এই সময়ের অন্যতম দর্শকপ্রিয়তা অর্জন করা নাট ‘ব্যাচেলর পয়েন্ট।’ কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির পরপর চারটি সফল সিজন এসেছে যার প্রতিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। এরপর থেকেই ভক্ত অনুরাগীদের আকুতি ছিল, এর পঞ্চম সিজন আনার। শোনাও যাচ্ছিল আসবে পঞ্চম সিজন।
এই সময়ের অন্যতম দর্শকপ্রিয়তা অর্জন করা নাট ‘ব্যাচেলর পয়েন্ট।’ কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির পরপর চারটি সফল সিজন এসেছে যার প্রতিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। এরপর থেকেই ভক্ত অনুরাগীদের আকুতি ছিল, এর পঞ্চম সিজন আনার। শোনাও যাচ্ছিল আসবে পঞ্চম সিজন।
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ আসতে চলেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি।
সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাট্যাসে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নির্মাণের ইঙ্গিত দেন অমি। তার সেই স্ট্যাটাসের সূত্র ধরেই যোগাযোগ করা হলে নির্মাতা জানান, ‘হ্যাঁ, ব্যাচেলর পয়েন্ট ফাইভ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সবকিছুই এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে।
অমি আরো বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি। দর্শকরা কবে থেকে পর্দায় দেখতে পারবেন, এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। কারণ পুরো বিষয়টা পরিকল্পনা পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক করেই কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেব।
তবে নির্মাতা এটুকু নিশ্চিত করেন যে, ২০২৫ সালেই আবারও পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে পাশা, হাবু, শুভ, কাবিলা, অন্তরাদের গল্প।
২০১৭ সালে শুরু হওয়া এই ধারাবাহিক একে একে ৪টি সিজন নিয়ে আসে। প্রতিটি সিজনেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলে একদল ব্যাচেলর দিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প। সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪।
সম্পর্কিত খবর
তিনি বলিউড খিলাড়ি। নিজের সোনালি সময়ে ভক্ত অনুরাগীদের কাছে যেমন ছিলেন প্রত্যাশিত, তেমনি নায়িকাদের হৃদয়েও ঝড় তুলেছেন বারবার। সহ-অভিনেত্রী কারিশমা কাপুর, রাভিনা ট্যান্ডন থেকে শুরু করে নব্বইয়ের দশকের হিট নায়িকা শিল্পা শেঠিদের হৃদয়ের পুরুষ ছিলেন। তবে সেই অক্ষয় কুমার কিনা মাঝরাতে প্রেমের প্রস্তাব নিয়ে যান আরেক নায়িকার বাড়িতে।
নব্বইয়ের দশকে জুটি বেঁধে অনেক সিনেমা করেছেন অক্ষয় কুমার ও আয়েশা জুলকা। মিষ্টি নায়িকা আয়েশা খুব অল্প সময়ের মধ্যেই বলিউডের প্রযোজকদের চোখের মণি হয়ে উঠেছিলেন। ঋষি কাপুর, অক্ষয় কুমার, মিঠুন চক্রবর্তী, আমির খান- বলিউডের তাবড় তাবড় নায়কদের সঙ্গে কাজ করেছিলেন। শুধুই তাই নয়, নীতিশ ভরদ্বাজ, বিবেক মুসরান, কামাল সাদানার মতো নতুন হিরোদের সঙ্গে জুটি বেঁধেও একের পর এক হিট দিয়েছেন আয়েশা।
শোনা যায়, আয়েশাকে নাকি দারুণ পছন্দ ছিল মিঠুন চক্রবর্তীর। গুঞ্জন রটেছিল ‘দালাল’ সিনেমার পর আয়েশাও নাকি মিঠুনের দিকে ঝুঁকেছিলেন। ঠিক এই সময়ই এন্ট্রি নেন অক্ষয়। ‘খিলাড়ি’ সিনেমায় আয়েশার সঙ্গে জুটি বাধার পরই শুটিংয়ের বাইরে অক্ষয়ের প্রেম শুরু!
ভারতীয় সংবাদমাধ্যম ‘টিভি নাইন বাংলা’র একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেই সময় এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত এক খবর নিয়ে বলিউডে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল।
জানা গেছে, আয়েশার ঘরে ঢুকে নাকি প্রেমের প্রস্তাব দেন বলিউডের খিলাড়ি কুমার। তবে তৎক্ষণাৎ সেই প্রস্তাবকে নাকচ করেন আয়েশা। কেননা, অক্ষয়ের স্বভাবের কথা তিনি জানতেন।
অক্ষয় ও আয়েশা বেশ কিছু হিট সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। যার মধ্যে রয়েছে ‘খিলাড়ি’, ‘ওয়াখত হামারা হ্যায়’, ‘জয় কিষান’, ‘বারুদ’-এর মতো সিনেমা। বর্তমানে অক্ষয় বলিউডের শীর্ষস্থানীয় নায়ক হলেও আয়েশা রয়েছেন বলিউড থেকে অনেকটাই আড়ালে।
বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর। মানুষের দিন শুরু হয় প্রযুক্তি দিয়ে। জীবনযাপনের বেশিরভাগ অংশজুড়েই প্রযুক্তির ছোঁয়া। তবে প্রযুক্তিময় পৃথিবীতে ব্যতিক্রমী কিছু মানুষও রয়েছেন যারা নিজেদের রেখেছেন এই যান্ত্রিকতার বাইরে।
সালমা হায়েক বলেন, তিনি যতটা সম্ভব প্রযুক্তি থেকে দূরে থাকার চেষ্টা করেন।
ম্যারি ক্লেয়ার ম্যাগাজিনকে সালমা হায়েক বলেন, ‘এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মানুষের বুদ্ধিমত্তা কমিয়ে দেয়, কারণ এতে মস্তিষ্ক অলস হয়ে পড়ে। আমি সবকিছু হাতে লিখি।
সালমা হায়েকের আরো কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য রয়েছে।
হায়েক আরও জানান, তিনি বেশ কয়েকটি লাভজনক প্রকল্প নিয়ে কাজ করছেন, এবং তার স্বামী তার এই উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করেন। তবে অভিনেত্রী এও জানিয়েছেন যে, প্রচুর অর্থ থাকা সত্ত্বেও তিনি অর্থ নিয়ে আলোচনা পছন্দ করেন না, বিশেষ করে অন্য ধনী ব্যক্তিদের সঙ্গে।
ইসরায়েলি বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী গাল গ্যাডট জায়গা পেয়েছেন হলিউডের সম্মানসূচক ‘ওয়াক অব ফেম’-এ। বিশ্বের কিংবদন্তি সব হলিউড তারকাদের সঙ্গে নাম জুড়ল অভিনেত্রীর। হলিউডের অন্যতম মর্যাদাসূচক এ সম্মাননায় উচ্ছ্বসিত ‘ওয়ান্ডারওম্যান’ অভিনেত্রী।
তবে এই অর্জনকে কেন্দ্র করেই ঘটল বিশৃঙ্খলা।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, গাল গ্যাডট কেবল ইসরায়েলি অভিনেত্রীই নন, দেশটির সামরিক বাহিনীতেও বছর দুয়েক ছিলেন। নিজের দেশের পক্ষে তিনি সব সময় সরব।
প্রতিবেদন অনুসারে, ওয়াক অব ফেমের অনুষ্ঠানে অভিনেত্রীর সমর্থনে হাজির হয়েছিলেন ইসরায়েলপন্থীরা। অন্যদিকে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানিয়ে ও যুদ্ধবিরতির দাবিতে সেখানে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। এক পর্যায়ে দুই পক্ষের মুখোমুখি বিক্ষোভ শুরু হতেই লস অ্যাঞ্জেলেস পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু লোককে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি গাল গ্যাডট।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস-বাইফা’র উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন তাসনোভা মাহবুব সালাম। তিনি একুশে টেলিভিশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি তাকে প্রতিষ্ঠানটির উপদেষ্টা পদে মনোনীত করা হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) গত তিন বছর ধরে আয়োজন করে আসছে বাইফা অ্যাওয়ার্ড।
গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য গতবছর ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৪’ এবং ‘বিজিসিএফ অ্যাওয়ার্ড-২০২৪’ সম্মাননা পেয়েছেন তাসনোভা মাহবুব সালাম। পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
তাসনোভা মাহবুব সালাম ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। তারপর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেন।
তাসনোভা মাহবুব সালাম মরহুম এ কে এম মাহবুবুল আলমের কনিষ্ঠ কন্যা।