লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে অপহরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে অপহরণ
রুবেল হোসেন

লক্ষ্মীপুরে অস্ত্র ঠেকিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল হোসেনকে (৩২) মুখোশধারী দূর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ করেছে পরিবার। সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রাম থেকে বুধবার (২৯ জানুয়ারি) রাতে তাকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো পড়ুন
আরো অনিশ্চয়তার পথে রোহিঙ্গা পরিস্থিতি, সংকট সর্বত্র

আরো অনিশ্চয়তার পথে রোহিঙ্গা পরিস্থিতি, সংকট সর্বত্র

 

রুবেল দত্তপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও পশ্চিম বটতলী গ্রামের মৃত মহি উদ্দিনের ছেলে।

তিনি পরিবহন ও মাটি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রুবেল রাত সাড়ে ৯টার দিকে মান্দারী বাজার থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মুখোশধারী দূর্বৃত্তরা আগ্নোয়াস্ত্রের মুখে রুবেলকে অপহরণ করে নিয়ে যায়। তবে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।

 

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ

 

সিএনজিচালিত অটোরিকশা চালক মো. মিন্টু বলেন, মান্দারী থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় আব্দুর ডিলারের বাড়ির পাশে পৌঁছেলে মুখ বাঁধা ৪-৫ ব্যক্তি সিএনজি থামায়। এসময় অস্ত্র ঠেকিয়ে তারা রুবেলকে নিয়ে গেছে। বাধা দিলে অস্ত্র ধরে আমাদের হুমকি দেয়।

রুবেলের ভগ্নিপতি ইউছুফ আমিন জানান, অপহরণের ঘটনা শুনে আমরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করছি।

ঘটনাটি থানা পুলিশ, সেনাবাহিনীকেও জানিয়েছি। 

ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে জানিয়ে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অপহৃতকে উদ্ধারে অভিযান চলছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বাউফল

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, যুবদল নেতা বললেন ‘এটি ষড়যন্ত্র’

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, যুবদল নেতা বললেন ‘এটি ষড়যন্ত্র’
সংগৃহীত ছবি

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়ীয়া ইউনিয়নের হাতেম মৃধা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. ইমরান মৃধার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ইমরান আদাবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাধবপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ফোরকান মৃধার ছেলে।

আরো পড়ুন
ঈদ আপ্যায়নে রাখুন ভিন্ন স্বাদের স্ন্যাকস

ঈদ আপ্যায়নে রাখুন ভিন্ন স্বাদের স্ন্যাকস

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান মৃধা দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ব্যবসার আড়ালে তিনি ইয়াবার কারবার চালাতেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে তাকে ইয়াবা সেবনে সাহায্য করতে দেখা যায়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ইমরান বলেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওটি ছড়িয়েছে। আমি মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত নই।’ তবে এক পর্যায়ে তিনি বলেন, ‘বন্ধুদের সঙ্গে চলতে ফিরতে কেউ যদি ধূমপান করেন, তখন সাহায্য করা অপরাধের কিছু নয়।

আরো পড়ুন
টানা ছুটিতে রাজধানীতে যেভাবে চলছে চিকিৎসাসেবা

টানা ছুটিতে রাজধানীতে যেভাবে চলছে চিকিৎসাসেবা

 

বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, ‘উল্লিখিত ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তবে যদি মাদকের বিষয়টি সত্য হয়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন বলেন, ‘আমাদের সংগঠন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। যদি কেউ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকে এবং আমাদের সংগঠনের নাম ব্যবহার করে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

বুড়িচংয়ে গোমতী নদীতে ডুবে প্রাণ গেল কৃষকের

বুড়িচং -ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং -ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
বুড়িচংয়ে গোমতী নদীতে ডুবে প্রাণ গেল কৃষকের
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার এতবারপুর গরুর জন্য ঘাস কাটতে গিয়ে গোমতী নদীতে ডুবে আবু ইউসুফ (৬০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন।

স্থানীয় ও নিহত পরিবারের সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বুড়িচং উপজেলার ৯ নম্বর ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর দক্ষিণ পাড়ার আবু ইউসুফ ও তার ভাই হুমায়ুন কবির গরুর জন্য গোমতীর পাড়ে ঘাস কাটতে যান। ঘাসের বস্তা নিয়ে নদী পারাপারের সময় ইউসুফ পানিতে ডুবে নিখোঁজ হয়ে যান।

তার ভাই হুমায়ুন কবির অনেক খোঁজাখুঁজির পর মসজিদের মাইকে গ্রামবাসীকে জানালে একদল যুবক নদীতে নেমে আবু ইউসুফের ঘাসের বস্তাটি খুঁজে পান।

পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দিলে তারা এসে নিখোঁজের ৪ ঘণ্টা পর নদীর তলদেশ থেকে আবু ইউসুফের মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

 

স্থানীয় বাসিন্দা আরিফসহ একাধিক ব্যক্তি জানান, এতবারপুর এলাকায় গোমতীর নদী থেকে ড্রেজার দিয়ে বালু-মাটি উত্তোলন করার কারণে অনেক বড় গর্ত হয়ে যায়। এই গর্তের ভেতরে পড়ে আবু ইউসুফ মারা গেছেন।

আবু ইউসুফের মৃত্যুতে আত্মীয় স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের মাতম বইছে। তাকে দেখার জন্য গোমতীর দুই পাড়ে অসংখ্য মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘আবু ইউসুফ নামের এক ব্যক্তির মরদেহ গোমতী নদী থেকে উদ্ধার করা হয়েছে। ঘাস কাটতে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ হওয়ার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও বুড়িচং থানা পুলিশসহ উদ্ধার কাজে সহায়তা করেছে।

মন্তব্য

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

রাজবাড়ী সদর উপজেলায় সালমা খাতুন (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১ এপ্রিল) উপজেলার বরাট ইউনিয়নের হাউলিজয়পুর গ্রামে শোবার ঘর থেকে

নিহত সালমা খাতুন একই গ্রামের আজাদের স্ত্রী। আজাদ গত এক বছর ধরে সৌদি আরবে কর্মরত। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার সকালে সালমার শাশুড়ি দেখেন তার ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে বিছানার ওপর সালমার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃত্যুর কারণ চিকিৎসকরা প্রতিবেদন দিলে জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

মন্তব্য

গোপালগঞ্জে জমি নিয়ে ফকির বংশের সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি
শেয়ার
গোপালগঞ্জে জমি নিয়ে ফকির বংশের সংঘর্ষ, আহত ২০
ছবি : কালের কণ্ঠ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ফকির বংশের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টায় কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘের কাটতে যান সিরাজ ফকির। এতে বাধা দেন একই বংশের চাচাতো ভাই গাউস ফকির।

 

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।

আরো পড়ুন
ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

 

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিরোধীয় জমিতে ঘের কাটা নিয়ে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি।

অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ