<p>কবি জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তার কবিতায় প্রকৃতি, নির্জনতা, অতীত স্মৃতি, প্রেম এবং মৃত্যুর মিশেলে একটি গভীর সৌন্দর্য ফুটে ওঠে। এখানে তার পাঁচটি জনপ্রিয় কবিতা উল্লেখ করা হলো :</p> <p><strong>ধান কাটা হ’য়ে গেছে</strong></p> <p>ধান কাটা হ’য়ে গেছে কবে যেন— খেতে মাঠে প’ড়ে আছে খড়<br /> পাতা কুটো ভাঙা ডিম— সাপের খোলস নীড় শীত।<br /> এই সব উৎরায়ে ওইখানে মাঠের ভিতর<br /> ঘুমাতেছে কয়েকটি পরিচিত লোক আজ— কেমন নিবিড়।</p> <p>ওইখানে একজন শুয়ে আছে— দিনরাত দেখা হ’তো কতো কতো দিন,<br /> হৃদয়ের খেলা নিয়ে তার কাছে করেছি যে কতো অপরাধ;<br /> শান্তি তবু: গভীর সবুজ ঘাস ঘাসের ফড়িং<br /> আজ ঢেকে আছে তার চিন্তা আর জিজ্ঞাসার অন্ধকার স্বাদ।</p> <p><strong>হাজার বছর শুধু খেলা করে</strong></p> <p>হাজার বছর শুধু খেলা করে অন্ধকারে জোনাকির মতো:<br /> চারিদিকে পিরামিড— কাফনের ঘ্রাণ;<br /> বালির উপরে জ্যোৎস্না— খেজুর-ছায়ারা ইতস্তত<br /> বিচূর্ণ থামের মতো: এশিরিয়— দাঁড়ায়ে রয়েছে মৃত, ম্লান।<br /> শরীরে মমির ঘ্রাণ আমাদের— ঘুচে গেছে জীবনের সব লেনদেন;<br /> ‘মনে আছে?’ সুধালো সে— সুধালাম আমি শুধু, ‘বনলতা সেন।’</p> <p><strong>আকাশলীনা</strong></p> <p>সুরঞ্জনা, ওইখানে যেওনাকো তুমি,<br /> বোলোনাকো কথা ওই যুবকের সাথে;<br /> ফিরে এসো সুরঞ্জনা:<br /> নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;</p> <p>ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;<br /> ফিরে এসো হৃদয়ে আমার;<br /> দূর থেকে দূরে— আরো দূরে<br /> যুবকের সাথে তুমি যেওনাকো আর।</p> <p>কি কথা তাহার সাথে? তার সাথে!<br /> আকাশের আড়ালে আকাশে<br /> মৃত্তিকার মতো তুমি আজ:<br /> তার প্রেম ঘাস হ’য়ে আসে।</p> <p>সুরঞ্জনা,<br /> তোমার হৃদয় আজ ঘাস:<br /> বাতাসের ওপারে বাতাস—<br /> আকাশের ওপারে আকাশ।</p> <p><strong>বনলতা সেন</strong></p> <p>হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,<br /> সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে<br /> অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে<br /> সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;<br /> আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,<br /> আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।</p> <p>চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,<br /> মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর<br /> হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা<br /> সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,<br /> তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’<br /> পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।</p> <p>সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন<br /> সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;<br /> পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন<br /> তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;<br /> সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;<br /> থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।</p> <p><strong>সুরঞ্জনা</strong></p> <p>সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছো;<br /> পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন;<br /> কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছো;<br /> গ্রীক হিন্দু ফিনিশিয় নিয়মের রূঢ় আয়োজন<br /> শুনেছো ফেনিল শব্দে তিলোত্তমা-নগরীর গায়ে<br /> কী চেয়েছে? কী পেয়েছে? —গিয়েছে হারায়ে।</p> <p>বয়স বেড়েছে ঢের নরনারীদের<br /> ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো;<br /> তবুও সমুদ্র নীল; ঝিনুকের গায়ে আলপনা;<br /> একটি পাখির গান কী রকম ভালো।<br /> মানুষ কাউকে চায়— তার সেই নিহত উজ্জ্বল<br /> ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল।</p> <p>মনে পড়ে কবে এক তারাভরা রাতের বাতাসে<br /> ধর্মাশোকের ছেলে মহেন্দ্রের সাথে<br /> উতরোল বড়ো সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে<br /> তবুও কাউকে আমি পারিনি বোঝাতে<br /> সেই ইচ্ছা সঙ্ঘ নয় শক্তি নয় কর্মীদের সুধীদের বিবর্ণতা নয়,<br /> আরো আলো: মানুষের তরে এক মানুষীর গভীর হৃদয়।</p> <p>যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা<br /> মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহ্বল বাতাসে<br /> ভূমধ্যসাগরলীন দূর এক সভ্যতার থেকে<br /> আজকের নব সভ্যতায় ফিরে আসে;<br /> তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি মৃতদের রোল<br /> দেহ দিয়ে ভালোবেসে, তবু আজ ভোরের কল্লোল।</p> <p> </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কবি জীবনানন্দ দাশের ৭০তম মৃত্যুবার্ষিকী আজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729592072-9efcbf6c8c0e4c84cbe6803adf2499a1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p><strong>কবি জীবনানন্দ দাশের ৭০তম মৃত্যুবার্ষিকী আজ</strong></p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/22/1437904" target="_blank"> </a></div> </div>