<p>মূল্যবৃদ্ধির অজুহাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলু রপ্তানিতে আবারও স্লট বুকিং বন্ধ করে দিয়েছে। এতে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে। এর আগে ২৬ নভেম্বর আলু ও পেঁয়াজ রপ্তানির স্লট বুকিং বন্ধ করে দিয়েছিল ভারত। পরে তা চালু হলে পুনরায় এ দুটি পণ্যের আমদানি শুরু হয়।</p> <p>সোমবার (২ ডিসেম্বর) আলুর স্লট বুকিং বন্ধ করায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলুবাহী ট্রাক দেশে প্রবেশ করে নাই। তবে বন্দর দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733130126-95474b102319ba183aad222aee334702.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করল ইসি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/02/1453009" target="_blank"> </a></div> </div> <p>হিলি স্থলবন্দরের আমদানিকারক নূর ইসলাম বলেন, দেশের বাজারে ভারতীয় আলু চাহিদা থাকায় ভারত থেকে আলু আমদারি করেন আমদানিকারকরা। পশ্চিমবঙ্গ সরকার আলু রপ্তানির ওপরে স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় পূর্বে এলসি করা আলু আমদানি হচ্ছে। রবিবার ছয় ট্রাক আলু আমদানি হয়েছে। আজ ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে।</p> <p>তিনি আরো বলেন, যতদিন ভারতে স্লট বুকিং চালু হবে না ততদিন আলু আমদারি বন্ধ থাকবে। ভারত থেকে আলু আমদানি বন্ধ থাকলে খুচরা বাজারে দামের কিছুটা প্রভাব পড়বে। আলু বন্ধের পরে কিছুটা প্রভাব পড়লেও কয়েক দিন পরে দেশি আলু উঠতে শুরু করবে। দেশি আলু বাজারে আসলে দাম নিয়ন্ত্রণে আসবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে : পলক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733134088-3692a2526b4d7f09985f42c6cab5419f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে : পলক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/12/02/1453030" target="_blank"> </a></div> </div> <p>হিলি সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল বলেন, এমন পরিস্থিতিতে বন্দরের ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। আমাদের অনেক ব্যবসায়ী ইতোমধ্যেই আলু আমদানির জন্য এলসি (ঋণপত্র) করে রেখেছেন। ভারত থেকে আলু আমদানি বন্ধ হলে আমদানিকারকরা যেমন ক্ষতিগ্রস্ত হবেন পাশাপাশি খুচরা বাজারে দাম বৃদ্ধি পাবে।</p> <p>হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, পশ্চিমবঙ্গ সরকার অনলাইন স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় আলুবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে না। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।</p> <p>হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন জানান, বন্দরে আসা সকল কাঁচাপণ্য দ্রুত ছাড়করণে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। গত শনিবার ও রবিবার দুই দিনে হিলি বন্দর দিয়ে ভারত থেকে ৩২ ট্রাকে ৯২৩ মেট্রিক টন পেঁয়াজ এবং শনিবার ২ হাজার ৩৫ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।</p>