<p>ফরিদপুরের নগরকান্দায় সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজ বপন করে ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কৃষক দলের নেতাকর্মীরা। বুধবার (৪ ডিসেম্বর) উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। </p> <p>ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়া দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘সরকারি কর্মকর্তারা প্রণোদনার নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন। একজন কৃষকের বীজ গজায়নি। এতে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি।’ ক্ষতিপূরণ না দিলে তাদের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামবেন বলে হুমকি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা।</p> <p>ফরিদপুরে প্রতিবছর প্রায় ছয় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। এর মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় সালথা ও নগরকান্দায়। এবার সংশ্লিষ্ট কৃষি অফিসের মাধ্যমে সালথায় এক হাজার ৪৫০ জন ও নগরকান্দায় এক হাজার কৃষকের মাঝে পেঁয়াজের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে এক কেজি করে বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়।</p> <p>অভিযোগ রয়েছে, সংশ্লিষ্টদের গাফিলতিতে নিম্নমানের বীজ পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন কৃষকরা। প্রণোদনা পাওয়া সব কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছেন। একজন কৃষকেরও বীজ থেকে চারা গজায়নি। </p> <p>কৃষকরা বলছেন, এসব বীজের পাঁচ ভাগ বীজও অঙ্কুরিত হয়নি। এমনকি কোনো কোনো কৃষকের জমিতে অঙ্কুরিত বীজের হার জিরো পার্সেন্ট। </p> <p>উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, ২০-৩০ ভাগ বীজ অঙ্কুরিত হয়েছে বলে সরেজমিনে প্রমাণ পেয়েছেন।</p>