<p>রাজধানীর ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে রাত ১১টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।</p> <p>এর আগে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।</p> <p>ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ঢাকা কলেজের সমাজকল্যাণ ভবনের দ্বিতীয় তলায় রাতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।</p> <p>ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি। </p>