চট্টগ্রামে নগর পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সময়ে নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিএমপির বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী/পরিকল্পনাকারী/সহযোগী ৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
আরো পড়ুন
নিজের লেখা বই নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, আশিষ কুমার নাথ, মো. নওশেদ আলম, মো. মুন্না, ফয়েজ উল্লাহ ফয়সাল প্রকাশ কিং ফয়সল, বশির উদ্দিন সোহেল, মোস্তফা কামাল, মো. আকিব, মো. আজিজ, রিয়াজ সরকার, আরিফুল ইসলাম, আব্দুল জব্বার খন্দকার, তৌহিদুল ইসলাম, আবরার হোসেন শাহারিয়া, জাহেদুল ইসলাম, জাহিদুল আলম জাহিদ, মোহাম্মদ ওসমান, আক্তারুজ্জামান চৌধুরী, মোহাম্মদ রাব্বি, হারুনুর রশিদ, মোসলেম উদ্দিন, নাজিম উদ্দিন, মো. আকাশ, করিম উদ্দিন, মো. ইসরাফিল, বিকাশ চাকমা, মো. ফরহাদ, মো. জাহাঙ্গীর ও মো. রিপন।