ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫
২৭ চৈত্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৫

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৫
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁওয়ে পুলিশের নিয়মিত অভিযানে  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে জেলা সদরসহ পাঁচ উপজেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম)বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও বৈষম্যবিরোধী আন্দোলনে করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ  অন্যান্য মামলায় পুলিশের নিয়মিত অভিযানে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার  ভেলাজান এলাকার মৃত ইব্রাহিমের ছেলে শামছুল হক (৫০), দেহন গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শাহাদৎ আলী (৪৭), দানার হাট এলাকার গোলাম রব্বানীর ছেলে মেহেদী হাসান (২৫), হরিনারায়নপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত নুরুল হকের ছেলে আব্দুল আউয়াল (৫২), পীরগঞ্জ থানার পশ্চিম রঘুনাথপুর (মাস্টার মোড়) গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে ঋত্বিক রোশন রাব্বি (২০),সনগাঁও এলাকার মো. আনসার আলীর ছেলে সাগর আলী (২২), রুহিয়া থানার  ১৪নং রাজাগাঁও আসাননগর গ্রামের মৃত-রফিজ উদ্দিন সরকারের ছেলে তাহেরুল ইসলাম (৪৮),কশালগাঁও এলাকার মো. অসিব উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৪০), রানীশংকৈল থানার বন্দর চৌরাস্তা এলাকার বিষ্ণু বসাকের ছেলে স্বাধীন বসাক (৩০) ও  দোশিয়া এলাকার ইসলাম উদ্দিনের ছেলে যুবলীগ সদস্য লুৎফর রহমান (৪৮), বালিয়াডাঙ্গী থানার বড়বাড়ি রুপগঞ্জের মৃত আব্দুল হাকিমের ছেলে সাজিদুর রহমান (সাজিদ) (৩৬),একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জয়নুল হক (৪৩), আমজানখোর মমিনটলা গ্রামের মৃত জের মোহাম্মদের ছেলে মো. শাহেদ আলী (৫৫),বোবরা এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে জিন্নাহ আলী (৩৬), বড়বাড়ী বুধু মেম্বার পাড়ার মো. রশিদুল হকের ছেলে মাহাবুব আলম ও বুধু আলম (৪৫)।

পুলিশ সুপার আরও জানান, জনগণের নিরাপত্তায় পুলিশ সর্বদা সজাগ রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

অর্থ আত্মসাতের ৪১ মামলার আসামি দেলোয়ার গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি
শেয়ার
অর্থ আত্মসাতের ৪১ মামলার আসামি দেলোয়ার গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

২৫ মামলায় সাজাপ্রাপ্ত  ও ৪১ মামলার আসামি দেলোয়ার হাসানকে (৪৫) গ্রেপ্তার  করেছে যশোর ডিবি পুলিশ। দেলোয়ার চিহ্নিত প্রতারক বলে জানিয়েছে পুলিশ। তিনি নিজের নাম পরিবর্তন করে এতদিন তুহিন নামে আত্মগোপনে ছিলেন। গতকাল বুধবার মধ্যরাত ৩টা ৩০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যশোরের পুলিশ সুপার রওনক জাহান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

দেলোয়ার যশোর সদর উপজেলার হাতি ছাতিয়ানতলা গ্রামের জয়নাল আবেদীন দফাদারের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবস্থান সনাক্তের পর ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঞার নেতৃত্বে ডিবির একটি টিম গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার  করে। সেখানে তিনি তুহিন নামে পরিচিত ছিলেন।

দেলোয়ার হাসান একসময় একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত থাকলেও ২০১৩ সালে আর্থিক প্রতারণার দায়ে চাকরিচ্যুত হন। ব্যাংকে কর্মরত থাকার সময় তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে। এ অভিযোগে অনেকেই তার বিরুদ্ধে মামলা করে। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একচল্লিশটি মামলা রয়েছে।

তার মধ্যে ২৫ টি মামলায় তার সাজা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য
রাজশাহী

ছাত্র আন্দোলনে হামলার তিন আসামিসহ গ্রেপ্তার ২০

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো
শেয়ার
ছাত্র আন্দোলনে হামলার তিন আসামিসহ গ্রেপ্তার ২০
সংগৃহীত ছবি

রাজশাহীতে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তালিকাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন, মো. নাইমুল ইসলাম নাইম (৩০), মো. তানভির হাসান সজিব (৩২) ও এসএনকে আরকান উদ্দিন বাপ্পি (৪৯)। নাইম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

সে রাজশাহী সিটি কলেজ ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ কর্মী তানভির হাসান একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে এবং আরকান উদ্দিন বাপ্পি কুমারপাড়ার মৃত আনসার উদ্দিন আনফোরের ছেলে। সে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগরীর রাজপাড়া ও বোয়ালিয়া থানা এলাকায় গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই এজাহারনামীয় আসামি।

আরো পড়ুন
কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫৫৩, বহিষ্কার ১

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫৫৩, বহিষ্কার ১

 

এদিকে, রাজশাহী মহানগরীতে যৌথবাহিনী অপারেশন ডেভিল হান্টের আওতায় ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে আরো ১৭ জনকে গ্রেপ্তার হয়েছে।

মন্তব্য

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫৫৩, বহিষ্কার ১

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫৫৩, বহিষ্কার ১
কুমিল্লা জিলা স্কুল কেন্দ্র থেকে তোলা ছবি। ছবি : কালের কণ্ঠ

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় এসএসসি পরীক্ষায় প্রথম‌ দিনে ২ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম।

এত শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা জেলা পর্যায় থেকে অনুপস্থিতির তথ্য সংগ্রহ করছি।

কেন্দ্রভিত্তিক তথ্য সংগ্রহের পর জানা যাবে কেন শিক্ষার্থীরা অনুপস্থিত রইল। এসব ব্যাপারে আমাদের আলাদা পর্যবেক্ষণ থাকবে।’

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এই বোর্ডের ৬টি জেলার মধ্যে প্রথম দিনের বাংলা পরীক্ষায় কুমিল্লা জেলায় ৮১২ জন, চাঁদপুর জেলায় ৩৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫৭২ জন, নোয়াখালী জেলায় ৪৪৪ জন, ফেনী জেলায় ১৭৭ জন এবং লক্ষ্মীপুর জেলায় ২১১ জন অনুপস্থিত ছিল। এ ছাড়া কুমিল্লা বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলার বরুড়া-০৪ পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশ নিচ্ছে। 

এ ছাড়া এবার কুমিল্লা বোর্ডে ২৩ জন শ্রুতিলেখকের সহযোগিতায় এবং দুজন পরীক্ষার্থী কারাগার থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে বলে বোর্ড সূত্র জানিয়েছে।

মন্তব্য

যমুনা গিলে খাচ্ছে মাইলের পর মাইল (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যমুনা গিলে খাচ্ছে মাইলের পর মাইল (ভিডিওসহ)
ছবি : কালের কণ্ঠ

জামালপুরের দেওয়ানগঞ্জের চিকাজানী ইউনিয়নের অনেকাংশে ভাঙনে মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে। ইউনিয়নের খোলাবাড়ীর বাহাদুরাবাদ নৌ থানা থেকে বড়খাল এলাকা পর্যন্ত ৬ কিলোমিটারজুড়ে বিভিন্ন স্থানে শুষ্ক মৌসুমেও নদীভাঙন অব্যাহত ছিল। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, তাদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ