জেলা প্রশাসনের কাছ থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ বুঝে পেলেন দ্বিতীয় পর্বের আয়োজক সাদপন্থিরা। আজ রবিবার( ৯ ফেব্রুয়ারি) দুপুরে ইজতেমা ময়দানে স্থাপিত জেলা প্রশাসকের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির (সাদপন্থি) কাছে ময়দান বুঝে দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদ হোসেন, গাসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জিএমপি অপরাধ দক্ষিণের অতিরিক্ত উপ কমিশনার হাফিজুল ইসলাম, দ্বিতীয় পর্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার শাহ মো. মুহিববুল্লাহ, ড. রেজাউল করিম, ড. আব্দুস সালাম, হাজী মনির হোসেন, আব্দুল হান্নান, বশির আহমেদ সিকদার, হারুন অর রশিদ, সিরাজ শিকদার, আসাদুল্লাহ, মো. মিল্লাত হোসেন, মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম, মো. আসলাম, মোহাম্মদ হোসেন প্রমুখ।
দ্বিতীয় পর্বের মাওলানা সাদ অনুসারী মিডিয়া সমন্বয়ক মো. সায়েম কালের কণ্ঠকে বলেন, আমরা প্রশাসনের নিকট থেকে ইজতেমা ময়দান বুঝে পেয়েছি।