<p>গত ৫ আগস্টের পর টঙ্গী পূর্ব থানায় ৪ বার ওসি বদল হয়েছে। চতুর্থ ওসি হিসেবে যোগদান করেছেন কায়সার আহমেদ। গতকাল সোমবার (১৪ অক্টোবর) জব্দকৃত সরকারি মালামাল বিক্রির অভিযোগে তৃতীয় ওসি মামুনুর রশীদ স্ট্যান্ডরিলিজ হন ও একজন এসআই ক্লোজড হন।</p> <p>আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) টঙ্গী পূর্ব থানার নতুন ওসি কায়সার আহমেদ কালের কণ্ঠকে নিজের যোগদানের কথা নিশ্চিত করেন। এর আগে গত ৫ আগস্টে টঙ্গী পূর্ব থানার ওসি ছিলেন মোস্তাফিজুর রহমান। তাকে বদলি করায় রাফিউল করিম রাফি যোগদান করেন। তাকেও বদলি করার পর যোগদান করেন এসএম মামুনুর রশীদ। গতকাল তাকে স্ট্যান্ডরিলিজ করার পর কায়সার আহমেদ যোগদান করেন।</p> <p>জানা যায়, টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কম্পানি লিমিটেডের (বিটিসিএল) গোডাউন থেকে জব্দকৃত চোরাই মালামাল বিক্রি ও বাহক কাভার্ডভ্যান ছেড়ে দেওয়ার অভিযোগে টঙ্গী পূর্ব থানার এসআই আরিফ হোসেনকে প্রত্যাহার (ক্লোজড) করেছে জিএমপি। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসিকে স্ট্যান্ড রিলিজ করে মহানগর ডিবিতে বদলি করে নতুন হিসেবে হিসেবে টঙ্গী পূর্ব থানায় কায়সার আহমদকে পদায়ন করা হয়েছে।</p> <p>গতকাল সোমবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. আলমগীর হোসেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728979756-bb0539e38a0bbccfd78c345448c2f33e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/15/1435356" target="_blank"> </a></div> </div> <p>একাধিক সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে টিএন্ডটি বাজার এলাকায় অবস্থিত বিটিসিএলের গোডাউনে রক্ষিত মালামাল চুরি করে কাভার্ডভ্যানযোগে নিয়ে যাচ্ছিলেন চোরচক্রের সদস্যরা। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে টিএন্ডটি স্কুল মাঠে মালামাল বোঝাই গাড়ি রেখেই পালিয়ে যায় চোরের দল। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িটিকে জব্দ করে থানায় আনার জন্য রেকারকে খবর দেয় এবং থানার ওসিকে বিষয়টি জানায়। রেকার চালক অজয় রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে কর্দমাক্ত রাস্তা থেকে গাড়িটি টেনে আনা সম্ভব নয় বলে ফিরে যান। পরে ভেকুর মাধ্যমে গাড়িটি তুলে এক লক্ষাধিক টাকায় গাড়িতে থাকা মালামাল বিক্রয় করে দিয়ে খালি গাড়িটি থানায় নিয়ে এসে জিডি দায়ের করেন। পরে গত ৩ সেপ্টেম্বর মোটা অংকের টাকার বিনিময়ে গাড়িটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন ওসি।</p> <p>একটি দায়িত্বশীল সরকারি গোপন সূত্র জানায়, কাভার্ডভ্যানটিতে টিএন্ডটির প্রায় ১০০০ কেজি লোহা-লক্কড় ছিল যা এসআই আরিফ অফিসার ইনচার্জ মামুনুর রশীদের নির্দেশে একই এলাকার জনৈক মালেকের ভাঙারির দোকানে ৪৬ হাজার  টাকায় বিক্রয় করে দেন। পরবর্তীতে গত ২৪ সেপ্টেম্বর জিডি মূলে এসআই আরিফ শুধুমাত্র কাভার্ডভ্যানটি জব্দ দেখিয়ে গত ৩ অক্টোবর কাভার্ডভ্যানটির মালিক আবুল কালাম লিটনের কাছে হস্তান্তর করেন। চোরাইকৃত মালামাল ও চোরাই মালামাল পরিবহন করা হয়েছে জানা সত্ত্বেও ওসি গাড়ীর মালিক বা ড্রাইভারের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করেননি। এমনকি উক্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করেননি। ঘটনার বিষয়ে পরবর্তীতে বিভিন্ন মহলে জানাজানি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এবং উক্ত বিষয়ে এসআই আরিফকে জিজ্ঞাসাবাদ করা হলে সে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ঘটনাটির সাথে ওসির সংশ্লিষ্টতার কথাও স্বীকার করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৫ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728979195-1aa55138d78c0d4710d039467ed451ef.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৫ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/15/1435353" target="_blank"> </a></div> </div> <p>রেকার ড্রাইভার অজয় কালের কণ্ঠকে জানান, ওইদিন টিএন্ডটি বাজার এলাকায় একটি গাড়িতে রেকার করার জন্য তাকে খবর দেওয়া হয়। পরে ওখানে কাঁদা থাকায় রেখার না করেই ফিরে আসি। এর বাইরে আমি কিছু জানি না।</p> <p>গাজীপুর জেলা বিটিসিএল-এর উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ নুরু উল্লাহ জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। আমরা আরো খোঁজখবর নিচ্ছি।</p> <p>গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. আলমগীর হোসেন কালের কণ্ঠকে বলেন, এ ঘটনায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে একজন এসআইকে প্রত্যাহার করা হয়েছে।</p> <p>এদিকে গতকাল বিকেল ৫টায় জিএমপির কমিশনার স্বাক্ষরিত এক অফিস আদেশে টঙ্গী পূর্ব থানার ওসি এস এম মামুনুর রশীদকে স্ট্যান্ড রিলিজ করে জিএমপির ডিবি (উত্তর বিভাগে) বদলি ও টঙ্গী পূর্ব থানায় ওসি হিসেবে কায়সার আহমদকে পদায়ন করা হয়েছে।</p>