‘বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে’

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
‘বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে’
ছবি: কালের কণ্ঠ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল রহমান বলেছেন, বিএনপিকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। বিএনপি যেন নির্বাচনে আসতে না পারে এবং নির্বাচন যেন না হয় সেই চক্রান্তও হচ্ছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরে ময়মনসিংহ (উত্তর) জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

তারাকান্দা উপজেলার নতুন বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের উদ্দেশ্যে অ্যাডভোকেট ফজলুল রহমান বলেন, ‘তারা আজকে স্লোগান দেয়, দুই সাপের এক বিষ। নৌকা আর ধানের শীষ। এখন নির্বাচন হলে বিএনপি ৮০/৮৫ শতাংশ ভোট পাবে।

আপনারা ১০ পারসেন্ট ভোট পেলে স্যালুট দিব।’ 

তিনি বলেন, ‘আপনারা ব্যাংক দখল করে বলেন বিএনপি চাঁদাবাজ। কিন্তু জনগণ কাকে ভালোবাসে প্রমাণ চাইলে নির্বাচন দিন। স্থানীয় নির্বাচনের জন্য স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়নি।

দেশের জনগণ অবিলম্বে জাতীয় নির্বাচন চায়। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।’ 

ফজলুল রহমান বলেন, ‘ইসলামকে ছোট করে, ইসলামের নামে ব্যবসা করে এদেশের মানুষকে ভুলাতে পারবেন না। এই দেশের মানুষ প্রকৃত ইসলামে বিশ্বাস করে।

সমাবেশে উত্তর ময়মনসিংহ জেলা ৭টি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী দলে দলে জনসভায় যোগ দেন।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদের ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়

ফজলে এলাহী, রাঙামাটি
ফজলে এলাহী, রাঙামাটি
শেয়ার
ঈদের ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়

হ্রদ-পাহাড়ের জেলা পার্বত্য রাঙামাটি। রূপবতী এই শহরের রূপ দেখতে সারা বছর হাজারো পর্যটকের আগমন ঘটে রাঙামাটিতে। এবারের ঈদের লম্বা ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে জমজমাট রাঙামাটি। শহরের যান্ত্রিক কোলাহল ভুলে প্রকৃতির কোলে নিজেদের সঁপে দিতে হ্রদ পাহাড়ের শহর এই শহরে ছুটে এসেছেন হাজারো পর্যটক।

ঈদের দ্বিতীয় দিন থেকেই ‘সিম্বল অব রাঙামাটি’খ্যাত ঝুলন্ত সেতু পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সকাল থেকে দলে দলে পর্যটকরা ভ্রমণ করছেন বিনোদনের জনপ্রিয় এই স্থানে। কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ আসছেন দম্পতি আবার কেউ আসছেন বন্ধুদের সাথে দল বেঁধে। ঝুলন্ত সেতু ঘুরে-ফিরে আনন্দ উপভোগ করছেন।

আবার কেউ কেউ স্মৃতিমানসে ধরে রাখার লক্ষ্যে সেলফিবন্দি হচ্ছেন। 

শুধু ঝুলন্ত সেতুতেই তাদের ভ্রমণ সীমাবদ্ধ নয়। পর্যটন নৌ ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে কাপ্তাই হ্রদে নৌ বিহারও ঘুরছেন পর্যটকরা। হ্রদ, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে যান্ত্রিক জীবনের এক ঘেঁয়েমি দূর করছেন অনেকে।

 

চট্টগ্রাম থেকে বেড়াতে আসা বেলাল হোসেন বলেন, আমরা বন্ধুরা মিলে রাঙামাটিতে বেড়াতে এসেছি। এর আগেও এসেছিলাম। রাঙামাটির রূপ দেখে আমরা মুগ্ধ, তাই বারবার আসা। 

ঢাকা থেকে আসা আব্দুর রহমান বলেন, আমরা রাঙামাটিতে এসেই ইতিমধ্যেই আরণ্যক, পলওয়েল পার্ক এই জায়গাগুলো ঘোরা শেষ। এবার কাপ্তাই হ্রদে ভ্রমণে যাচ্ছি।

হ্রদের সৌন্দর্য আমাদের সত্যিই বিমোহিত করেছে।

কাপ্তাই হ্রদে নৌবিহারে চলাচলকারী নৌযানগুলোর চালকদের অন্যতম নেতা রমজান আলী বলেন, ঈদের দিন পর্যটকদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আজ থেকে পর্যটক সমাগম বেড়েছে। সকাল থেকে আমাদের অনেকগুলো বোট পর্যটকদের নিয়ে সুবলংসহ অন্যান্য স্পটগুলোর উদ্দেশে ছেড়ে গেছে। আশা করছি, আগামীকাল থেকে পর্যটকদের উপস্থিতি আরো বাড়বে।

ঝুলন্ত সেতুর পাশপাশি পলওয়েল পার্কসহ অন্যান্য পর্যটন স্পটগুলোতেও রয়েছে পর্যটকের সরব পদচারণা। পর্যটকরা পার্কের ভেতরে থাকা বিভিন্ন সৌন্দর্য উপভোগ করছেন। ছোট ছেলেমেয়েরা টয় ট্রেন ও দোলনাতে চড়ে ঘুড়ে বেড়াচ্ছেন। পলওয়েল পার্কের মিনি ঝুলন্ত সেতুতেও কেউ কেউ হেঁটে বেড়াচ্ছেন। হ্রদের শান্ত জল ও সবুজ প্রকৃতির সৌন্দর্য দেখে বিমোহিত পর্যটকরা।

মায়াবী রিসোর্টের ব্যবস্থাপক মিঠুন ত্রিপুরা বলছেন, ঈদের ছুটিতে বেশ পর্যটক হবে। আমরা আগেই ধারণা করেছিলাম। বেশ ভালোই বুকিং হচ্ছে রিসোর্টগুলোতে।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, আজ প্রায় ৩ থেকে ৪ হাজার পর্যটক ঝুলন্ত সেতুতে ভ্রমণ করেছেন। এছাড়াও অন্যান্য পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের সরব উপস্থিতি রয়েছে। বর্তমানে আমাদের হোটেল মোটেলগুলোতে ৬০ শতাংশ বুকিং রয়েছে। আাগামী ৩ তারিখ থেকে শতভাগ বুকিং রয়েছে। আশা করছি এই মৌসুমে আমাদের বেশ ভালো একটা ব্যবসা হবে।
 

মন্তব্য

মোটরসাইকেলে গতির প্রতিযোগিতা, নিহত দুই বন্ধু

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শেয়ার
মোটরসাইকেলে গতির প্রতিযোগিতা, নিহত দুই বন্ধু
ফাইল ছবি

রংপুরে বদরগঞ্জে মোটরসাইকেলে গতির প্রতিযোগিতা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দুইটার দিকে পার্বতীপুর-রংপুর সড়কের বদরগঞ্জ উপজেলার টেকসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরো চারজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের জানায়, ঈদের দ্বিতীয় দিন বন্ধুদের সাথে মোটরসাইকেল ভ্রমণে বের হয়েছিলেন আশিকুর রহমান আসিক (১৮)।

সে উপজেলার মধুপুর ইউনিয়নের রাজারামপুর ধনতোলা গ্রামের ইবরাহিমের ছেলে। আশিকুর ও তার কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে পার্বতীপুরের দিকে যাচ্ছিল। এ সময় তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল এবং একে অপরকে অতিক্রম করার চেষ্টা করছিল। হঠাৎ করে সামনে থেকে আসা একটি রিকশাভ্যানের সাথে আশিকুরের মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে আশিক ও তার অজ্ঞাতনামা বন্ধু ছিটকে গিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা গুরুত্বর আহত হয়। এ সময় রিকশাভ্যানের চালকসহ আরো চারজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আশিক ও তার বন্ধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) শাকীর মোবাস্বির জানান, স্থানীয়রা তাদের উদ্ধার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হয়।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশিকুর রহমানের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও তার সঙ্গে থাকা অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য

চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেয়ার
চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত
প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আঁচুয়াভাটা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ওই যুবকের নাম কাওসার আহমেদ রকি (২৭)। তার বাবার নাম মজিবর রহমান।

ঘটনার পর পালিয়েছেন তার চাচা রবিউল ইসলাম (৩০)। 

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাওসার আহমেদ ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদ করতে বাড়ি এসেছিলেন।

দুপুরে পারিবারিক কলহের জেরে চাচা রবিউল ইসলামের সঙ্গে তার কথা-কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে চাচা রবিউল ইসলাম হাঁসুয়া দিয়ে কাওসার আহমেদকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা কাওসারকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
রামেক হাসপাতালে নেওয়ার পথে কাওসারের মৃত্যু হয়। 

ওসি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনার পর পালিয়েছেন চাচা রবিউল ইসলাম। তাকে আটকের চেষ্টা চলছে।

এ ব্যাপারে থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।

প্রাসঙ্গিক
মন্তব্য

বত্রিশের আগুন যমুনায় লাগতে পারে : রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
বত্রিশের আগুন যমুনায় লাগতে পারে : রাশেদ খান
ছবি : কালের কণ্ঠ

বত্রিশের আগুন যমুনায় লাগতে পারে বলে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘ধানমণ্ডি বত্রিশ নম্বর এবং সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে যে তাণ্ডব শুরু হয়েছিল তা বন্ধ করতে বলেছিলাম। অভ্যুত্থানের ছয় মাস পরও এ ধরনের অরাজকতা চললে সরকার স্থিতিশীল হতে পারবে না।’

মঙ্গলবার (১ এপ্রিল) ঝিনাইদহ শহরতলির মুরারিদহ এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস না : মির্জা ফখরুল

সংস্কার ও নির্বাচন আলাদা জিনিস নয় : মির্জা ফখরুল

তিনি বলেন, ‘একটা মব শুরু হয়েছিল।

ওই মবটা যখন যমুনা পর্যন্ত চলে গেল তখন ডিএমপির পক্ষ থেকে শাহবাগ, যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হলো। এসব বিষয় নিয়ে অনেকে কথা বলতে চান না। অনেকে মনে করেন, এই মুহূর্তে তাদের ব্যাপক জনপ্রিয়তা। কথা বললে সাইবার অ্যাটাক হতে পারে, সাইবার বুলিং হতে পারে।
তবে আমার মনে হয়, যেটা সত্য সেটা বলতে হবে।’

রাশেদ খান আরো বলেন, ‘আজকে হয়তো মানুষ মনে করছে যে আমি ভুল বলছি। আগামীকাল, পরশু দিন বা ছয় মাস পর গিয়ে আমার এই বক্তব্য যে সঠিক ছিল সেটা বলবে না, এর কোনো নিশ্চয়তা আছে। আগে থেকেই আমি ও আমাদের সভাপতি নুরুল হক নুর এসব বিষয়ে কথা বলেছি।

পরে গিয়ে অনেক বিষয় সঠিক প্রমাণিত হয়েছে।’

আরো পড়ুন
‘আমাদের সব আনন্দ চিরতরে শেষ হয়ে গেছে’

‘আমাদের সব আনন্দ চিরতরে শেষ হয়ে গেছে’

মন্তব্য

সর্বশেষ সংবাদ