বিশেষ অভিযানে আ. লীগের ৩ নেতাসহ গ্রেপ্তার ৩০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
বিশেষ অভিযানে আ. লীগের ৩ নেতাসহ গ্রেপ্তার ৩০
সংগৃহীত ছবি

চট্টগ্রামে নগর পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিন নেতাসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সময়ে নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

শনিবার বিকেলে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিএমপির বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী/পরিকল্পনাকারী/সহযোগী ৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

 

আরো পড়ুন
নিজের লেখা বই নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজের লেখা বই নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, আশিষ কুমার নাথ, মো. নওশেদ আলম, মো. মুন্না, ফয়েজ উল্লাহ ফয়সাল প্রকাশ কিং ফয়সল, বশির উদ্দিন সোহেল, মোস্তফা কামাল, মো. আকিব, মো. আজিজ, রিয়াজ সরকার, আরিফুল ইসলাম, আব্দুল জব্বার খন্দকার, তৌহিদুল ইসলাম, আবরার হোসেন শাহারিয়া, জাহেদুল ইসলাম, জাহিদুল আলম জাহিদ, মোহাম্মদ ওসমান, আক্তারুজ্জামান চৌধুরী, মোহাম্মদ রাব্বি, হারুনুর রশিদ, মোসলেম উদ্দিন, নাজিম উদ্দিন, মো. আকাশ, করিম উদ্দিন, মো. ইসরাফিল, বিকাশ চাকমা, মো. ফরহাদ, মো. জাহাঙ্গীর ও মো. রিপন। 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

কবরস্থানের মালিকানা নিয়ে হাতাহাতি, আ. লীগ নেতার মৃত্যু

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কবরস্থানের মালিকানা নিয়ে হাতাহাতি, আ. লীগ নেতার মৃত্যু
কাহারুল মুন্সী (ফাইল ছবি)

পারিবারিক কবরস্থানের মালিকানা ও মাটি ফেলা নিয়ে দ্বন্দ্বে হাতাহাতির একপর্যায়ে উপর্যুপরি কিল-ঘুষির আঘাতে কাহারুল মুন্সী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (১৯ মার্চ) রাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার শিকার কাহারুল মুন্সী চাপিতলা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

তিনি চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

আরো পড়ুন

তারাবিতে ভুল, ইমামকে মারধর

তারাবিতে ভুল, ইমামকে মারধর

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুন্সী বাড়ির একটি পারিবারিক কবরস্থান নিয়ে কাহারুল মুন্সীর সঙ্গে তার চাচা জীবন ও জাহাঙ্গীর মুন্সীর পরিবারের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল। এরইমধ্যে কবরস্থানের পাশে এলজিইডির খাল কাটার চলমান কার্যক্রমের সুবাদে কবরস্থানে কিছু মাটি দেওয়ার জন্য ভেকুর চালক ও ঠিকাদারকে অনুরোধ করেন কাহারুল মুন্সী। তার অনুরোধে গত বুধবার রাতে কবরস্থানে মাটি দেওয়া হবে এমন খবর পেয়ে জীবন ও জাহাঙ্গীর মুন্সী এবং তার ছেলে আবদুল্লাহ কবরস্থানের কাছে এলে কাহারুলের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।

আরো পড়ুন

ছোট বোনকে ২ মাস ধরে ধর্ষণ, মায়ের মামলায় বড় ভাই গ্রেপ্তার

ছোট বোনকে ২ মাস ধরে ধর্ষণ, মায়ের মামলায় বড় ভাই গ্রেপ্তার

 

একপর্যায়ে উভয়পক্ষের মাঝে ধাক্কাধাক্কি ও পরে পাল্টাপাল্টি কিল-ঘুষির ঘটনা ঘটে। এ সময় লাগাতার কিল-ঘুষিতে কাহারুল মুন্সী অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাপিতলা নুরজাহান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দেবিদ্বার হাসপাতালে রেফার করেন। দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে এ ঘটনার পর থেকে মোবাইল ফোন বন্ধ করে পলাতক রয়েছেন অভিযুক্ত জীবন ও জাহাঙ্গীর মুন্সীর পরিবার।

আরো পড়ুন

হাসিনাকে আ. লীগ নেতার গান শোনানোর অডিও ভাইরাল, বিএনপির বিক্ষোভ

হাসিনাকে আ. লীগ নেতার গান শোনানোর অডিও ভাইরাল, বিএনপির বিক্ষোভ

 

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিবারের পক্ষে অভিযোগ দেওয়া হয়েছে।

মন্তব্য

শিশুকে ধর্ষণচেষ্টা, মাদরাসাছাত্র আটক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
শিশুকে ধর্ষণচেষ্টা, মাদরাসাছাত্র আটক
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে আটক করেছে পুলিশ। আটক কিশোর উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গুচ্ছগ্রামের বাসিন্দা ও আড়ংগাইল দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র। ভুক্তভোগী শিশুটি আড়ংগাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘গত শনিবার বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করার সময় চকোলেটের লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে দিয়ে গিয়ে প্রতিবেশী ওই মাদরাসাছাত্র আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।

তার চিৎকারে অন্য শিশুরা এগিয়ে গেলে ওই মাদরাসাছাত্র পালিয়ে যায়। এ ঘটনায় বিচারের আশ্বাস দিলেও ওই ছাত্রের স্বজনরা বিচার দেয়নি। যে কারণে ৬ দিন পর বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, শিশুটির মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পরই ওই মাদরাসাছাত্রকে আটক করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

কোম্পানীগঞ্জে পাথর তোলার সময় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
কোম্পানীগঞ্জে পাথর তোলার সময় শ্রমিক নিহত
প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর তোলার সময় গাছচাপায় কয়েস আহমদ (৩৮) নামের এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভোলাগঞ্জ বাংকার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কয়েস নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মমরাজ মেম্বারের ছেলে। তিনি স্থানীয় দয়ার বাজারে একটি বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর কয়েকজন শ্রমিক রেলওয়ের বাংকার এলাকায় পাথর উত্তোলনের কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে একটি গাছ ধসে পড়লে সে গাছের নিচে চাপা পড়েন কয়েস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখান থেকে পুলিশ লাশ তাদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে মর্গে পাঠানো হয়েছে।’ 

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্য

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো জরুরি

জীবনযাপন ডেস্ক
জীবনযাপন ডেস্ক
শেয়ার
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো জরুরি
সংগৃহীত ছবি

ঈদুল ফিতরে প্রায় সবাই লম্বা ছুটি পেয়েছে। অন্যদিকে স্কুল-ক্লেজেও প্রায় সব ছুটি হয়ে গিয়েছে সে কারণে অনেক পরিবারি এই সময়ে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে ঈদের আনন্দে বাড়ি ফিরতে গিয়ে অনেকেই কিছু ভুল করে বসে। এবারের ঈদে যাতে ভুল না নয় সে দিকে নজর রাখুন।

জেনে নিন ঈদে বাড়ি যাওয়ার আগে কোন কাজগুলো করতে হবে।   

গ্যাস ও পানির লাইন : ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন বন্ধ করতে হবে। এমনকি বাড়ি থেকে ফিরে এসে চুলা জ্বালানোর আগে বাসার দরজা-জানালা খুলে দিন। এতে বাসার ভেতরে গ্যাস জমে থাকলেও বের হয়ে যাবে।

এমনকি পানির কল ভালোভাবে বন্ধ হয়েছে কি না, সে ব্যাপারেও নজর রাখবেন।

ঘরের বৈদ্যুতিক সুইচ বন্ধ করুন : তাড়াহুড়ায় বিদ্যুতের সুইচ বন্ধ করতে ভুলে যান অনেকে। বিশেষ করে বের হওয়ার সময় বাড়িতে যদি বিদ্যুৎ না থাকে, তাহলে লাইট-ফ্যানের সুইচ অন ছিল কি না, অনেক সময় বোঝা যায় না। লম্বা ছুটিতে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে বাসার প্রতিটি লাইট, ফ্যানের সুইচ বন্ধ করা হয়েছে।

এমনকি বাসার গুরুত্বপূর্ণ লাইন, যেমন কম্পিউটার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন ইত্যাদির প্লাগ খুলে রাখার চেষ্টা করবেন।

আরো পড়ুন
মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি, পুতুলের নামে মামলা

মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি, পুতুলের নামে মামলা

 

পোষা প্রাণীর যত্ন : বাসায় পোষা প্রাণী থাকলে তাকে একা বাসায় রেখে যাওয়ার ভুল করবেন না। সম্ভব হলে সঙ্গে করে নিয়ে চলুন অথবা পরিচিত কারও বাসায় রেখে যান। ঢাকাতেই পোষা প্রাণীদের কিছু কেয়ার সেন্টার গড়ে উঠেছে, যেখানে নামমাত্র মূল্যে চাইলেই নিজের পোষা প্রাণীকে রেখে যেতে পারবেন আপনি।

দরজা-জানালা বন্ধ করতে হবে :  বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কি না, খেয়াল করুন।

প্রয়োজনে বারবার দেখে নিন, বাসায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না। ঈদের সময়টায় চুরি-ডাকাতি বেড়ে যায়। তাই বাসার সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে এরপর যাত্রাপথে বের হবেন।

ঘর গুছিয়ে রাখুন : দীর্ঘ যাত্রার আগে ঘর ভালোমতো পরিষ্কার করে গুছিয়ে রেখে যান। ঈদের ছুটি শেষে যখন আবারও ব্যস্ত জীবনে ফিরবেন, তখন অগোছালো ঘরবাড়ি দেখে মুহূর্তেই মন খারাপ হয়ে যেতে পারে। যে কারণে ছুটিতে যাওয়ার আগেই ঘরদোর গুছিয়ে যান। এতে ছুটি শেষ করে ফিরে অস্বস্তিকর গন্ধ বা পোকামাকড়ের পাল্লায় পড়তে হবে না।

দরকারি কাগজপত্র ফটোকপি : ঈদে বাড়ির পথে পা বাড়ানোর আগে যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র, যেমন আইডি কার্ড, পাসপোর্ট ইত্যাদি ফটোকপি করে এক কপি নিজের কাছে রাখুন এবং মূল কপি সযত্নে রেখে যান। যাত্রাপথে ভিড়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেলে পুনরুদ্ধার করতে বিশাল ঝক্কিঝামেলা পোহাতে হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ