দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুপুর ২টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশনের অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় আজ রবিবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শনিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আরো পড়ুন
মাগুরার সেই শিশুটির পরিবারের এখন কী অবস্থা?

মাগুরার সেই শিশুটির পরিবারের এখন কী অবস্থা?

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রবিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ঢাকা মহানগরীর কামারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা হতে বলাকা ভবন পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে উত্তরা সকল সেক্টর, উত্তরখান, দক্ষিণখান ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাসগ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

হিজবুত তাহরীরের মোনায়েম হায়দারকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হিজবুত তাহরীরের মোনায়েম হায়দারকে গ্রেপ্তার
মোনায়েম হায়দার

নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে (২৬) গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। 

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তার মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিল এবং গোপনে হিজবুত তাহরীরকে সংগঠিত করে আসছিল। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামো প্রত্যাখ্যান করে তিতুমীর শিক্ষার্থীদের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামো প্রত্যাখ্যান করে তিতুমীর শিক্ষার্থীদের হুঁশিয়ারি

রাজধানীর সরকারি সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ নামে প্রশাসনিক কাঠামোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিতুমীর কলেজকে এই কাঠামোর আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় কলেজটি শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে। 

সংগঠনটির দপ্তর সম্পাদক মো. বেল্লাল হোসেনের সই করা বিবৃতিতে জানানো হয়, প্রস্তাবিত নতুন কাঠামো সরাসরি প্রত্যাখ্যান করেছেন কলেজের শিক্ষার্থীরা।

আরো বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় সরকারি তিতুমীর কলেজের চারজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়। তবে তাদের মধ্যে তিনজন অকুণ্ঠচিত্তে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারা স্পষ্টভাবে ঘোষণা করেন, শিক্ষার্থীদের ম্যান্ডেট ও সম্মতি ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্তের বৈধতা তারা স্বীকার করেননি।

তিনি আরো জানান, সভায় আমন্ত্রিত কিন্তু উপস্থিত না থাকা শিক্ষার্থীরা হলেন আমিনুল ইসলাম, হাবিবুল্লাহ রনি ও মো. মেহেদী হাসান। অন্যদিকে প্রতিনিধি রেজায়ে রাব্বি জায়েদ সভায় উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ জানান এবং সভাকক্ষ ত্যাগ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবির পক্ষে অবিচল থাকার ঘোষণা দেন।

বিবৃতিতে শিক্ষার্থীরা আরো উল্লেখ করেন, এ ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি, ঐতিহ্য, আত্মপরিচয় ও মর্যাদার প্রশ্নে আপসহীন।

প্রাতিষ্ঠানিক স্বকীয়তা রক্ষায় তারা সব সময় প্রস্তুত এবং যেকোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের মিডিয়া উইং সদস্য ওয়াহিদ ইসলাম অনিক বলেন, “তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'তে যেতে আগ্রহী নয়। আমরা তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অনড় আছি। দাবি মানা না হলে আবারও কঠোর আন্দালনে যাবে তিতুমীরের শিক্ষার্থীরা।”

প্রসঙ্গত, আজ দুপুরে রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম চূড়ান্ত করা হয়।

রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদল নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

মন্তব্য

রমজানে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ না সৃষ্টির আহ্বান ডিএমপির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রমজানে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ না সৃষ্টির আহ্বান ডিএমপির

পবিত্র রমজানে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১৬ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত।

এই উৎসবের প্রস্তুতির পাশাপাশি রমজান মাসের এ সময় দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পায়। পরিবর্তিত অফিস সময়ে কাজ সম্পাদন করে ধর্মপ্রাণ মুসলমানরা পরিবারের সঙ্গে ইফতার করতে নিজ নিজ বাসায় ছুটে যান।’

ডিএমপি বিজ্ঞপ্তিতে আরো জানায়, স্বাভাবিকভাবেই রমজান মাসে নগরীর সড়কসমূহে যানবাহনের আধিক্য বেশি থাকে। অল্প সময়ে অধিকসংখ্যক যানবাহন ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকেও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।

এর বাইরে ইদানীং কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন দাবিদাওয়া আদায়ের নামে কথায় কথায় রাস্তাঘাট অবরোধ করে নগরবাসীর জীবনযাত্রা কঠিন করে তুলেছে।

এমতাবস্থায় নগরবাসীর সুবিধার্থে পবিত্র মাহে রমজানের বাকি সময়গুলোতে রাস্তাঘাট অবরোধ করে অহেতুক জনভোগান্তি তৈরি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানায় ডিএমপি।

মন্তব্য

ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার
সংগৃহীত ছবি

সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরুদ্ধ করে রেখেছিল ছাত্র-জনতা। আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব রুহুল কুদ্দুস বিপ্লব।

তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাকে বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার করে নিয়ে গেছে। 

এর আগে রবিবার (১৬ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসলে তাকে অবরুদ্ধ করে শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা।

পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম জানান, সেগুনবাগিচা থেকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে একটি টিম আসে। শাহবাগ থানা থেকে সেকেন্ড অফিসার টিম নিয়ে আসেন। পরে সেনাবাহিনীর গাড়িবহরে করে তাকে (ডা. অনিন্দিতাকে) পাঠিয়ে দেওয়া হয়।

তিনি বাসায় চলে গেছেন।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, অবরুদ্ধ ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেবাবাহিনী। এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পুলিশ সেখানে যায়নি।

তার বিরুদ্ধে মামলা থাকলে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডা. অনিন্দিতা দত্ত সাবেক এমপি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক।

মন্তব্য

সর্বশেষ সংবাদ