<p>ফরিদপুরে নিষেধাজ্ঞার মধ্যেই বিক্রির সময় অভিযান চালিয়ে প্রায় পাঁচ মণ ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা এবং দুটি সরকারি শিশু পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।</p> <p>গতকাল সোমবার (২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের লালখাঁর বাজারে জেলা প্রশাসন, মৎস্য অফিস ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী এ অভিযান পরিচালনা করেন। </p> <p>ফরিদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইলিশ বিক্রির গোপন খবর পেয়ে সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের লাল খাঁর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।</p> <p>জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী জানান, আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযানে বের হয়েছিলাম। এ সময় বিক্রয়রত অবস্থায় প্রায় পাঁচ মণ ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা ও ফরিদপুরের দুটি সরকারি শিশু পরিবারে  বিতরণ করা হয়। ওই বাজারে শুধু ইলিশ মাছই বিক্রি হচ্ছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্ত্রীর অ্যাকাউন্টে স্বামী পাঠিয়েছেন ৮৭ লাখ টাকা, দেশে ফিরে দেখেন সবই ফাঁকা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730190241-0331f1beab22fb6d25616fda3a99b07b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্ত্রীর অ্যাকাউন্টে স্বামী পাঠিয়েছেন ৮৭ লাখ টাকা, দেশে ফিরে দেখেন সবই ফাঁকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/29/1440411" target="_blank"> </a></div> </div> <p>ইলিশের প্রজনন বৃদ্ধি করতে গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নিষিদ্ধ সময়ে মা ইলিশ রক্ষার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এ ছাড়া পদ্মা নদীর বিভিন্ন জলসীমানায় ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রয়েছে।</p>