পাবনা জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্বে শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পাবনা জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্বে শিমুল বিশ্বাস
খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পাবনা জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্ব দিয়েছে দল। আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এদিকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিয়াউদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

মন্তব্য

সম্পর্কিত খবর

পঞ্চগড়ে সারজিসের সঙ্গে বিএনপি নেতার বাক-বিতণ্ডা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পঞ্চগড়ে সারজিসের সঙ্গে বিএনপি নেতার বাক-বিতণ্ডা
ছবি ভিডিও থেকে নেওয়া।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সাথে এক ব্যক্তির বাকবিতণ্ডার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ব্যক্তি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিয়ার রহমান বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) তার নিজ জেলার আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এর আগে সারজিস ইউএনও অফিসে যান।

সেখান থেকে বের হওয়ার সময় বিএনপির ওই নেতার সাথে বাকবিতণ্ডা হয়।  

জানা যায়, সারজিস আলম আটোয়ারী একটি সরকারি অফিসের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ওই বিএনপি নেতা সেই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়।

ওই ভিডিওতে দেখা যায়, সারজিস আলম মুখোমুখি দাঁড়িয়ে ওই বিএনপি নেতাকে বলছেন- আমার সুযোগ আছে আটোয়ারীর মানুষের জন্য কিছু করার।

তাদের কোন কোন জায়গায় প্রয়োজন- এটা আমি তাদের কাছে জানতে চাই। 

আরো পড়ুন
রসুনের সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে যা করতে হবে

রসুনের সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে যা করতে হবে

 

তখন ওই বিএনপি নেতা বলেন, এটা কি তারা করতে পারেন? তখন সারজিস বলেন, এটা কোনো অফিসিয়াল মিটিং ছিল না।

ওই বিএনপি নেতা বলেন, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই। তার এমন আচরণে সারজিস আলম ওই ব্যক্তিকে বলেন, উত্তরবঙ্গের মানুষের সমস্যা হলো- কেউ কোনো উন্নয়ন কাজ নিয়ে আসলে তাকে সহযোগিতা না করে পিছন থেকে টানে।

 

সারজিস ওই বিএনপি নেতাকে জিজ্ঞাসা করেন যে, আপনি মনে করেন কিনা যে- আমি উত্তরবঙ্গের মানুষের জন্য কিছু নিয়ে আসতে পারব? তখন ওই বিএনপি নেতা বলেন, এটা সত্য।

ওই নেতা প্রশ্ন করেন যে, তারা এনসিপির মুখ্য সংগঠকের সঙ্গে কোন আইনে সভা করে? এ সময় সারজিস বলেন, আপনি যে আইনে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি একই আইনে তাদের থেকে সমস্যার কথা শুনতে পারি।

এ সময় ওই বিএনপি নেতা উচ্চস্বরে কথা বললে সারজিস তাকে স্বর নিচু করতে বলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে শোকজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে শোকজ
সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের খাবারের দোকান দখল, চাঁদাবাজি ও একটি বাস কম্পানি থেকে চাঁদা সংগ্রহ নিয়ে অভিযোগ ওঠার পর ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, রাশেদ বিন হাকিম ও ওমর ফারুককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের নির্দেশনায় দপ্তর সম্পাদক (সহসভাপতির মর্যাদায়) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

আরো পড়ুন
রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নিউ ইয়র্কে বসছে মেলা

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নিউ ইয়র্কে বসছে মেলা

 

নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই : মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। এজন্য দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক নিন্দা, প্রতিবাদ ও শোক বিবৃতি তিনি এসব কথা বলেন। গত ২৬ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার জাতীয়তাবাদী কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিনকে হত্যার ঘটনায় এই বিবৃতি দেন তিনি।

আরো পড়ুন
আ. লীগ দেশের মানুষের সঙ্গে বারবার প্রতারণা করেছে : রিজভী

আ. লীগ দেশের মানুষের সঙ্গে বারবার প্রতারণা করেছে : রিজভী

 

বিবৃতিতে বলা হয়, নাসির উদ্দিনকে সশস্ত্র দুস্কৃতিকারীরা বর্বর ও নিষ্ঠুর হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।

একই সঙ্গে নৈরাজ্যের সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুস্কৃতিকারিদের নির্মম ও পৈশাচিক হামলায় নাছির উদ্দিন নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরণের লোমহর্ষক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তাই এসব দুস্কৃতিকারিদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই।
 

এতে আরো বলা হয়, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওঁত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে। নাছির উদ্দিনকে হত্যাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাই। 

বিবৃতিতে নিহতের রুহের মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন মির্জা ফখরুল ইসলাম।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করলে তাদের ইন্ডিয়া পাঠানো হবে : আতিক মোজাহিদ

আঞ্চলিক প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
আঞ্চলিক প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
শেয়ার
ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করলে তাদের ইন্ডিয়া পাঠানো হবে : আতিক মোজাহিদ

নতুন করে যারা ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করবে তাদের ইন্ডিয়া পাঠানো হবে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ। বৃহস্প‌তিবার (২৭ মার্চ) সন্ধ‌্যায় উলিপুর অ‌ডিট‌রিয়াম হল রোমে জুলাই গণ-অভ্যুত্থানে মহান শহীদ ও আহতদের স্মরণে জাতীয় নাগ‌রিক পার্টির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড.আতিক মোজাহিদ ব‌লেন, ‘১৭ বছর বাপ-বেটির গল্প বল‌তে বল‌তে আমাদের ব্রেইনকে ওয়াশ করা হ‌য়ে‌ছে। আফসোসের বিষয় শেখের বেটি ব্যর্থ হয়েছে।

ছাত্রলীগ এমন কোনো জায়গা নেই যেখানে গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি করেনি।’

‌ড. আতিক আরো ব‌লেন,  ‘কুড়িগ্রামকে বলা হয় প্রাণের কুড়িগ্রাম। এই প্রাণের কু‌ড়িগ্রামকে স্পেশাল বরাদ্দ দেওয়া হবে। এ প্রজন্ম নেতাদের পক্ষে স্লোগান দিতে দিতে শেষ হয়ে গেছে।

এখন তারা নিজেরা কর্মক্ষম হ‌বে। শিক্ষকদের পেনশনের আট হাজার কো‌টি টাকা শেখ হাসিনা মেরে দি‌য়ে‌ছে। এই রাষ্ট্র মুজিববা‌দের না, এটি সবার রাষ্ট্র বলেও মন্তব্য ক‌রেন তি‌নি।

এ সময় জাতীয় নাগ‌রিক পা‌র্টির উলিপুর উপজেলার শাখার সংগঠক সাখাওয়াত হোসাইনের সভাপ‌তি‌ত্বে আরো বক্তব্য দেন উপজেলা বিএন‌পির সদ্য সা‌বেক সভাপ‌তি হায়দার আলী মিঞা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল‌নের কু‌ড়িগ্রাম জেলার সদস্য স‌চিব ফয়সাল আহ‌মেদ সাগর, জাতীয় নাগ‌রিক ক‌মি‌টির কু‌ড়িগ্রাম সদর উপ‌জেলার সংগঠক মুকুল মিয়া, উলিপুর উপ‌জেলার সংগঠক ডা. আতা এলা‌হি প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ