ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ০৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৬

নির্বাচনে কালো টাকার প্রভাব রোধে বাংলাদেশ জনঅধিকার পার্টির প্রচারণা

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
নির্বাচনে কালো টাকার প্রভাব রোধে বাংলাদেশ জনঅধিকার পার্টির প্রচারণা

‘ভোট দিয়ে টাকা না, টাকা নিয়ে ভোট না’ স্লোগানে নোয়াখালীতে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি রোধে জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জনঅধিকার পার্টি।

আজ শনিবার দুপুরে নোয়াখালীর চাটখিলে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এ প্রচারণা চালান। 

নির্বাচন ইস্যুতে রাজনৈতিক অঙ্গণে উত্তেজনা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের জন্য অনেক দাবি আসছে, এটা আসতেই পারে। আমরা এটার বিরোধিতা করি না।

ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ‘গণঅভ্যুত্থানে যাদের হত্যা করা হয়েছে, অনেকেই আহত হয়েছেন, আমাদের প্রথম দাবি হবে এগুলোর বিচার করা। বড় রাজনৈতিক দলগুলো যদি এ দাবি না করে, তাহলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। তাই গণঅভ্যুত্থানে শহীদদের বিচারের আগে কোনো নির্বাচন হলে জনগণ তা মেনে নিবে না।’

নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে দুইদিন ধরে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ জনঅধিকার পার্টির এই নেতা।

এ সময় তিনি দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করেন। 

এতে জনঅধিকার পার্টির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

কলমাকান্দায় বিএনপির সভাপতির পদ স্থগিতসহ অব্যাহতি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
কলমাকান্দায় বিএনপির সভাপতির পদ স্থগিতসহ অব্যাহতি
সংগৃহীত ছবি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বড়খাপন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আওলাদুল ইসলাম লিটনের পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক বিশৃঙ্খলা এবং নৈতিক অবক্ষয়জনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আওলাদুল ইসলাম লিটনের দলীয় পদ, অর্থাৎ ইউনিয়ন বিএনপির সভাপতির পদ হতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়।

রবিবার (৬ এপ্রিল) কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়েরে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরো পড়ুন
২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

 

এ বিষয়ে এম এ খায়েরে সাথে কথা হলে তিনি জানান, আওলাদুল ইসলাম লিটনের বিরুদ্ধে লিখিত ও মৌখিক অনেক অভিযোগ জমা পড়ছে।

এমনকি বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সাল কামালের কাছেও অনেকেই মৌখিকভাবে অভিযোগ করছেন। 

তাই বড়খাপন ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত ঘোষণা এবং আওলাদুল ইসলাম লিটনকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আজ (রবিবার) হতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানান এম এ খায়ের।

মন্তব্য

২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সংগৃহীত ছবি

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রবিবার (৬ জুলাই) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

ফেরতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) এবং বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)।

আরো পড়ুন
নতুন ট্র্যাপারও উতরে যাচ্ছে রিকশা, চাকা পাংচারও হচ্ছে

নতুন ট্র্যাপারও উতরে যাচ্ছে রিকশা, চাকা পাংচারও হচ্ছে

এদিকে মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিজিবি ক্যাম্প পৃথক অভিযান চালিয়ে তিন নারীসহ ছয় ব্যক্তিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম কালের কণ্ঠকে বলেন, ‘বিজিবির মাটিলা ক্যাম্প ও ভারতীয় ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মাটিলা ক্যাম্পের কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জামান এবং বিএসএফের রণঘাট কম্পানি কমান্ডার এসি অভিষেক কুমার। এ সময় দুই বাংলাদেশি যুবককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।’

আরো পড়ুন
বগুড়ায় সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বগুড়ায় সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

তিনি আরো বলেন, ‘আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।

বাকিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।’

মন্তব্য

কটিয়াদীতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
নিজস্ব প্রতিবেদক, হাওরাঞ্চল
শেয়ার
কটিয়াদীতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপের হেলপার নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রান্ত চন্দ্র বর্মণ (২০) নামের এক পিকআপ হেলপার নিহত হয়েছেন। উপজেলার বেতাল-মঠখোলা সড়কে রবিবার (৬ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত প্রান্ত নারায়ণগঞ্জ সদরের আনন্দবাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, শনিবার রাতে প্রতিদিনের মতো প্রান্ত তারই এলাকার পিকআপচালক সানির সঙ্গে কাজে বের হন।

রাতে মালামাল নামিয়ে রবিবার ভোরে কটিয়াদী থেকে পিকআপ ভ্যানটি মঠখোলা রোড হয়ে নারায়ণগঞ্জে ফিরে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা উজানভাটি নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রান্ত চন্দ্র বর্ষণের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিহতের লাশ শনাক্ত করে।

কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে সড়ক পরিবহণ আইনে মামলা করা হচ্ছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্ত করানো হয়েছে।’

মন্তব্য

বগুড়ায় সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
বগুড়ায় সংখ্যালঘুর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ায় বিশেষ অভিযানে সংখ্যালঘুর বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি মো. রহিমকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন কানাইপুকুর বাজার থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার কালের কণ্ঠকে তথ্যটি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি/ডিবি)পরিদর্শক ইকবাল বাহার। গ্রেপ্তার রহিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুড়াহার কাঁঠালকুশি এলাকার মো. মমতাজের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি/ডিবি)পরিদর্শক ইকবাল বাহার জানান, বাদী শ্রী সুইট চন্দ্র মণ্ডল চলতি মাসের ৪ তারিখে বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন। পরবর্তীতে এ বিষয়ে শিবগঞ্জ থানায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৪২৭/৪৩৫/৩৮০/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ ধারায় একটি মামলা করা হয়।

পরে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসার সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের পরিদর্শক রাকিব হোসেনের নেতৃত্বে ডিবি বগুড়ার একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।

বিস্তারিত জানতে তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই কাওসার মাহমুদের যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান জানান, বাদীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং অন্যান্য আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ