<p>দেশীয় শোবিজ অঙ্গনে ডিপজল ও জায়েদ খানের বন্ধুত্ব ও সৌহাদ্যপূর্ণ সম্পর্কের কথা সবারই জানা। এবার তার আরো এক ঝলক দেখা গেল কোরবানি ঈদে। এ বছর কোরবানি ঈদে সহকর্মীদের ১০ লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন ডিপজল। আর প্রিয় অনুজ সহকর্মী জায়েদ খানের হাতেও তুলে দিয়েছেন এক বান্ডিল টাকা। </p> <p>কোরবানির ঈদে সালামি পাওয়ার ভিডিও জায়েদ খান তার ফেসবুকে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ডিপজলকে সালাম করেই জায়েদ খান সালামি চান। ডিপজলও জায়েদকে ভালোবেসে এক বান্ডিল টাকা সালামি দিয়ে দেন। সে বান্ডিলে কত টাকা ছিল তা জায়েদ না জানালেও জানিয়েছেন ডিপজল।<br />  <br /> ডিপজলের পোস্ট করা একটি ফেসবুক রিলসে দেখা যাচ্ছে, জায়েদকে লাখ টাকা বান্ডিলের সালামি দিয়েছেন তিনি।<br />  <br /> শুধু জায়েদকেই নয়, এবারের ঈদে ১০ লাখ টাকার ঈদ উপহার দিয়েছেন শিল্পীদের। গরিবদের জন্য নিজ এলাকায় ৮ টি গরু ও মহিষ কোরবানিও দিয়েছেন ডিপজল। </p>