পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, রাঙামাটিতে ১৪৪ ধারা জারি

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি প্রতিনিধি
শেয়ার
পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, রাঙামাটিতে ১৪৪ ধারা জারি
সংগৃহীত ছবি

রাঙামাটিতে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটি শহরের বনরূপা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে ১৪৪ জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি জেলার পৌরসভা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জানমাল ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। তাই আজ শুক্রবার দুপুর ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাতে উল্লেখ করা হয়।

এদিকে পাহাড়ি-বাঙালি মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন একজন। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাদিয়া আক্তার। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে রাঙামাটি শহরের বনরূপা এলাকায় আসেন।

এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ও দোকানে হামলা চালান। খবর পেয়ে বাঙালিরা প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

সংঘর্ষের ঘটনায় বেশ কিছু দোকানে অগ্নিসংযোগও করা হয়। পরে সেনবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে শহরে এখনো পরিস্থিতি থমথমে রয়েছে।

শহরে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

ধর্ষণের শিকার পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে নাহিদ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
ধর্ষণের শিকার পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে নাহিদ
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সেখানকার একটি বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণিতে পড়েন তার মেয়ে। এবার সেই ছাত্রীকে (১৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২০ মার্চ) এনসিপির নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর ১২টার দিকে তারা পটুয়াখালী পৌঁছান নাহিদ ইসলাম।

আরো পড়ুন
৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত

৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত

 

এই সফরে নাহিদ ইসলাম তার পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শহীদ কন্যার খোঁজখবর নেবেন।

এ ছাড়া পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

পরিবার বলছে, মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় সাকিব মুন্সি (১৯) নামের এক তরুণকে আটক করেছে বলে জানিয়েছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান।

প্রাসঙ্গিক
মন্তব্য

সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে জেলা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে জেলা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
মো. জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, সিংড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৯ মার্চ) রাতে নিজবাড়ি থেকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণা চলাকালে বিনগ্রাম বাজারে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগে গত বছরের ৯ সেপ্টেম্বর মামলা করেন উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিছুর রহমান।

এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলামসহ ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করা হয়।

মন্তব্য

নড়াইলের মেয়র আঞ্জুমান আরা ও যুবলীগের সেক্রেটারি খোকন জেলহাজতে

নড়াইল প্রতিনিধি
নড়াইল প্রতিনিধি
শেয়ার
নড়াইলের মেয়র আঞ্জুমান আরা ও যুবলীগের সেক্রেটারি খোকন জেলহাজতে
ছবি: কালের কণ্ঠ

বিএনপির করা দুটি নাশকতার মামলায় নড়াইলের পৌর মেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খোকন সাহাকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ বিচারপতি শারমিন নিগার তাদের জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

সূত্র জানায়, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় নড়াইলে শেখ রাসেল সেতুর ওপর আওয়ামী লীগের করা নাশকতার ঘটনায় ১০ সেপ্টেম্বর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে গত সদর থানায় মামলা করেন। এই মামলার ২ নম্বর আসামি খোকন সাহা এবং ২৬ নম্বর আসামি মেয়র আঞ্জুমান আরা।

আরো পড়ুন
পুরুষকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় ওসি বদলি

পুরুষকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় ওসি বদলি

 

এর আগে গত ২৭ জানুয়ারি আসামিরা হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। আজ সকালে নড়াইলের আদালতে হাজির হওয়া পর আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণ করেন।

এদিকে আসামিদের আদালত থেকে হওয়ার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হট্টগোল করলে সেনাবাহিনী আদালত চত্বরে আসে। পরে পুলিশ ও সেনা সদস্যদের নিরাপত্তার মধ্যে আসামিদের কারাগারে পাঠানো হয়।

গাড়িতে ওঠার সময় মেয়র আঞ্জুমান আরা ও খোকন সাহা জয়বাংলা স্লোগান দিলে বিক্ষুব্ধ একজন মেয়রের গায়ে ডিম ছুড়ে মারেন।

মন্তব্য

পুরুষকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় ওসি বদলি

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
পুরুষকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনায় ওসি বদলি
ওসি নাজমূল হুদা। ছবি : সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় পুরুষকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতনের ঘটনার এক দিন পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমূল হুদাকে বদলি করা হয়েছে।

গতকাল বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়। আজ বৃহস্পতিবার তিনি চান্দিনা থানার দায়িত্ব হস্তান্তর করবেন এবং নতুন ওসি যোগদান করার কথা রয়েছে।

স্থানীয়রা জানান, গত সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী এলাকা থেকে এনজিওর এক পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে বৈদ্যুতিক শক দিয়ে নারী কর্মীকে যৌন হয়রানির ঘটনার দিন থেকে ওসির উদাসীনতা ও দায়িত্ব অবহেলা পায় এলাকাবাসী।

ভুক্তভোগী ও গ্রামবাসী চান্দিনা থানার ওসির ফোনে কল করে বিষয়টি অবহিত করলেও তিনি ঘটনাস্থলে যাননি এবং এক পুলিশ কর্মকর্তাকে পাঠিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তী সময়ে স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর তোপের মুখে বিষয়টি আমলে নিতে বাধ্য হলেও যৌন হয়রানির ঘটনায় তিনি মামলা নেননি। যৌন হয়রানিকারীদের বাঁচাতে এবং ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করতে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে মারামারি ধারায় মামলা নেয় পুলিশ- এমন অভিযোগ স্থানীয়দের।

মামলার বাদী ভুক্তভোগী তারেক রহমান জানান, সেদিন রাতে থানার কম্পিউটারে মামলার এজাহার লিখে আমাকে স্বাক্ষর করতে বলেন।

তাতে কী লেখা ছিল তা আমার জানা নেই।

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসে। পরে ১৯ মার্চ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন স্বাক্ষরিত এক চিঠিতে ওসিকে হোমনা থানায় ২৪ ঘণ্টার মধ্যে বদলির আদেশ দেন। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ উল ইসলামকে চান্দিনা থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর জানান, চান্দিনা থানার ওসির বদলির আদেশে প্রশাসনিক কারণ দেখানো হয়েছে। গতকাল বুধবার আমরা আদেশের কপি পেয়েছি, আজ (বৃহস্পতিবার) তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ