<p>বাংলা চলচ্চিত্রের এক সম্ভাবনাময়ী চিত্রনায়ক আদর আজাদ। সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। প্রথম সিনেমা দিয়েই নিজেকে জানান দেন এই নায়ক। আদরের সাবলীল অভিনয় প্রশংসিত হয় সব মহলে। তার শুরুটা হয় মডেলিং দিয়ে। এরপর কাজ করেন নাটক-টেলিফিল্মে। এখন ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক তিনি। নতুন বছরের প্রথম দিনেই দিলেন নতুন ছবির ঘোষণা। গতকাল প্রকাশিত হয়েছে ‘টগর’-এর এনাউন্সমেন্ট টিজার। আলোক হাসানের এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন আদর। তাঁর ব্যস্ততার খবর নিয়েছেন কামরুল ইসলাম।</p> <p><strong>পয়লা দিনের চমক</strong></p> <p>সিনেমার অভিনেতা বলে কথা! বছরটা শুরুই করলেন নতুন ছবির বার্তা দিয়ে। গতকাল প্রকাশ্যে আসা ‘টগর’-এর টিজার যেন এই আঁচ দিল, ২০২৫ জুড়ে দাপিয়ে বেড়াবেন আদর। অভিনেতা তাঁর নতুন ছবিটির টুকরা তথ্য দিলেন এভাবে, ‘ছবিতে আমার সঙ্গে থাকবেন প্রার্থনা ফারদিন দীঘি। আরো চমক আছে, সেটা পরে জানাব। এখন বলে দিলে তো সব চমক শেষ হয়ে যাবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে শুটিং। এক টানা শুটিংয়ে পুরো চিত্রায়ণ সম্পন্ন করা হবে।’</p> <p><strong>ফুল নয়, প্যাকেজ</strong></p> <p>‘টগর’ মূলত ফুলের নাম। সে হিসেবে ছবিটির গল্পও কি তবে ফুলের মতো কোমল? অর্থাৎ রোমান্টিক-ড্রামা? আদরের জবাব, “একেবারে বিপরীত গল্প। অ্যাকশন, থ্রিলার সব কিছু আছে। ‘টগর’ হলো একটা কমপ্লিট প্যাকেজ। দর্শক যেমন চায় কিংবা সিনেমা হলে গিয়ে আমরা যেমনটা দেখতে চাই, সে রকমই একটি গল্প। মুহূর্তে মুহূর্তে টুইস্ট, রোমান্স, অ্যাকশন আছে। সব মিলিয়ে জমজমাট গল্প।” </p> <p><strong>পিনিকের অভিজ্ঞতা</strong></p> <p>সম্প্রতি জাহিদ জুয়েলের ‘পিনিক’-এ অভিনয় করেছেন আদর। নভেম্বরজুড়ে হয়েছে এর শুটিং। কক্সবাজার ও রামুতে হয়েছে চিত্রায়ণ। প্রকাশ্যে এসেছে ফার্স্টলুক পোস্টারও। ছবিটি নিয়ে আদর বলেন, “আমার ক্যারিয়ারে ‘পিনিক’ একটা আলাদা অভিজ্ঞতা। কিছু চিত্রায়ণ বাকি আছে। তিন-চার দিন শুটিং করতে হবে সম্ভবত। রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি।’</p> <p><strong>বুবলীর সঙ্গে রসায়ন</strong></p> <p>‘তালাশ’, ‘লোকাল’-এর পর এবার ‘পিনিক’, তিন ছবিতে আদরের সহশিল্পী শবনম বুবলী। পর্দায় তাঁদের রসয়ায়ন জমে উঠেছে বেশ। কিন্তু বাস্তবে কেমন? ‘ক্যামেরার সামনে যা দেখা যায়, পেছনে সেটার একদম বিপরীত। আমাদের সম্পর্ক অ্যাকশন-কাটের মধ্যেই সীমাবদ্ধ। তবে হ্যাঁ, বিভিন্ন দৃশ্য ও সংলাপ নিয়ে আমরা আলোচনা করি, কিভাবে শট দেওয়া যায়, এসব নিয়ে কথা বলি। শি ইজ ভেরি কো-অপারেটিভ। সহশিল্পী হিসেবেও দারুণ। ক্যামেরার বাইরে অন্যদের সঙ্গে যেমন সম্পর্ক, বুবলীর সঙ্গেও তেমনই’—বললেন আদর।</p> <p><strong>শিডিউল নেই</strong></p> <p>জিজ্ঞেস করা হয়েছিল, ‘পিনিক’ ও ‘টগর’ ছাড়া কী কী ছবি হাতে রয়েছে? এর বিপরীতে স্পষ্ট তথ্য না দিলেও চমকের আভাস দিলেন আদর। তাঁর ভাষ্য, ‘এখন সব কিছু বললে তো চমক থাকবে না। তবে এটুকু বলি, জুলাই পর্যন্ত আদর আজাদের শিডিউল নেই। একের পর এক চমক দিয়েই যাব।’</p> <p><strong>সিনেমাই ধ্যান-জ্ঞান</strong></p> <p>বছর দুয়েক আগে ঢালিউডে অভিষেক হয়েছে আদরের। এরপর থেকে নিয়মিত একের পর এক ছবি করে যাচ্ছেন। এর বাইরে অন্য কোনো মাধ্যম নিয়ে আপাতত তাঁর ভাবনা নেই। আদর বলেন, ‘সিনেমারই তো শিডিউল নেই, অন্য কিছু কিভাবে করব! আর ওটিটিতে কিছু করব কি না, সেটা আমার ওপর নয়, নির্মাতা-প্রযোজকদের ওপর নির্ভর করবে। তবে আপাতত সিনেমা ছাড়া অন্য কিছু ভাবছি না।’</p> <p><strong>অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা</strong></p> <p>নতুন হিসেবে ইন্ডাস্ট্রির নানা দিক মোকাবেলা করতে হচ্ছে আদর আজাদকে। গত বছর ‘লিপস্টিক’ নিয়ে তিক্ত অভিজ্ঞতা (হল না পাওয়া ও গল্প বেহাতের জটিলতা) হয়েছে তাঁর। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগোতে চান সামনে। আদর বলেন, “গত বছর আমার একটাই ছবি ‘লিপস্টিক’ মুক্তি পেয়েছিল, সেটা নিয়ে এখনো যে আলোচনা, দ্যাটস গুড এনাফ। বছরে মনে রাখার মতো একটা ছবিই যথেষ্ট। এ রকম মনে রাখার মতো অনেক কাজ করতে চাই। এ ক্ষেত্রে ‘লিপস্টিক’ আমার জন্য অনুপ্রেরণা। আর ইন্ডাস্ট্রিতে নিজের জায়গাটুকু করে নিতে হবে। ২০২৫ থেকে আদর আজাদের সময়টা শুরু। এর আগে যা হয়েছে, সেগুলো অভিজ্ঞতা। সেটা কাজে লাগিয়ে এ বছর পুরোদমে কাজ করতে চাই।” </p>