চুয়াডাঙ্গার দামুড়হুদায় লেগুনার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক নিহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত আলী বক্সের ছেলে। তিনি পেশায় ছানা ব্যবসায়ী। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কে দামুড়হুদা হাসিনা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদায় লেগুনার ধাক্কায় ব্যবসায়ী নিহত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজ্জাক রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে চুয়াডাঙ্গা-দামুড়হুদা মহাসড়কের হাসিনা মার্কেটের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাজ্জাক। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম আফরিন জ্যোতি বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।
সম্পর্কিত খবর

সাভারে চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলি করে ছিনতাইকৃত ট্রলার উদ্ধার, আসামি অধরা
সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে গুলি করে ছিনতাইকৃত তিনটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ভাটিরচর এলাকার নদী থেকে ট্রলারগুলো উদ্ধার করা হয়।
এর আগে বুধবার বিকেলে সাভার পৌরসভার কাতলাপুর বংশী নদীর মিলনঘাট এলাকা থেকে প্রকাশ্যে গুলি করে ট্রলারগুলো ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ঘাটের ইজারাদার কামরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় রাতেই একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ছাত্রদলকর্মী অন্তরসহ তার অনুসারীর বুধবার সন্ধ্যায় চাঁদার দাবিতে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তিনটি ট্রলার নিয়ে যায়। ঘটনার পরপরই আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। পরবর্তীতে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ট্রলারের অবস্থান জানতে পেয়ে বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ভাটিরচর এলাকা ট্রলারগুলো উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা অত্যন্ত তৎপর রয়েছি।

অর্থ আত্মসাতের ৪১ মামলার আসামি দেলোয়ার গ্রেপ্তার
যশোর প্রতিনিধি

২৫ মামলায় সাজাপ্রাপ্ত ও ৪১ মামলার আসামি দেলোয়ার হাসানকে (৪৫) গ্রেপ্তার করেছে যশোর ডিবি পুলিশ। দেলোয়ার চিহ্নিত প্রতারক বলে জানিয়েছে পুলিশ। তিনি নিজের নাম পরিবর্তন করে এত দিন তুহিন নামে আত্মগোপনে ছিলেন। গতকাল বুধবার মধ্যরাত ৩টা ৩০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেলোয়ার যশোর সদর উপজেলার হাতি ছাতিয়ানতলা গ্রামের জয়নাল আবেদীন দফাদারের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবস্থান শনাক্তের পর ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঞার নেতৃত্বে ডিবির একটি টিম গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে। সেখানে তিনি তুহিন নামে পরিচিত ছিলেন।
দেলোয়ার হাসান একসময় একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত থাকলেও ২০১৩ সালে আর্থিক প্রতারণার দায়ে চাকরিচ্যুত হন। ব্যাংকে কর্মরত থাকার সময় তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এ অভিযোগে অনেকেই তার বিরুদ্ধে মামলা করেন। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে ৪১টি মামলা রয়েছে।

রাজশাহী
ছাত্র আন্দোলনে হামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ২০
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তালিকাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন মো. নাইমুল ইসলাম নাইম (৩০), মো. তানভির হাসান সজিব (৩২) ও এস এন কে আরকান উদ্দিন বাপ্পি (৪৯)। নাইম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রাজারহাতা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগরীর রাজপাড়া ও বোয়ালিয়া থানা এলাকায় গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই এজাহারনামীয় আসামি।
এদিকে রাজশাহী মহানগরীতে যৌথবাহিনী অপারেশন ডেভিল হান্টের আওতায় ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে আরো ১৭ জনকে গ্রেপ্তার হয়েছে।

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫৫৩, বহিষ্কার ১
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে ২ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম।
এত শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা জেলা পর্যায় থেকে অনুপস্থিতির তথ্য সংগ্রহ করছি।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এই বোর্ডের ৬টি জেলার মধ্যে প্রথম দিনের বাংলা পরীক্ষায় কুমিল্লা জেলায় ৮১২ জন, চাঁদপুর জেলায় ৩৩৭ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫৭২ জন, নোয়াখালী জেলায় ৪৪৪ জন, ফেনী জেলায় ১৭৭ জন এবং লক্ষ্মীপুর জেলায় ২১১ জন অনুপস্থিত ছিল। এ ছাড়া কুমিল্লা বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলার বরুড়া-০৪ পয়ালগাছা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৭৪৮ জন বেশি। এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৮০ জন বেশি ছাত্রী অংশ নিচ্ছে।
এ ছাড়া এবার কুমিল্লা বোর্ডে ২৩ জন শ্রুতিলেখকের সহযোগিতায় এবং দুজন পরীক্ষার্থী কারাগার থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে বলে বোর্ড সূত্র জানিয়েছে।