সাতক্ষীরায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
সাতক্ষীরায় বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা
সংগৃহীত ছবি

সাতক্ষীরার দেবহাটায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেবহাটার গাজিরহাট এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করা হয়।

এর আগে সাতক্ষীরার শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

আরো পড়ুন
আমবয়ানে বিশ্ব ইজতেমা শুরু

আমবয়ানে বিশ্ব ইজতেমা শুরু

 

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জানুয়ারি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজারসংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপি দেবহাটা উপজেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

উক্ত সম্মেলনকে কেন্দ্র করে গাজীরহাট বাজার ও সম্মেলন স্থানের আশপাশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন
বাটলার থাকলে গণ-অবসরের হুমকি মেয়েদের

বাটলার থাকলে গণ-অবসরের হুমকি মেয়েদের

 

সেহেতু ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান সম্মেলন স্থল, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ বা তার আশপাশে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থার সদস্য ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো প্রকার শক্তি প্রদর্শন, সভা-সমাবেশ, মাইকিং, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি ব্যবহার, সভা-সমাবেশের উদ্দেশ্যে ৫ বা ততধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

চট্টগ্রামে আ. লীগ-ছাত্রলীগ যুবলীগের ২১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে আ. লীগ-ছাত্রলীগ যুবলীগের ২১ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এর আগের ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী।

আরো পড়ুন
জার্মানিতে চলছে নির্বাচন, প্রতিদ্বন্দ্বীরা ভোট দিয়ে যা বললেন

জার্মানিতে চলছে নির্বাচন, প্রতিদ্বন্দ্বীরা ভোট দিয়ে যা বললেন

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।’ 

পুলিশ জানিয়েছে, অভিযানে হালিশহর থানা যুবলীগের প্রচার সম্পাদক মো. আসলাম, পাহাড়তলী থানা হকার্স লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার সম্পাদক আহম্মদ নুরসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

আজহারির মাহফিলে ৮ নারী চোর আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শেয়ার
আজহারির মাহফিলে ৮ নারী চোর আটক
ছবি: কালের কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় অনুষ্ঠিত ড. মিজানুর রহমান আজহারির তাফসিরুল কোরআন মাহফিলের নারী প্যান্ডেল থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী চুরি চেষ্টার অভিযোগে আট নারীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মাহফিল চলাকালে ওই আট নারীকে আটক করা হয়। তাদের মধ্যে পাঁচজন হবিগঞ্জ, একজন নরসিংদী, একজন ব্রাহ্মণবাড়িয়া ও একজন ঢাকার সাভারের বাসিন্দা। তারা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

তাঁদের কাছ থেকে চুরীকৃত একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন
বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না নিউজিল্যান্ড

বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না নিউজিল্যান্ড

 

সদর থানার ওসি রইস উদ্দিন বলেন, ওই আট নারী চোরের বিরুদ্ধে রবিবার মামলা করার পর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মাহফিল থেকে মোবাইল ফোন চুরি ও হারানোর অভিযোগে ২০টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে থানায়। 

গত শনিবার বিকেলে জাবালুন নূর ফাউন্ডেশন আয়োজিত মাহফিলে জেলা জামায়াত আমির ও জাবলুন নূর ফাউন্ডেশনের  চেয়ারম্যান আবু জার গিফারীর সভাপতিত্বে বয়ান পেশ করেন ড. মিজানুর রহমান আজাহারি।

প্রাসঙ্গিক
মন্তব্য

জুতা ও সাইকেলের পেডেলে হত্যার রহস্য

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
শেয়ার
জুতা ও সাইকেলের পেডেলে হত্যার রহস্য
সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যার ১৭ দিন পর ফেলে যাওয়া জুতা আর বাইসাইকেলের ভাঙা পেডেলের আলামত ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত দিবস রেংগেট (১৯) ও তার বন্ধু উজ্জ্বল বাউরিকে (২৩) আটক করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সব তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

ওসি জানান, ৬ ফেব্রুয়ারি শমশেরনগর চা-বাগানের ১১ নম্বর সেকশনের ঢালে ১০-১১ বছর বয়সী মেয়ের মরদেহ পড়ে ছিল। নিহতের ডান হাতের কবজি বিচ্ছিন্ন এবং গলা কাটা ছিল।

ঘটনাস্থলে কমলগঞ্জ থানা ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি সদস্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। অনুসন্ধানে তারা জানতে পারেন, মরদেহটি শমশেরনগর চা-বাগানের ৬ নম্বর টিলার আপ্পারাও রেলীর মেয়ে পূর্ণিমা রেলী (১০)। 

সুরতহাল প্রস্তুতসহ আনুষঙ্গিক কাজ শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে ভুক্তভোগীর বাবা অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটির তদন্তে মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলের তত্ত্বাবধানে মামলার কার্যক্রম পরিচালনা হওয়া শুরু হয়। 

ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া, তদন্তকারী কর্মকর্তা রতন কুমার হালদারের সমন্বয়ে একটি অভিজ্ঞ টিম গঠন করা হয়। 

কমলগঞ্জ থানা এই মামলা উদঘাটনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সাপোর্ট সরবরাহ করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা তিন জোড়া স্যান্ডেল, একটি বাইসাইকেলের পেডেল, একটি পুরাতন গামছার সূত্র ধরে তথ্য-প্রযুক্তি ও নিয়োগ করা সোর্সের দেওয়া তথ্য মোতাবেক ওই আভিযানিক টিম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়, ঘটনার সঙ্গে জড়িত নারায়ণ টিলার লাছানা রেংগেটের ছেলে দিবস এবং একই এলাকার সুনিল বাউরির ছেলে উজ্জলকে শমশেরনগর চা-বাগান এলাকা থেকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এবং ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা উভয়ে পূর্ণিমাকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দিবস। ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুই জোড়া পুরুষ স্যান্ডেলের মধ্যে এক জোড়া তার এবং অপর জোড়া উজ্জলের বলে জানান তিনি। 

তিনি আরো জানান, গামছাটি উজ্জ্বলের এবং বাইসাইকেলের পেডেলটি তার নিজের সাইকেলের। সাইকেলটি উজ্জ্বলের বসতভিটার গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়। সাইকেলটির পেডেল ছিল না।

মামলাটি বর্তমানে তদন্তাধীন।

এই সংবাদ সম্মেলনে শমসেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া এবং তদন্তকারী কর্মকর্তা রতন কুমার হালদারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য
মামলা বাণিজ্য

নারায়ণগঞ্জে আসামিরা চেনেন না বাদীকে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে আসামিরা চেনেন না বাদীকে
ছবি: কালের কণ্ঠ

গত বছরের ১৯ জুলাই বিকেলে আন্দোলনের সময় আব্দুল্লাহ আল মামুন রাজধানীর বনশ্রী হাসপাতালের সামনের রাস্তায় গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল বনশ্রী হলেও মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার কলেজ শিক্ষার্থী ইয়ামিন প্রধানকে। একই মামলায় আসামি জাহাঙ্গীর আলম প্রধান। ইয়ামিন প্রধানের পরিবার ও জাহাঙ্গীর আলম প্রধান নিজেই বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

আরো পড়ুন
এখনো পদত্যাগ করিনি : নাহিদ ইসলাম

এখনো পদত্যাগ করিনি : নাহিদ ইসলাম

 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে মামলা থেকে রেহাই পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তারা।

এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করা হয়।
সংবাদ সম্মেলনে ইয়ামিনের বাবা ও রূপগঞ্জের তারাব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল বারেক বলেন, ‘আমার ছেলে কখনো কোনো রাজনৈতিক দল বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল না। মামলার বাদীকে আমরা কখনো দেখিনি কিংবা চিনিও না।

খারাপ উদ্দেশ্য হাসিলের জন্যই আমার ছেলেকে মামলার আসামি করেছে।’

মামলার অপর আসামি জাহাঙ্গীর আলম প্রধান বলেন, ‘আমি তারাব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আইনবিষয়ক পদে রয়েছি। আমরা অনেক আগে থেকেই বিএনপির রাজনীতি করে আসছি।’

এ বিষয়ে মামলার বাদী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যেহেতু মামলায় নাম আসছে, এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তদন্ত করবেন।

’ আসামিদের চেনেন কি না, এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরো পড়ুন
শ্রীপুর সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ

শ্রীপুর সাহিত্য পরিষদের সম্মাননা পেলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ

 

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ‘কারো বিরুদ্ধে যদি ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া না যায় তাহলে তার নাম চার্জশিটে বাদ যাবে।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ