<p>অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সুনামগঞ্জ জেলার সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ইজারাবিহীন ধোপাজান চলতি নদী থেকে ১৩৪টি বালুবোঝাই নৌকা, বালু উত্তোলনে ব্যবহৃত নিষিদ্ধ আটটি ড্রেজার মেশিন জব্দসহ চারজনকে আটক করেছে টাস্কফোর্স। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৩ কোটি টাকার বেশি।</p> <p>গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) ধোপাজান বালু মহাল ও চলতি নদীর ১০ কিলোমিটার এলাকাজুড়ে টাস্কফোর্সের দিনব্যাপী অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। এর আগে গত ৮ অক্টোবর ধোপাজান চলতি নদীতে বালুবাহী নৌ চলাচল বন্ধের আদেশ জারি করে জেলা প্রশাসন। গত ১৮ অক্টোবর অবৈধ নৌ প্রবেশ ঠেকাতে নদীর প্রবেশমুখে বাঁশের বেড়া দেওয়া হলেও সেটি ভেঙে ফেলে বালুখেকোরা। জেলা প্রশাসনের জারীকৃত নিষেধাজ্ঞা অমান্য করে চলছিল বালু উত্তোলন ও পরিবহন।</p> <p>বিজিবি ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জের উদ্যোগে অভিযানের নেতৃত্ব দেন সদর ও বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানে বিজিবি ২৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক, এসিল্যান্ড সুনামগঞ্জ, নৌ পুলিশসহ আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশে বেড়ানো শেষে ফেরার পথে ভারতীয় নারীসহ আটক ২" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729663554-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশে বেড়ানো শেষে ফেরার পথে ভারতীয় নারীসহ আটক ২</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/23/1438230" target="_blank"> </a></div> </div> <p>খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ধোপাজান নদী‌তে বালু লুটপাট এবং চাঁদাবাজি বেড়েছে। ডলুরা জিরো পয়েন্ট থেকে ডলুরা মসজিদের ঘাট পর্যন্ত এলাকায় দিনে-রাতে চলছে বালু লুটপাট। নদীর কাইয়ারগাঁও এলাকায় রাতে ড্রেজার মেশিনে নদীর বুক খনন চলছে। তাতে পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এসব ড্রেজার মেশিন এবং বালু উত্তোলনকারীদের কাছ থেকে উত্তোলনের সময় থেকে সুরমা নদীর আব্দুজ জহুর সেতু এলাকায় পৌঁছনো পর্যন্ত কমপক্ষে পাঁচ স্থানে চাঁদাবাজি হয়।</p> <p>নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান জানান, ইজারাবিহীন নদীতে দিনব্যাপী টাস্কফোর্সের অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে নদী ও পাড় কেটে বালু উত্তোলন বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে। ওই বালুখেকোদের কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।</p> <p>সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, ধোপাজান চলতি নদীতে কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করার ফলে ধোপাজান চলতি নদীর পাড়ভাঙন ও পরিবেশ নষ্টের পরিপ্রেক্ষিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। আটককৃত বালু ও নৌকার আনুমানিক সিজার মূল্য-১৩,১৬,৫২,০০০ (তেরো কোটি ষোলো লাখ বায়ান্ন হাজার) টাকা।</p>