<p>নানা ধরণের চরিত্র সহজেই মানিয়ে যান গুণী অভিনেতা মোশাররফ করিম। দীর্ঘ অভিনয় ক্যারিয়াতে দর্শক তাকে দেখেছেন নানা চরিত্রে। এবার সেই মোশাররফ করিম অভিনয় করলেন জ্যোতিষীর চরিত্রে। আজ ২৪ ডিসেম্বর রাত ১২টায় আসছে চরকি অরিজিনাল ’২ষ’ এর নতুন পর্ব ’ভাগ্য ভালো’। এখানে অন্যের ভাগ্য গণনা করতে দেখা যাবে মোশাররফ করিমকে। হাতে আতশ কাচ নিয়ে মানুষের হাত দেখাই তার পেশা, সঙ্গে থাকে তার টিয়া পাখি। পরিচয় জানা নেই, সবাই তাকে জ্যোতিষী নামে চেনেন। এমন একটি চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় এ অভিনেতা। </p> <p>নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজটির এ গল্প গড়ে উঠেছে ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ আছেন এ পর্বে। ’২ষ’ নিয়ে নুহাশ আগেই জানিয়েছিলেন, সাম্প্রতিক সময়ে সমাজের কোন জিনিসগুলো মানুষ বেশি ভয় পায়? সেটা নিয়ে এ সিরিজে কাজ করার চেষ্টা করেছেন পরিচালক। </p> <p>’ভাগ্য ভালো’–এর শুটিংয়ের সময়ের একটি অভিজ্ঞতা জানাতে গিয়ে নুহাশ বলেন, ’জুলাই–আগস্টের সময় আমরা এটার দৃশ্যধারণ করেছিলাম। হঠাৎ দেখি, দূরে একটা জায়গায় অনেক ধোঁয়া উঠছে এবং সেটা আমরা ফ্রেমেও রেখেছি।’</p> <p>নুহাশ আরও বলেন, ”ওই যে আমাদের বাস্তব জীবনের আতঙ্ক, সেটা আমরা আমাদের গল্পে কানেক্ট করার চেষ্টা করেছি। এরকমই কিছু বিষয় নিয়ে ’২ষ’ সিরিজের গল্পগুলো। ’ভাগ্য ভালো’তেও সেরকম একটা সাইকোলজিকাল হরর গল্প দর্শক খুঁজে পাবে বলে আশা করছি।” ’২ষ’ সিরিজে আছে চারটি গল্প। যার তিনটি নুহাশের সঙ্গে লিখেছেন তার মা গুলতেকিন খান।</p> <p>নুহাশ হুমায়ূনের পরিচালনায় প্রথমবার কাজ করলেন মোশাররফ করিম। গল্পের জন্যই কাজটি করেছেন বলে জানান মোশাররফ। তিনি বলেন, ’গল্পটা শুনে আমার মনে হলো, কাজটি করতে হবে। একই সঙ্গে চ্যালেঞ্জও অনুভব করলাম। কারণ কাজটার ঢং একটু আলাদা।’</p> <p> </p>