<p>ডিবির সাবেক কর্মকর্তা হারুনের মাধ্যমে একটি চক্র কর্তৃক প্রয়াত ব্যবসায়ীর সম্পত্তি আত্মসাৎ, মিথ্যা মামলা ও তার পরিবারকে হয়রানির বিচার চেয়েছেন এক ব্যবসায়ীর বিধবা স্ত্রী। তিনি প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে ন্যায়বিচারের আবেদন জানান এবং সবার সহযোগিতা কামনা করেছেন।</p> <p>সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেন ভুক্তভোগী জান্নাতুল ফেরদৌস।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কর্মী হত্যায় ‘নব্য বিএনপি নামধারী সন্ত্রাসী’দের দায়ী করল জামায়াত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736772039-29ae87945c5b840038b2a7ed5ebc9aee.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কর্মী হত্যায় ‘নব্য বিএনপি নামধারী সন্ত্রাসী’দের দায়ী করল জামায়াত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2025/01/13/1468290" target="_blank"> </a></div> </div> <p>জান্নাতুল ফেরদৌসের স্বামী হাসান আহমেদ বাংলাদেশের বিমা খাত ও ব্যবসায়িক জগতে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং পিপলস ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি তিনি একজন জুট মিল ব্যবসায়ী ছিলেন এবং জুট রপ্তানির মাধ্যমে দেশের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতেন। ২০২০ সালে স্ট্রোকের কারণে হাসান আহমেদ অসুস্থ হয়ে পড়েন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। তখন থেকেই তার সহকর্মী বিদ্যুৎ ঘোষ এবং তার ভাই কবির আহমেদ তার সম্পত্তি আত্মসাতের ষড়যন্ত্র শুরু করেন।</p> <p>সংবাদ সম্মেলনে তিনি জানান, হাসান আহমেদের অসুস্থতার সময় বিদ্যুৎ ঘোষ তার অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ফাইল সরিয়ে নেন। এ নিয়ে হাসান আহমেদ মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৩৪) করেন। বিদ্যুৎ ঘোষ ও কবির আহমেদের নেতৃত্বে তাকে তার ব্যক্তিগত অফিস এবং পৈত্রিক বাড়ি থেকে বের করে দেওয়া হয়।</p> <p>২০২২ সালের ২৪ জানুয়ারি হাসান আহমেদ প্রচণ্ড অসুস্থ হয়ে মারা যান। তার মৃত্যুর পর বিদ্যুৎ ঘোষ, কবির আহমেদ, এবং তাদের সহযোগীরা জান্নাতুল ফেরদৌসের নামে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করে, যা পরে পল্টন থানার পুলিশ মিথ্যা প্রমাণ করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে শহীদ আবু সাঈদের পরিবারের অভিযোগ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/13/1736771756-9f66f68547c15f7558e9d164978f57e2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে শহীদ আবু সাঈদের পরিবারের অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2025/01/13/1468288" target="_blank"> </a></div> </div> <p>সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, যদিও পল্টন থানার পুলিশ জান্নাতুল ফেরদৌস ও তার পরিবারকে নির্দোষ ঘোষণা করে, বিদ্যুৎ ঘোষ এবং তার সহযোগীরা ডিবি হারুনের মাধ্যমে পুলিশের প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। এর মধ্যে বিদ্যুৎ ঘোষকে তার দেবর মুসা আহমেদ বেইলি রোডে তিন কোটি টাকা মূল্যের ফ্ল্যাট উপহার দেন।</p> <p>জান্নাতুল ফেরদৌস একাধিকবার প্রশাসনের শরণাপন্ন হয়েছেন, কিন্তু কোনো সহায়তা পাননি। শেষ পর্যন্ত ৩ জুলাই, ২০২৪ তারিখে তিনি বিদ্যুৎ ঘোষের বিরুদ্ধে মতিঝিল থানায় প্রতারণা ও জালিয়াতির মামলা (মামলা নং ২) করেন। যদিও বিদ্যুৎ ঘোষকে আটক করা হয়, তিনি জামিনে মুক্তি পেয়ে সম্পত্তি ফেরতের মিথ্যা প্রতিশ্রুতি দেন, যা এখনও বাস্তবায়িত হয়নি।</p> <p>আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখে নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত, ঢাকা, জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার ডিসচার্জ শুনানি হবে। তিনি প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন, তার পরিবারকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য।</p> <p>প্রশাসনের সহযোগিতা কামনা করে জান্নাতুল ফেরদৌস জানান, তার ছোট ছোট সন্তানরা তাদের পিতার সম্পত্তি থেকে বঞ্চিত, তার পরিবার ষড়যন্ত্র, মিথ্যা মামলা, এবং হয়রানিতে ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি গণমাধ্যমের মাধ্যমে সরকার, গণমাধ্যম এবং বাংলাদেশের জনগণের কাছে বিদ্যুৎ ঘোষ গংদের দ্রুত গ্রেপ্তার ও দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছি।</p>