নতুন রাজনৈতিক দল কোন পন্থার হবে, জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নতুন রাজনৈতিক দল কোন পন্থার হবে, জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে একটি দল আসছে, সেটি একটি মধ্যপন্থার দল হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নতুন দল প্রসঙ্গে তিনি বলেন, দলটি কোনো বাইনারি প্রসেসের মধ্যে থাকবে না, মতাদর্শ ভিত্তিক বিভাজন থাকবে না। আমাদের সামাজিকভাবে ঐক্যের জায়গাটা গড়তে হবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি: জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ নিষিদ্ধে ব্যাপারে তিনি বলেন, নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে দেশের জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে।

আরো পড়ুন
‘আমরা বিএনপি পরিবারে’ নতুন ২ উপদেষ্টা মনোনীত

‘আমরা বিএনপি পরিবারে’ নতুন ২ উপদেষ্টা মনোনীত

 

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, রাজনৈতিকভাবে এই ঐক্যের ওপর ভিত্তি করে যে মানুষগুলো আহত হয়েছে, শহীদ হয়েছে তাদের বিচারের দাবিতে রাজপথে আমাদের অবস্থান নিতে হবে। এই গণঅবস্থানের মধ্য দিয়ে নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দাবিতে আমাদের রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে।

আরো পড়ুন
সর্বজনীন পেনশন বন্ধ হচ্ছে না, সুবিধা নিয়ে যা জানা গেল

সর্বজনীন পেনশন বন্ধ হচ্ছে না, সুবিধা নিয়ে যা জানা গেল

 

গণতান্ত্রিক প্রক্রিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।

জাতিসংঘের প্রতিবেদন নিয়ে তিনি বলেন, প্রতিবেদনটি মানবতাবিরোধী অপরাধের পক্ষে একটি সুস্পষ্ট প্রমাণ। তাই আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

নতুন সংবিধান প্রণয়ন করতে হবে : আখতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
নিজস্ব প্রতিবেদক, রংপুর
শেয়ার
নতুন সংবিধান প্রণয়ন করতে হবে : আখতার
ফাইল ছবি

নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশ যে সংবিধানের মধ্য দিয়ে চলছে সেই সংবিধান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেন না। সে কারণে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।’

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আখতার হোসেন বলেন, ‌‌‘সামনের যে নির্বাচন হবে সেটি হতে হবে গণপরিষদ নির্বাচন। সেই নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা নতুন সংবিধান উপহার দেবেন এবং তারাই সংসদ সদস্যের দায়িত্ব পালন করবেন। গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে এক করে দেখার কোনো অবকাশ নেই।’  


এ সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকত আলী, জেলা ও মহানগর বিএনপি জামায়াত, এবি পার্টি গণঅধিকার পরিষদ, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সনাতন ধর্মাবলম্বী মানেই নৌকায় ভোট দেয় এই ধারণা বদলাতে হবে : সারজিস

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
সনাতন ধর্মাবলম্বী মানেই নৌকায় ভোট দেয় এই ধারণা বদলাতে হবে : সারজিস
ছবি: কালের কণ্ঠ

সনাতন ধর্মাবলম্বী মানেই তারা নৌকায় ভোট দেয় এই ধারণা বদলাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। 

এ সময় সারজিস আলম বলেন, ‘অল্প কয়েকজনকে সুবিধা দিয়ে বাকি সব সনাতন ধর্মালম্বীদের দিকে কিন্তু নজর দেয়নি আওয়ামীলীগ। তারা উপরি পাওনা হিসেবে তাদের ব্যবহার করেছে।

যারা আপনাদের কথা শুনবে, আপনাদের হয়ে কথা বলবে, আপনাদের রক্ষার জন্য পাশে দাঁড়াবে ভোটটা হবে তাদের জন্য।’

সারজিদ আরো বলেন, ‘এই দেশটা কোন নির্দিষ্ট ধর্মের মানুষের না। এই দেশে যারা বসবাস করে, যারা এদেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ। ৫ আগস্টের পর আমরা শুনেছি অনেকেই এলাকা থেকে চলে গেছে।

অনেকের বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। এটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। কারণ যারা এগুলো করেছে তারা হচ্ছে সুযোগ সন্ধানী। তারা হচ্ছে দখলবাজ।
এই কাজগুলো আওয়ামীলীগের সময়েও করেছে। এখনো কেউ কেউ করছে। সামনেও কেউ কেউ করবে। তারা কোন দলের না তারা ধান্দাবাজ। তাদের প্রতিহত করতে হবে।

এ সময় তিনি যে কোন ন্যায্য পাওনার ক্ষেত্রে সনাতন ধর্মালম্বীদের সাথে একসাথে লড়াই করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে রানীগঞ্জ দক্ষিণেশ্বর দেবোত্তর এস্টেট পটেশ্বরী কালীমন্দিরের সেবকসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

শফিকুর রহমানসহ জামায়াত নেতাদের এবারের ঈদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শফিকুর রহমানসহ জামায়াত নেতাদের এবারের ঈদ
সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবার পবিত্র ঈদুল ফিতরের দিন কাটাবেন ঢাকায় নিজ বাড়িতে। এদিন তিনি দলীয় নেতাকর্মী ও নিজ নির্বাচনী এলাকা মিরপুরের বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

শুক্রবার (২৮ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, দলের আমির ডা. শফিকুর রহমান ঢাকায় নিজ বাড়িতে, নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান মক্কায়, নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

আরো বলা হয়েছে, সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ বাড়িতে, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানায় নিজ বাড়িতে, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নারায়ণপুর গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ ঢাকার বসুন্ধরায়, এড. এহসানুল মাহবুব জুবায়ের মক্কায়, এড. মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালে নিজ বাড়িতে ঈদ উদযাপর করবেন।

এছাড়া মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ ঢাকার উত্তরায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধ এবং দেশবিরোধী সব অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী স্বৈরাচার পালিয়ে গেলেও তারা বিদেশে বসে এবং দেশে ঘাপটি মেরে লুকিয়ে থেকে তাদের দোসরদের দিয়ে দেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাচ্ছে।

দেশে যাতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন না হতে পারে সেজন্য নানাভাবে বিতর্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে। এ অবস্থার অবসান ঘটিয়ে সরকারকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। সেইসঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশবিরোধী সব অপতৎপরতার বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে মানবিক বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

মন্তব্য

ঈদের আগেই এ টি এম আজহারের মুক্তি চায় জামায়াত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদের আগেই এ টি এম আজহারের মুক্তি চায় জামায়াত
সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেছেন।

দেশবাসী আশা করেছিল, চরম জুলুম-নির্যাতনের শিকার এ টি এম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় ৮ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এ টি এম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত।

আমরা আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, যাতে তিনি মুক্ত পরিবেশে পরিবারের সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ