<p>► সাধারণত লাগালাগি অবস্থায় ওপরে বোঝাতে on ব্যবহার করা হয়। যেমন-</p> <p>          The book is on the table.</p> <p>► নিচে থেকে ওপরে দিকে কোনো কিছু ওঠানো বোঝাতে Up ব্যবহার করা হয়। যেমন-</p> <p>          He climbed up the tree/hill.</p> <p>► সাধারণ কম ওপর বোঝাতে over ব্যবহার করা হয়। যেমন-</p> <p>          The fan is moving over my head.</p> <p>► বেশি উচ্চতর অবস্থান বোঝাতে above ব্যবহার করা হয়। যেমন-</p> <p>           A plan can fly above the clouds.</p> <p>► কোন স্থিরশীল বস্তুর ওপর অন্য একটি গতিশীল বস্তু আছড়ে পড়লে বোঝাতে upon ব্যবহার করা হয়। যেমন-</p> <p>          The cat jumped upon the table.</p> <p><em>মো. জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল, খিলগাঁও, ঢাকা</em></p>