ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

‘ব্যাংক ডাকাতি করতে যাচ্ছেন?’, রণবীর-দীপিকাকে খোঁচা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
‘ব্যাংক ডাকাতি করতে যাচ্ছেন?’, রণবীর-দীপিকাকে খোঁচা
সংগৃহীত ছবি

রণবীর সিং-দীপিকা পাডুকোন দম্পতিকে সম্প্রতি দেখা গেল মুম্বাই বিমানবন্দরে। রণবীরের পরনে কালো টি শার্ট আর প্যান্ট। সঙ্গে কালো উইন্টার কোট। মাথায় শীতকালের টুপি।

আবার চোখে রোদচশমা। পাশে দীপিকার ফুল হাতা কো অর্ড সেটের রংও কালো। 

তাদের ছবি সোশ্যালে ভাইরাল, নজর কেড়েছে উৎসুক অনুরাগীদের। তবে এমন পোশাকের জন্য সমালোচনাও করছেন কেউ কেউ।

মুম্বাইতে এখন তীব্র গরম। তার মধ্যে এমন কালো পোশাক দেখে কেউ কেউ অবাক হয়ে গিয়েছেন। এক নেটিজেনের প্রশ্ন, ‘ব্যাংক ডাকাতি করতে যাচ্ছেন?’

Ranveer Singh Requests Paps To Not Click Pic Of Dua In Car, Twins With Wife Deepika  Padukone

আবার কারো মত, রণবীর আলোচনায় থাকতে পছন্দ করেন। সে কারণে বিভিন্ন সময় এমন অদ্ভূত পোশাকে ধরা দেন।

পোশাক নিয়ে পরীক্ষা নিরীক্ষা বরাবরই করেন রণবীর। তার পোশাক নিয়ে চর্চাও নতুন কিছুই নয়। তবে এবার তারকা দম্পতির রংমিলান্তির পোশাক যেন সেভাবে মন ছুঁতে পারল না অনুরাগীদের।

প্রসঙ্গত, রণবীর এবং দীপিকার সংসারে এসেছে ছোট্ট মেয়ে দোয়া। আপাতত সন্তান নিয়ে ব্যস্ত বলিউডের পাওয়ার কাপল।

দুজনেই কাজ থেকে বিরতি নিয়েছেন। 

চলতি মাসেই শুরু হবার কথা রয়েছে ‘ডন ৩’ ছবির শুটিং। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে এবার শুটিং ফ্লোরে ফেরার কথা রণবীরের। দীপিকাও ধীরে ধীরে কাজে ফিরছেন। ফ্যাশন শো-তে অংশ নিতে দেখা গেছে তাকে। দোয়ার মা আবার কবে ফিরবেন ফিল্মি জগতে, তা এখনো স্পষ্ট নয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

আইনজীবী হতে চান আঁখি আলমগীর!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
আইনজীবী হতে চান আঁখি আলমগীর!
সংগৃহীত ছবি

খুব ছোটবেলায় ঈদের আগে নিউমার্কেট থেকে আর্ট পেপার কিনে নিজ হাতে কার্ড বানাতেন সংগীত তারকা আঁখি আলমগীর। সমসাময়িক ভাই-বোন বা বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা হতো, কার তৈরি কার্ড সবচেয়ে বেশি সুন্দর হয়। দেশের ভেতর আত্মীয়-স্বজন, বন্ধুরা পেতো সেই কার্ড। কখনো আবার দেশের বাইরে থাকা আত্মীয়-স্বজনদেরও সেই কার্ড পাঠানো হতো।

ঈদের আনন্দের মুহূর্তের কথা টেনে আঁখি আলমগীর বলেন, ‘আমি এখনো দেশের বাইরে গেলে কার্ডের দোকানে যাই। কার্ড কিনি। প্রিয়জনদের জন্য বা হয়তো নিজের জন্য কার্ড কিনে দেশে ফিরে ড্রয়ারে রেখে দেই। এটি আমার অন্য ধরনের ভালো লাগার একটি বিষয়’

মাছরাঙা টেলিভিশনের প্রতিদিন সকালের নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদের বিশেষ আয়োজনে এসে এই সংগীতশিল্পী জানান, একসময় প্রিয়জনকে চিঠি লিখতেন।

লেখার প্যাডে পারফিউম ছড়িয়ে চিঠি লেখার ‘নিনজা টেকনিক’ও নাকি আবিষ্কার করেছিলেন তিনি। 

আঁখি আলমগীরের জীবনীশক্তি বরাবরই প্রশংসা পায় সংগীত জগতে। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, একবার বাংলা নববর্ষে একই দিনে ৩টি শোতে বিরতিহীনভাবে গান করার অভিজ্ঞতাও রয়েছে। বেশ কয়েকবার ঢাকার বাইরে থেকে শো করে জ্যাম ঠেলে ঢাকায় আরেকটি শো ধরার রেকর্ডও রয়েছে।

 

অভিনয় ও সংগীত-দুই শাখাতে একমাত্র শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র  পুরস্কার বিজয়ী আঁখি আলমগীর বলেছেন, আইন বিষয়ে পড়াশোনার মাঝেই ছেদ পড়েছিল। তবে সুযোগ পেলে নতুন করে পড়াশোনা শেষ করে আইনজীবী পরিচয়েও নিজেকে পরখ করে নিতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান। 

রুম্মান রশীদ খান ও লাবণ্য’র সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন সকাল ৭টা থেকে ৯টায়, মাছরাঙা টেলিভিশনে।

প্রাসঙ্গিক
মন্তব্য

১২০ কোটি কর দিলেন, গতবছর কত আয় করেছেন অমিতাভ?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
১২০ কোটি কর দিলেন, গতবছর কত আয় করেছেন অমিতাভ?
অমিতাভ বচ্চন

বলিউডের শাহনেশা তিনি। রুপালি পর্দায় কয়েক দশক ধরে একচ্ছত্র আধিপত্য তার। ক্যারিয়ারে বহু উত্থান পতন দেখেছেন। অর্থ বিত্ত আভিজাত্যে যেমন ছিলেন সবার সেরা, তেমনই ঋণের দায়ে জর্জরিত হয়ে দেউলিয়া পর্যন্ত হয়েছেন।

তবে আবার ঘুরে দাঁড়িয়েছেন এ অভিনেতা। এখন তিনি ভারতের শীর্ষ করদাতাদের মধ্যে অন্যতম। এবছরও ১২০ কোটি কর দিলেন নিজের আয় থেকে।

আরো পড়ুন
কেউ বাদ নেই! ডেটিং প্রসঙ্গে কার্তিককে খোঁচালেন নোরা ফাতেহি

কেউ বাদ নেই! ডেটিং প্রসঙ্গে কার্তিককে খোঁচালেন নোরা ফাতেহি

 

পিঙ্কভিলার একটি নতুন রিপোর্ট অনুসারে, ২০২৪-২৫ অর্থ বর্ষে অমিতাভের আয় দাঁড়িয়েছে ৩৫০ কোটি টাকা।

আর সেই আয় থেকে তিনি কর প্রদান করেছেন ১২০ কোটি টাকার মতো। প্রতিবেদন অনুসারে, অমিতাভ ২০২৪/২০২৫ আর্থিক বছরের জন্য ৩৫০ কোটি টাকা আয় করায় সেই আয়ের উপর ভিত্তি করে তাঁকে কর দিতে হয়েছে ১২০ কোটি টাকা। সূত্রের খবর অনুসারে, ২০২৫ সালের ১৫ মার্চ অগ্রিম করের শেষ কিস্তি ৫২.৫০ কোটি টাকা জমা দেন অমিতাভ।

জানা গেছে, অমিতাভের আয়ের অন্যতম উৎস হল ফিল্ম প্রজেক্ট, এনডোর্সমেন্ট ডিল এবং জনপ্রিয় গেম শো কৌন বনেগা ক্রোড়পতির হোস্টিং করা।

বলিউড তারকাদের মধ্যে গত বছর শাহরুখ খান ৯২ কোটি টাকা কর দিয়েছিলেন।

আরো পড়ুন
আয়ে পাঠান ও অ্যানিমেলকে টপকে গেল ভিকির ‘ছাভা’

আয়ে পাঠান ও অ্যানিমেলকে টপকে গেল ভিকির ‘ছাভা’

 

বর্তমানে জনপ্রিয় টিভি কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৬-এর সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। অমিতাভকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ভেট্টাইয়া’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’ চলচ্চিত্রে। ভেট্টাইয়াতে তাকে রজনীকান্তের সঙ্গে দেখা গিয়েছিল। তিন দশক পর রজনীকান্তের সঙ্গে পর্দায় ফের জুটি বাঁধেন অমিতাভ।

১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সামনে অভিনেতাকে দেখা যাবে ঋভু দাশগুপ্তের কোর্টরুম ড্রামা ‘সেকশন ৮৪’-এ। নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়ালেও দেখা যাবে তাকে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেকেও কাজ করার কথা রয়েছে অভিনেতার।

মন্তব্য

ডিসেম্বরে বিয়ে করছেন মধুমিতা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ডিসেম্বরে বিয়ে করছেন মধুমিতা
সংগৃহীত ছবি

মধুমিতা সরকারের জীবনে এসেছে নতুন বসন্ত। প্রেম করছেন অভিনেত্রী। সম্পর্কের বয় প্রায় ৫ বছর। গেল পূজায় অনুরাগীদের মন ভেঙে প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছিলেন তিনি।

অভিনেত্রীর প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। তিনি ইন্ডাস্ট্রির কেউ নন, আইটি সেক্টরে কাজ করেন।

মাঝেমধ্যেই কাছের মানুষের সঙ্গে বেরিয়ে পড়েন এদিক সেদিক ঘুরতে। এবারো দোল কাটিয়েছেন সিকিমের নিরিবিলি ইয়ামথাং ভ্যালিতে।

কুয়াশামাখা পাহাড়ি রাস্তায় যখন মধুমিতা-দেবমাল্যর রোম্যান্টিক ছবিতে মজে অনুরাগীরা, ঠিক সেই আবহেই জানা গেল চলতি বছরেই গলায় মালা দিতে চলেছেন মধুমিতা। 

মধুমিতা জানিয়েছেন, “এই বছর ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের শুরুর দিকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে আমাদের। কারণ শীতকাল আমাদের দুজনেরই বেশ পছন্দ।” 

May be an image of 1 person, beard and smiling

পাহাড় তাদের এতটাই প্রিয় যে এর পরই অভিনেত্রীর সংযোজন, “বিয়ে না হওয়া পর্যন্ত পাহাড়ে স্মৃতি তৈরি করে যাব।

” 

এর আগে তিনি জানিয়েছিলেন, “২০১৯ সালে আমাদের প্রথম দেখা। কিন্তু কোনোভাবে আমরা সংস্পর্শে ছিলাম না। তবে মাসখানেক আগে আবার আমাদের দেখা হয়। তারপর থেকেই ফের টেক্সট চালাচালি শুরু। বন্ধু হিসেবেই প্রথমে কথা বলা শুরু করেছিলাম।

এবং তার পর বাকিটা ইতিহাস।” অতঃপর মধুমিতা যে শীতকালেই বিয়ে করছেন, সেটা স্পষ্ট করে দিয়েছেন।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এর পর সিনেমার জগতে নিজের সফর শুরু করেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তার ঝুলিতে। অল্প বয়সেই বিয়ে করেছিলেন অভিনেত্রী। অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু সে সম্পর্ক টেকেনি। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়।

সেই বছরই দেবমাল্যর সঙ্গে পরিচয় হয়। প্রথম বিয়ে ভাঙার পর ক্যারিয়ারে মন দেন অভিনেত্রী। তবে গত বছর পূজাতেই মধুমিতার জীবনে উঁকি দেয় নতুন প্রেম। প্রেমিকের সঙ্গে সম্পর্কের ঘোষণা নিজেই করেছিলেন মধুমিতা।

মন্তব্য
বক্স অফিস

আয়ে পাঠান ও অ্যানিমেলকে টপকে গেল ভিকির ‘ছাভা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
আয়ে পাঠান ও অ্যানিমেলকে টপকে গেল ভিকির ‘ছাভা’
শাহরুখ খান, ভিকি কৌশল ও রণবীর কাপুর

ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র ‘ছাভা’। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটি মুক্তির পর থেকেই দখলে নিয়েছে ভারতীয় বক্স অফিস। গড়েছে একের পর এক রেকর্ড। এবার রেকর্ড ভাঙতে ভাঙতে পেছনে ফেলে দিল বলিউড বাদশা শাহরুখ খান ও রণবীর কাপুরের সিনেমাকেও।

 

আরো পড়ুন
কেউ বাদ নেই! ডেটিং প্রসঙ্গে কার্তিককে খোঁচালেন নোরা ফাতেহি

কেউ বাদ নেই! ডেটিং প্রসঙ্গে কার্তিককে খোঁচালেন নোরা ফাতেহি

 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা তো বটেই, বর্তমানে শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর আয়কেও পিছনে ফেলে দিয়েছে ‘ছাভা’! সিনেমাটি পঞ্চম রবিবার ৮ কোটি টাকা আয় করেছে। যার মধ্যে হিন্দিতে ৭.২৫ কোটি এবং তেলেগুতে ০.৭৫ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে ৩১ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৬২.৬৫ কোটি টাকায় (হিন্দি: ৫৪৮.৭ কোটি এবং তেলেগু: ১৩.৯৫ কোটি )।

আরো পড়ুন
জয়ার মুকুটে নতুন পালক

জয়ার মুকুটে নতুন পালক

 

রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গার ২০২৩ সালের ব্লকবাস্টার ক্রাইম ড্রামা ‘অ্যানিম্যাল’-এর ভারতীয় বক্স অফিস আয়কে ছাড়িয়ে গিয়েছে ছাভা।

‘অ্যানিম্যাল’ প্রেক্ষাগৃহে ৫৫৩.৮৭ কোটি টাকা আয় করেছিল। তবে কেবল ‘অ্যালিম্যাল’ নয়, পাশাপাশি শাহরুখ খান অভিনীত সিদ্ধার্থ আনন্দের স্পাই থ্রিলার ‘পাঠান’-এর ঘরোয়া আয়কেও ছাড়িয়ে গেছে ছাভা। পাঠানও ২০২৩ সালে মুক্তি পেয়েছিল। সেই সময় সিনেমাটির ভারতীয় বক্স অফিস আয় হয়েছিল ৫৪৩.০৯ কোটি টাকা।
এই মুহুর্তে পাঠান ও অ্যানিমেলকে টপকে উপরের সারিতে উঠে এসেছে ছাভা। 

আরো পড়ুন
আত্মহত্যা করতে চাইলেন সেই তরমুজ বিক্রেতা, যা বললেন শামীম

আত্মহত্যা করতে চাইলেন সেই তরমুজ বিক্রেতা, যা বললেন শামীম

 

এদিকে, আয়ের পাশাপাশি ছাভায় অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন ভিকি কৌশল। সম্ভাবি মহারাজের চরিত্রে অভিনেতা নিজেকে রীতিমতো সপে দিয়েছেন বলা যায়। এই চরিত্রের জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন। শিখেছিলেন লাঠি খেলা।

বাদ যায়নি ঘোড়া চালানোও। শুধুই কি তাই? কানে ফুটো পর্যন্ত করান তিনি। অন্যদিকে অক্ষয় খান্নাও আওরঙ্গজেবের চরিত্রে রেখেছেন আইকনিক ছাপ। দর্শকের পাশাপাশি অভিনয়ের জন্য সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে ছাভা। 

ছাভায় ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গেছে ভিকি কৌশলকে। তাঁর স্ত্রীর চরিত্রে রয়েছেন রাশ্মিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় খান্নার। সিনেমাটির পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজন। সিনেমাটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ