<p style="text-align:justify">বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের পক্ষে থাকবে; নাকি ফ্যাসিবাদ, গণহত্যা, গণতন্ত্র হত্যা ও স্বাধীনতা বিপন্নকারী অপশক্তির পক্ষ নেবে।’ </p> <p style="text-align:justify">সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে সীমান্তে হত্যা বন্ধ, ফ্যাসিস্ট হাসিনার বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">শামসুজ্জামান দুদু বলেন, ‘সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। এটা শুধু আজকে হচ্ছে তা নয়, দীর্ঘদিন ধরে অব্যাহত আছে। স্বাধীন-সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষ নিরাপত্তা চাইবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশি যেসব নাগরিককে হত্যা করা হয় তারা বাংলাদেশের সীমানার মধ্যেই থাকেন, কোনো প্রকার সতর্ক ছাড়া তাদেরকে নির্বিঘ্নে হত্যা করা হচ্ছে; এটি একটি জঘন্যতম অপরাধ। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা বন্ধ করতে হবে। পৃথিবীর অন্য কোনো দেশের সীমান্তে এ রকম বর্বরতা নেই; যেটা আমাদের সঙ্গে পার্শ্ববর্তী রাষ্ট্র করছে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৫ দিনের রিমান্ডে সুলতান মনসুর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727695062-d515dc95be25e9e1402d10e15171dc23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৫ দিনের রিমান্ডে সুলতান মনসুর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/09/30/1430491" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘সীমাহীন লুটপাট, গণতন্ত্র হত্যা, নির্বিকারে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। গত এক-দেড় বছর ধরে নয়, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীসহ যারাই অধিকার আদায়ের কথা বলেছেন তাদের হয় গুম করেছে, তা না হলে হত্যা করেছে, মামলা দিয়েছে। তারা (আওয়ামী লীগের নেতাকর্মী) বাংলাদেশ ব্যাংক থেকে এত টাকা সরিয়েছে যে বিশ্বে অন্য কোনো রাষ্ট্রে অন্য কোনো রাজনৈতিক দলের এমন নজির নাই। এই টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে। পার্শ্ববর্তী দেশে এবং অন্য দেশে পাচার করা হয়েছে।’ </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘আমরা বিস্মিত হয়েছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিসংঘে সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়েছিলেন। তার সঙ্গে আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ বৈঠক করেছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যারা আমাদের বন্ধু দাবি করে তারা পালিয়ে এসেছে, তরা ড. ইউনূসের সঙ্গে বসেননি। তার মানে তারা গণতন্ত্রের সঙ্গে বসেনি। যে দেশ ’৭১-এ মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে, ৯০-এ, ২০২৪ সালে গণতন্ত্রের জন্য, দাবি আদায়ের জন্য রক্ত দিতে পারে তার পক্ষে তারা (ভারত) দাঁড়ায়নি।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শাস্তি পাচ্ছেন ১৭ উপসচিব" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727693430-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শাস্তি পাচ্ছেন ১৭ উপসচিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/30/1430485" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">অর্থ লুটপাটকারীদের হুঁশিয়ার করে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘বাংলাদেশ থেকে অর্থ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছেন; সেই টাকা যেখানেই থাক, সাগরের নিচে অথবা শেখ পরিবারের অথবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে, ভালোই ভালোই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ টাকা ফেরত পাঠান। এ টাকা দেশের জনগণের। খেটে খাওয়া মানুষের। এই টাকা যতক্ষণ না উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত কারো সঙ্গে আপস নাই।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘হাসিনা আন্দোলন করবে নাকি নির্বাচন করবে, এটা তার ব্যাপার, তো বাংলাদেশের মানুষ কখনো হত্যাকারীকে ছাড় দেয়নি। এ দেশের মানুষ ফ্যাসিবাদের কাছে কখনো মাথা নত করে নাই। যারা পালিয়ে গেছে তাদেরকে এটা মনে রাখতে হবে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘আগামী দিন গণতন্ত্রের পক্ষের, স্বাধীনতার পক্ষে মানুষের দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, আগামী দিনে গণমানুষের ভোটে নির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। তারাই বাংলাদেশকে বিপদমুক্ত করবে এবং ১৬ বছরের যে জঞ্জাল তা পরিষ্কার করবে। এটাই বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের লক্ষ্য।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনার সরকার জনগণের প্রতিনিধিত্ব করেনি : শিমুল বিশ্বাস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727696059-b908081412b1b17b87f0de0869fb4535.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনার সরকার জনগণের প্রতিনিধিত্ব করেনি : শিমুল বিশ্বাস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/30/1430495" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপার সহসভাপতি রাশেদ প্রদান, কৃষক দলের নেতা সাদি, মোখতার আকন্দ প্রমুখ।</p>