ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

রামপুরা-হাতিরঝিল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রামপুরা-হাতিরঝিল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রামপুরা-হাতিরঝিল থানা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আনন্দ টিভির রিপোর্টার শওকত সাগরকে সভাপতি ও দৈনিক চিত্র পত্রিকার রিপোর্টার এম রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

রবিবার (২৩ মার্চ) বিকালে রামপুরা-হাতিরঝিল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২৯ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
 

আরো পড়ুন
বগুড়ায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে ২৬ বছর পর নেতৃত্বে পরিবর্তন

বগুড়ায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনে ২৬ বছর পর নেতৃত্বে পরিবর্তন

 

এ সময় রামপুরা-হাতিরঝিল থানা প্রেস ক্লাবের উপদেষ্টা দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে এবং অত্র ক্লাবের অপর দুই উপদেষ্টা কালের কণ্ঠ পত্রিকার মাহমুদ হোসাইন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুবর উপস্থিতিতে গঠিত এই কমিটিতে দৈনিক যুগান্তর পত্রিকার সিটি রিপোর্টার (রামপুরা) আখিনুর আক্তার ও বিজয় টিভির রিপোর্টার  আশরাফুল ইসলাম সহ-সভাপতি, দীপ্ত টিভির রিপোর্টার সোহাগ আহমেদ, নিউজ টুয়েন্টি ফোরের রিপোর্টার শাহরিয়ার আলম ও মোহনা টিভির মেজবাহ রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, গ্লোবাল টিভির রিপোর্টার আনজাম খালেক সাংগঠনিক সম্পাদক আনন্দ টিভির রিপোর্টার ফরিদুল ইসলাম অপু কোষাধ্যক্ষ, দৈনিক সবুজ বাংলাদেশ এর স্টাফ রিপোর্ট মহিউদ্দিন জামিল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আসাদ উল্লাহ আইন বিষয়ক সম্পাদক, ভোরের পাতার রিপোর্টার খান শান্ত, বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার ইমাম হোসেন ইমন প্রচার সম্পাদক, সকালের সময় পত্রিকার রিপোর্টার মো. মুস্তাকিম উপ-প্রচার সম্পাদক, দৈনিক অপরাধ চক্র পত্রিকার রিপোর্টার জাকির হোসেইন রিমন  প্রকাশনা বিষয়ক সম্পাদক, দৈনিক এই বাংলা পত্রিকার রিপোর্টার মো. সুজন ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক আলোচিত কন্ঠ পত্রিকার রিপোর্টার রেজওয়ান রনি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,  আনন্দ টিভির সিটি রিপোর্টার সোনিয়া দেলোয়ার নারী ও শিশু বিষয়ক সম্পাদক, দৈনিক অপরাধ চক্র পত্রিকার রিপোর্টার লোকমান হোসেন শ্যামল আপ্যায়ন বিষয়ক সম্পাদক, সাপ্তাহিক সুসময় পত্রিকার রিপোর্টার নিজাম উদ্দিন ধর্ম বিষয়ক সম্পাদক ও একাত্তর টিভির রিপোর্টার আরিফ হক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রিপোর্টার তুহিন ভুইয়া, আজকের সংবাদ পত্রিকার রিপোর্টার হাবিবুর রহমান রাজ, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার রিপোর্টার এস এম ওয়ালিদুজ্জামান শুভ,  দৈনিক শ্যামল বাংলা  পত্রিকার রিপোর্টার মো. ইসমাইল হোসেন বাবু, অন্যজগত পত্রিকার রিপোর্টার মুনিরুল ইসলাম ও সাপ্তাহিক সুসময় পত্রিকার রিপোর্টার জিয়াউল হককে নির্বাহী সদস্য করা হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদের দিনেও কর্মব্যস্ত ঢাকা মেডিক্যাল, পরিদর্শনে স্বাস্থ্যের ডিজি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঈদের দিনেও কর্মব্যস্ত ঢাকা মেডিক্যাল, পরিদর্শনে স্বাস্থ্যের ডিজি
ছবি : কালের কণ্ঠ

ঈদের দিনেও কর্মব্যস্ত ছিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এদিন হাসপাতালটি পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। 

জানা যায়, দেশসেরা এই হাসপাতালে ঈদের দিনেও দুই হাজারের অধিক রোগী ভর্তি রয়েছেন। জরুরি বিভাগের পাশাপাশি অন্তর্বিভাগগুলোও খোলা রয়েছে।

জরুরি অপারেশনও থেমে নেই। ঈদ উপলক্ষে রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এদিকে সোমবার সকালে হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। তিনি বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলেন ও পরিবেশিত খাবারসহ সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

পরে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। 

আরো পড়ুন
ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু, চিরকুট ও ডায়েরিতে রহস্য

ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু, চিরকুট ও ডায়েরিতে রহস্য

 

তিনি বলেন, আমরা ঈদের দিনেও রোগীদের পাশে আছি। আমাদের চিকিৎসক, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীরা ঈদের দিনে জরুরি বিভাগ এবং অন্তর্বিভাগে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

 

হাসপাতালের উপপরিচালক ডাক্তার মো. আশরাফুল আলম বলেন, ‘ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমরা হাসপাতালে এসেছি। ঢাকা মেডিক্যাল এদেশের মানুষের কাছে চিকিৎসার শেষ ভরসার জায়গা। স্বাভাবিকের চেয়ে কিছু কমলেও ঈদের দিনেও এখানে দুই হাজারের বেশি রোগী ভর্তি রয়েছেন। রোগীদের জানাতে চাই আমরা সব সময়ই তাদের পাশে আছি। ছুটির দিনেও পরিবার-পরিজন রেখে স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত থাকা চিকিৎসক, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতি ধন্যবাদ জানাই।

হাসপাতাল পরিদর্শনে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের সদস্য সচিব ডাক্তার জাকারিয়া আল আজিজ এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুর রহমান নোমানসহ আরো অনেকেই উপস্থিত থেকে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

 

ঈদ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (৩১ মার্চ) রাজারবাগ পুলিশ লাইনস পরিদর্শন করেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আইজিপি ও ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের মেস পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন।

নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

মন্তব্য

ঈদের ঢাকা অনেকটাই ফাঁকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদের ঢাকা অনেকটাই ফাঁকা
সংগৃহীত ছবি

ঈদে ঢাকা ছেড়েছেন বহু মানুষ। গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গেল কয়েক দিন ছিল বাস কাউন্টার, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। তবে সোমবার ঈদুল ফিতরের দিন রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। চিরাচরিত সেই ব্যস্ততা ও গণপরিবহনের ভিড় ছিল না।

দ্রুতগতির মোটরসাইকেলের চলাচল রয়েছে। যাত্রীদের চাপও দেখা গেছে কম।

দুপুরে ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। সড়কে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার চলাচলও তুলনামূলক কম দেখা গেছে।

মাঝেমধ্যে ছোট পিকআপ ও অটোরিকশায় গানবাজনার মাধ্যমে কিশোরদের ঈদ উদযাপন করতেও দেখা যাচ্ছে।

দুপুর ৩টার দিকে মিরপুর, বনানী, মহাখালী, বিজয়সরণি, কুড়িল বিশ্বরোড এলাকা ঘুরে রাস্তা অনেকটা ফাঁকা দেখা যায়।

ঈদের দিনে ঢাকার ফাঁকা সড়কে বেপরোয়া হয়ে চলতে দেখা গেছে বাইকারদের। দিনভরই বিভিন্ন সড়কে বেপরোয়াভাবে গতির ঝড় তুলতে দেখা গেছে অনেককে।

তবে সকালের দিকে সড়কে কিছুটা ভিড় দেখা গেছে। ঈদের নামাজের জন্য অনেকেই বের হয়েছিলেন। আবার বিকেলের দিকেও মানুষের ভিড় দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকে।

মন্তব্য

কাল গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কাল গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) অফ-ট্রান্সমিসন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সোমবার (৩১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ (চব্বিশ) ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত জয়দেবপুর, টঙ্গী, চন্দ্রা, কোনাবাড়ী, আশুলিয়া, সাভার, ধামরাই, মানিকগঞ্জ এলাকা এবং তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস আন্তরিকভাবে দুঃখিত।


 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ