যেমন ছিল ২০২৪ সালের মুসলিম বিশ্ব

মুহাম্মদ হেদায়াতুল্লাহ
মুহাম্মদ হেদায়াতুল্লাহ
শেয়ার
যেমন ছিল ২০২৪ সালের মুসলিম বিশ্ব

২০২৪ সাল ছিল ঘটনাবহুল। বছরজুড়ে ছিল যুদ্ধাহত নারী-শিশুদের আর্তনাদ। তাপমাত্রা, প্রাকৃতিক দুর্যোগ ও সংঘাত-সংঘর্ষে কেটেছে বেশির ভাগ সময়। নিম্নে এ বছরের গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো—

রেকর্ডসংখ্যক হজযাত্রীর মৃত্যু

২০২৪ সালে রেকর্ড পরিমাণ হজযাত্রীর মৃত্যু হয়েছে।

গত ১৯-২৩ জুন পবিত্র হজের কার্যক্রম চলাকালে এক হাজার ৩০০ শর বেশি হাজি মারা যান। সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেলের সূত্রে বার্তা সংস্থা জানিয়েছিল, মৃতের সংখ্যা এক হাজার ৩০১-এ পৌঁছেছে। এর মধ্যে ৮৩ শতাংশ অনুমোদনহীন হাজি, যাঁরা দীর্ঘ সময় বিশ্রাম ছাড়াই সূর্যের তাপের মধ্যে চলাফেরা করেছে। মূলত ওই সময় মক্কায় তাপমাত্রা ছিল প্রায় ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস।
যেসব দেশের সর্বোচ্চ হজযাত্রী মারা গিয়েছিল এর মধ্যে রয়েছে মিসর, ইন্দোনেশিয়া, জর্দান, ভারত, তিউনিসিয়া ও পাকিস্তান।

শেষ হচ্ছে গ্রীষ্মের হজ মৌসুম

২০২৫ সালে গ্রীষ্মকালের সর্বশেষ হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর পর থেকে জলবায়ু পরিবর্তনের কারণে বসন্ত ও শীত ঋতুতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত বছর সৌদি আরবের ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টারের (এনএমসি) জানিয়েছিল, ২০২৬ সাল থেকে হজ মৌসুমের পরিবর্তন হবে।

এরপর আগামী দেড় দশকের বেশি সময় বসন্ত ও শীত ঋতুতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম আট বছর বসন্ত মৌসুমে এবং শীত মৌসুমে হজ অনুষ্ঠিত হবে।

ইসলামের সেবায় বিশেষ সম্মাননা

গত ২৩ এপ্রিল বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য খ্যাতিমান মুসলিম ব্যক্তিত্বদের বাদশাহ ফয়সাল পুরস্কার দেওয়া হয়েছে। ইসলামে সেবা, ইসলামী শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য, চিকিৎসা ও বিজ্ঞান চার বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ইসলামী শিক্ষায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়ায়েল হাল্লাক এবং ইসলামের সেবায় জাপানের মুসলিম অ্যাসোসিয়েশন ও লেবাননের গ্র্যান্ড মুফতির উপদেষ্টা  ড. মোহাম্মদ সাম্মাক পুরস্কার পান।

ড. হাল্লাক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রথাগত প্রাচ্যবাদী লেখাগুলোতে সফলভাবে বৈজ্ঞানিক রেফারেন্স দিতে সক্ষম হন। তাঁর অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং তা বহু ভাষায় অনূদিত হয়েছে। আর ড. সাম্মাক মুসলিম-খ্রিস্টান সংলাপ প্রচার এবং আন্তর্ধর্মীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সিরিয়ায় বাশার আল-আসাদের পতন

এ বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ সরকারের পতন ঘটে। এর মাধ্যমে আসাদের দীর্ঘ ২৪ বছরের এবং ১৯৭১ সালে শুরু হওয়া আসাদ পরিবারের দীর্ঘ অর্ধশতাব্দী কালের শাসনের সমাপ্তি ঘটে। ওই দিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।

গাজায় মৃতের সংখ্যা ৪৫ হাজারের বেশি

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলা চলছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় এখন পর্যন্ত ৪৫ হাজার ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ছয় হাজার ৯৬২ জন।

হামাসের শীর্ষ নেতাদের মৃত্যুর মিছিল 

গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর এ বছর শীর্ষ নেতাদের সর্বোচ্চ মৃত্যু দেখেছে হামাস। গত ১৩ জুলাই এক হামলায় গাজায় হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ নিহত হন। তাকে গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ মনে করা হয়। এরপর গত ৩১ জুলাই হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হন। এরপর গত ১৬ অক্টোবর হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন। 

তথ্যসূত্র : আলজাজিরা, বিবিসি ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম
 

মন্তব্য

সম্পর্কিত খবর

কোরআন থেকে শিক্ষা

যাদের আমল মরুভূমির মরীচিকার মতো

ইসলামী জীবন ডেস্ক
ইসলামী জীবন ডেস্ক
শেয়ার
যাদের আমল মরুভূমির মরীচিকার মতো

আয়াতের অর্থ : ‘যারা কুফরি করে তাদের কাজ মরুভূমির মরীচিকাসদৃশ, পিপাসার্ত যাকে পানি মনে করে, কিন্তু সে তার কাছে উপস্থিত হলে দেখবে তা কিছু নয় এবং সে পাবে সেখানে আল্লাহকে, অতঃপর তিনি তার কর্মফল পূর্ণ মাত্রায় দেবেন। আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। অথবা তাদের কাজ গভীর সমুদ্রতলের অন্ধকারসদৃশ, যাকে আচ্ছন্ন করে তরঙ্গের ওপর তরঙ্গ, যার ঊর্ধ্বে মেঘপুঞ্জ, অন্ধকারপুঞ্জ স্তরের ওপর স্তর...।’ (সুরা : নুর, আয়াত : ৩৯-৪০)

আয়াতদ্বয়ে পরকালের ব্যাপারে অবিশ্বাসীদের অসারতা তুলে ধরা হয়েছে।

শিক্ষা ও বিধান

১. উপদেশ প্রদানে কোরআনের রীতি হলো সুসংবাদ ও হুঁশিয়ারি পাশাপাশি নিয়ে আসা। যেন মানুষের ভেতর আশা বা ভয় কোনোটাই প্রবল না হয়।

২. পরকালের ব্যাপারে অবিশ্বাসীদের প্রত্যাশা মিথ্যা ও মূল্যহীন। পরকালে তাদের কোনো প্রাপ্য নেই।

৩. অবিশ্বাসীদের ভালো কাজগুলো মরীচিকার মতো নিষ্ফল ও বিভ্রম মাত্র, যা দূর থেকে পানি মনে হলেও প্রকৃত পক্ষে পানি নয়। (আত-তাহরির ওয়াত তানভির : ৩৯-৪০)

৪. তিন জিনিসের অভাবে মানুষের আমল নিষ্ফল হয় : ক. ঈমান, খ. ইখলাস বা নিষ্ঠা, গ. শরিয়তের অনুসরণ।

৫. ইবনে আব্বাস (রা.) বলেন, ‘তরঙ্গ আচ্ছন্ন করে’ বাক্য দ্বারা অবিশ্বাসীদের অন্তর, চোখ ও কানের ওপর বিরাজমান পর্দা উদ্দেশ্য। (তাফসিরে ইবনে কাসির : ৮/১৩৪)

 

 

মন্তব্য

২৭ রমজানের রাতে মসজিদুল আকসায় ২ লাখ ফিলিস্তিনি

ইসলামী জীবন ডেস্ক
ইসলামী জীবন ডেস্ক
শেয়ার
২৭ রমজানের রাতে মসজিদুল আকসায় ২ লাখ ফিলিস্তিনি

ফিলিস্তিনের আল-আকসা মসজিদে রমজানের ২৬ তম রাতে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) অনুষ্ঠিত এ নামাজে প্রায় দুই লাখ ফিলিস্তিনি মুসল্লি অংশগ্রহণ করেছেন।

আল-আকসা মসজিদ পরিচালনাকারী ওয়াকফ বিভাগ জানায়, রমজান মাসে আল-আকসায় সর্বোচ্চ সংখ্যক মুসল্লির রেকর্ড করা হয়েছে। জেরুজালেমে ইসরায়েলের বিধিনিষেধ সত্ত্বেও এক লাখ ৮০ হাজারের বেশি মুসল্লি তারাবির নামাজে অংশ নেন।

 

লাইলাতুল কদর বা শবেকদর একটি মহিমান্বিত রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। তবে রাতটি সুনির্দিষ্ট করা হয়নি; বরং রমজান মাসের শেষ ১০ দিনের যেকোনো একদিন তা হতে পারে। পবিত্র কোরআনে এই রাতকে হাজার রাতের চেয়ে উত্তম বলা হয়েছে।

তাই এই রাতে ইবাদতের জন্য মুসল্লিরা পবিত্র মসজিদুল আকসায় অবস্থান করেন। 

সূত্র : আরব নিউজ

মন্তব্য
হাদিসের কথা

রোজাদারকে ইফতার করানোর সওয়াব

ইসলামী জীবন ডেস্ক
ইসলামী জীবন ডেস্ক
শেয়ার
রোজাদারকে ইফতার করানোর সওয়াব

রোজাদারকে ইফতার করানো সওয়াবের কাজ। এরমাধ্যমে রোজাদারের সমান সওয়াব লাভ করা যায়। হাদিস শরিফে এসেছে, 

 عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لاَ يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا ‏"‏ ‏‏

জায়েদ বিন খালিদ আল-জুহানি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে কোনো রোজাদারকে ইফতার করাবে তার জন্য রোজাদারের মতোই প্রতিদান রয়েছে। তবে এর ফলে রোজা পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।

মন্তব্য
প্রতিদিনের আমল

শত্রুর ক্ষতি থেকে বাঁচার দোয়া

ইসলামী জীবন ডেস্ক
ইসলামী জীবন ডেস্ক
শেয়ার
শত্রুর ক্ষতি থেকে বাঁচার দোয়া

শত্রুরা মুমিনের ক্ষতি করার জন্য ওত পেতে থাকে। তাই সব ধরনের ক্ষতি বাঁচতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা মুমিনের কর্তব্য। রাসুল (সা.) শত্রুর হামলার ভয় করলে একটি দোয়া পড়তেন। তা হলো-

 اللَّهُمَّ إنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম অনাউযু বিকা মিন শুরুরিহিম।

অর্থ : হে আল্লাহ! আমরা আপনাকে তাদের মোকাবেলায় রাখছি এবং তাদের অনিষ্টতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি।

হাদিস আবু মুসা আশআরি (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কোনো শত্রুদলকে ভয় করতেন তখন এই দোয়া পড়তেন।

মহান রাব্বুল আলামিন আমাদের শত্রুর অনিষ্ট থেকে রক্ষা করুন। আমিন।


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ