<p>নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জনগণের অধিকার রক্ষায় কাজ করবে সরকার। দেশের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড সরকার শক্ত হাতে প্রতিরোধ করবে।</p> <p>আজ শুক্রবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।</p> <p>মো. আসাদুজ্জামান বলেন, ‘সাঈদ-মুগ্ধরা যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে এই সরকার কাজ করবে। নাগরিক অধিকার পরিপন্থী কোনো কাজ করা হবে না। জনগণের অধিকার রক্ষায় যা যা করণয় সব কিছুই সরকার করবে।’</p> <p>দেশের প্রধান এই আইন কর্মকর্তা আরো বলেন, ‘জনগণের অধিকারকে মূল্যায়ন দিয়ে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন ও তথ্য-প্রযুক্তি আইনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’</p> <p>অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আজ সকালে ঝিনাইদহের শৈলকুপায় পৌঁছলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।</p> <p>গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আাসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হন তিনি।</p>