে বুধবার (১৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কিছু প্রশ্নপত্রে ভুলের অভিযোগ তুলে এক শিক্ষার্থীর রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

গত ৮ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন। রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

 

একইসঙ্গে ২০ ফেব্রুয়ারি দেওয়া ওই আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে।  

পাশাপাশি এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে বলেও জানান শিশির মনির।

মন্তব্য

আটক এনামুলের দায় স্বীকার, কারাগারে হামিদুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আটক এনামুলের দায় স্বীকার, কারাগারে হামিদুর
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীর বারনটেকের ‘গ্রিন সিটি’ এলাকার একটি নির্মাণাধীন ভবনে এক নারীকে সারারাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় এনামুল হক নামে এক আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। 

বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একই মামলায় গ্রেপ্তার আরেক আসামি হামিদুর রহমান রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে। 

আরো পড়ুন
ভারত ইসরায়েলের ‘সাউথ এশিয়ান ভার্সন’: সাদিক কায়েম

ভারত ইসরায়েলের ‘সাউথ এশিয়ান ভার্সন’: সাদিক কায়েম

 

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হয়।

এসময় আসামি এনামুল হক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ূম তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এছাড়া অপর আসামি হামিদুর রহমানের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। তবে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাইয়ূম আদালতে উপস্থিত না থাকায় রিমান্ডের বিষয়ে শুনানি হয়নি।
আগামী ২৩ মার্চ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ দিবাগত রাতে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যান ওই নারী। এ সময় ১৬ জন তাকে ঘিরে ধরে।

সেখান থেকে একটি নির্মীয়মাণ ভবনে নিয়ে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ ১৬ জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলা দায়েরের পর ১৮ মার্চ রাজধানীর পল্লবী এলাকা থেকে এনামুল হক এবং হামিদুরকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য

৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড
ছবি: কালের কণ্ঠ

চার বছর আগে রাজধানীর বনশ্রীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তিনি ওই শিশুকে আরবি পড়াতেন। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোসাম্মৎ রোকশানা বেগম হেপীর আদালত এ রায় দেন। দণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ৬ মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

আরো পড়ুন

পরিত্যক্ত বাড়ি থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

পরিত্যক্ত বাড়ি থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

 

এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সাজ্জাদ হোসেন সবুজ বলেন, 'দণ্ডিত জাহিদুল ইসলাম বরগুনা জেলা সদরের পরীখাল গ্রামের মো. ফজলুল হকের ছেলে। রায় ঘোষণার আগে তাকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।'

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২৩ মার্চ ভুক্তভোগী শিশুকে বাসায় পড়াতে আসেন গৃহশিক্ষক জাহিদুল ইসলাম।

ওইদিন রাত সাড়ে আটটার দিকে ভুক্তভোগী শিশুর বাবা-মা বাসা সংলগ্ন গ্যারেজে কাজ করছিলেন। এসময় হঠাৎ গৃহশিক্ষক জাহিদুলকে তড়িঘড়ি করে বের হয়ে যেতে দেখেন তারা। শিশুটির কান্নার আওয়াজ শুনে তারা ঘরে যান। পরে শিশুটি জানায়, তার শিক্ষক তাকে ধর্ষণ করেছে।
 

আরো পড়ুন

কমলাপুর স্টেশনের আউটারে কনটেইনার ট্রেন লাইনচ্যুত

কমলাপুর স্টেশনের আউটারে কনটেইনার ট্রেন লাইনচ্যুত

 

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা খিলগাঁও থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ২৪ জুলাই মামলাটি তদন্ত করেন উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক মোসা. রাশিদা জাহান রুনা তালুকদার। জাহিদুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তিনি। 

আরো পড়ুন

মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

 

পরের বছরের ২০ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ