<p>মাছির উপদ্রব বাড়া মানে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়া। সাধারণত নোংরা জায়গায় জড়ো হয়ে থাকে মাছির দল। সেখান থেকে উড়ে এসে খাবারের ওপর বসলে এবং আমরা সেই খাবার খেলে শরীরে নানা ব্যাক্টিরিয়া ও জীবাণু সংক্রমণ হতে পারে। মাছি একসঙ্গে হাজারেরও বেশি ডিম পাড়ে এবং খুব ঘন ঘন এদের প্রজনন হয়। তাই মাছির উপদ্রব বেড়ে গেলে তা দমনে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এবার আসুন জেনে নিই মাছি তাড়াতে যা যা করতে পারেন। </p> <p>১. ঘর থেকেই শুরু করতে পারেন। প্রতিদিন ভালোভাবে রান্নাঘর পরিষ্কার করুন। খেয়ে থালাবাসন সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলুন। রান্নাঘরের বিভিন্ন কোনা, চুলার নিচ পরিষ্কার রাখুন। রান্নাঘরে খাবার পড়ে যেনো শুকিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। এ ছাড়া বাসন মাজার ভেজা স্পঞ্জ, ঘর মোছার কাপড়, রান্নাঘর থেকে দূরে রাখুন।</p> <p>২. দারচিনির গন্ধেও রান্নাঘর থেকে মাছি দূরে থাকবে। রান্নাঘরের জানলায় দুই টুকরা দারচিনি রাখতে পারেন। লবঙ্গের গন্ধও মাছি সহ্য করতে পারে না। লবঙ্গ ছড়িয়ে রেখে মাছিকে দূর করুন। এ ছাড়া চারপাশে একটু কর্পূর ছড়িয়ে রাখতে পারেন বা পুদিনা পাতা গাছ লাগাতে পারেন। </p> <p>৩.  মাছির উপদ্রব কমাতে বাড়ি পরিষ্কার রাখতে হবে। পাকা ফল বা খাবার ঢেকে রাখলে থাকলে মাছির উপদ্রবও ধীরে ধীরে কমে যাবে। বাড়ির বাইরে আবর্জনার স্তূপ থাকলে তা ঢেকে রাখতে হবে এবং রোজ পরিষ্কারের ব্যবস্থা করতে হবে। </p> <p>৪. একটি লম্বা পাত্র বা ফুলদানিতে পানি অথবা অন্য কোনো তরল পদার্থ যেমন, ভিনেগার ভরে নিন। এর পর কাগজ দিয়ে চোঙা বানিয়ে ওই পাত্রে রাখুন। তরল পদার্থের প্রতি আকৃষ্ট হয়ে মাছিগুলো কাগজের চোঙা দিয়ে ভিতরে ঢুকবে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না।</p> <p>সূত্র: আজকাল ডট ইন<br />  </p>