<p>পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকা থেকে ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের নন্দগছ এলাকায় স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগ।</p> <p>বন বিভাগের তথ্য মতে, উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন ৯ কেজি ২০০ গ্রাম। পরে সাপটি তেঁতুলিয়া দিনাজপুর বন বিভাগের রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে। সেখানে সাপটিকে অবমুক্ত করা হবে।</p> <p>স্থানীয়রা জানায়, নন্দগছ সীমান্ত এলাকার সাদেকুল ইসলামের বাড়ির পাশের বাঁশ বাগানে বিরাট আকৃতির অজগর দেখতে পেয়ে প্রশাসন ও বন বিভাগে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন। </p> <p>সামাজিক বন বিভাগ তেঁতুলিয়ার বিট কর্মকর্তা নুরুল হুদা বলেন, ‘চলমান ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ভারতীয় সীমান্ত দিয়ে সাপটি বাংলাদেশে প্রবেশ করেছে বলে আমরা ধারণা করছি।’ </p> <p>তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, অজগরটি রামসাগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। এর আগেও তেঁতুলিয়ায় অজগর ধরা পড়েছে। তবে এই অজগরটি সবচেয়ে বড় আকৃতির।</p>