একটি প্রতিষ্ঠানেরও ভ্যাট নিবন্ধন ও ট্রেড লাইসেন্স নেই

বেনারসিপল্লীর শাড়ি ব্যবসার আড়ালে ‘পুকুরচুরি’

ফারুক মেহেদী
ফারুক মেহেদী
শেয়ার
বেনারসিপল্লীর শাড়ি ব্যবসার আড়ালে ‘পুকুরচুরি’

ভ্যাট ফাঁকির মহোৎসব চলছে মিরপুর বেনারসিপল্লীতে। যুগ যুগ ধরে নামি-দামি বেনারসি শাড়িতে কোটি কোটি টাকার ব্যবসা করলেও এখানকার ১৩৭টি প্রতিষ্ঠানের কোনোটিরই নেই ভ্যাট নিবন্ধন ও ট্রেড লাইসেন্স। বছরে কোটি টাকার ভ্যাট প্রযোজ্য হলেও ‘থোক’ হিসেবে কয়েক হাজার টাকা দিয়ে বছরের পর বছর ব্যবসা করে আসছেন বেনারসিপল্লীর শাড়ি ব্যবসায়ীরা। ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের আকস্মিক এক অভিযানে ধরা পড়ে বেনারসিপল্লীর শাড়ি ব্যবসার আড়ালে ‘পুকুরচুরি’র এ ঘটনা।

ঐতিহ্যবাহী ও অভিজাত বেনারসিপল্লীর শাড়ি বাজারের বিপুল অঙ্কের ভ্যাট ফাঁকির ঘটনা ধরা পড়ার পর রীতিমতো বিস্মিত ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট। এ বিষয়ে কমিশনার ড. মইনুল খান কালের কণ্ঠকে বলেন, ‘আমরা বেশ আগে থেকেই এসব প্রতিষ্ঠানের মালিকদের ভ্যাট নিবন্ধন নেওয়া ও যথাযথ ভ্যাট দেওয়ার জন্য নোটিশ করেছি। তারা কর্ণপাত করেনি। অবশেষে রাজস্ব আয় ও ব্যবসায় স্বচ্ছতার স্বার্থে আমরা অভিযান শুরু করেছি।

বিস্ময়কর যে বছরের পর বছর এরা বিপুল অঙ্কের মুনাফা করেও বড় অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। অভিযানে বিষয়টি ধরা পড়েছে।’

গত মঙ্গলবার ও গতকাল ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের এক দল ভ্যাট কর্মকর্তা বেনারসিপল্লীতে অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে এ অভিযানে বাধা দেন।

পরে পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধরা পড়ে ১৩৭টি প্রতিষ্ঠানের কোনোটির ভ্যাট নিবন্ধন নেই। নিবন্ধন না থাকা মানে তারা ভ্যাট ফাঁকি দিচ্ছে অথবা নামমাত্র ‘থোক’ ভ্যাট দিচ্ছে। এর পরিমাণ বছরে চার থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা। নিবন্ধন না থাকায় অভিযান চলাকালে ৮৯টি প্রতিষ্ঠানকে নিবন্ধন করতে বাধ্য করা হয়েছে।
অন্যদেরও দ্রুত নিবন্ধন দেওয়া হবে।

ভ্যাট কমিশনারেটের করা তল্লাশি প্রতিবেদন থেকে জানা যায়, বেনারসি কুঠির নামের একটি প্রতিষ্ঠানই গত বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাঁচ মাসে শাড়ি বিক্রি করেছে ৯ কোটি ৯ লাখ টাকা। গড় হিসাবে প্রতি মাসে বিক্রি কোটি টাকার বেশি। আইনানুযায়ী ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য হলেও বেনারসি কুঠিরের ভ্যাট দেওয়ার কথা ৪৫ লাখ ৪৪ হাজার টাকা। অথচ প্রতিষ্ঠানটি এই সময়ে ‘থোক’ হিসেবে ভ্যাট দিয়েছে মাত্র ৯১ হাজার টাকা। শুধু ওই পাঁচ মাসেই প্রতিষ্ঠানটি ভ্যাট ফাঁকি দিয়েছে প্রায় ৪৫ লাখ টাকা। বেনারসি কুঠিরের মতো বেনারসিপল্লীর প্রায় সব কয়টি প্রতিষ্ঠানের একই অবস্থা। ভ্যাট কমিশনারেট নিবন্ধন না থাকা ১০টি শীর্ষ প্রতিষ্ঠানের তালিকা করেছে। এদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেন ও মুদ্রা পাচারের অভিযোগ করা হচ্ছে। তালিকাটি কেন্দ্রীয় ব্যাংকের আওতাধীন বিএফআইইউতে পাঠানো হবে। তালিকার ১০ প্রতিষ্ঠান হলো বেনারসি রূপ সিংগার, গুলশান শাড়িজ, হানিফ সিল্ক, বেনারসি বাজার, বেনারসি কুঠি-১, বেনারসি কুঠি-২, বেনারসি কুঠি-৩, আল হামদ বেনারসি-১, বেনারসি বিগ বাজার ও ওয়েডিং স্টাইল।

ভ্যাট নিবন্ধন না থাকা যে ৮৯টি প্রতিষ্ঠানকে তাত্ক্ষণিক নিবন্ধন নিতে বাধ্য করা হয় সেগুলো হলো রূপ মহিনী গ্যালারি, বেনারসি রূপ সিংগার, গুলশান শাড়িজ, গুলশান শাড়ি মিউজিয়াম, বেনারসি শাড়িজ, বেনারসি কিং, শাহিনা ফ্যাশন, এসএম শাড়ি ওয়ার্ল্ড, বেনারসি পরশমণি-১, বেনারসি পরশমণি-২, রূপকথা, সুবারা ফ্যাশন, মনে রেখ শাড়িজ, কালাঞ্জলি শাড়িজ, আল মোস্তফা বেনারসি, সুবর্ণা শাড়িজ, লামিয়া বেনারসি, রিমঝিম শাড়ি, বেনারসি শাড়ি ফ্যাশন, শাড়ি কালেকশন, শাড়ি এক্সিলেন্ট, শপিং ওয়ার্ল্ড, মাহমুদ শাড়ি, বেনারসি সিল্ক স্টোর, রমণী শাড়ি কুঠি, শাহীন সিল্ক স্টোর, মোহাম্মদী সিল্ক-২, আপন বেনারসি, বেনারসি বাজার, বেনারসি অলংকার, নীল আঁচল, শীতল শাড়ি সেন্টার, মোহাম্মদী সিল্ক হাউস, সামা সিল্ক, শাড়ি নগর, নিউ তাঁত ঘর, বেনারসি কুঠি-১, বেনারসি কুঠি-২, বেনারসি কুঠি-৩, স্বর্ণা জামদানি হাউস, আল হামদ বেনারসি-১, রূপসী বেনারসি, আল হামদ বেনারসি-২, গ্রেট বেনারসি, বেনারসি বিগ বাজার, জামদানি ঘর, পাবনা বেনারসি মিউজিয়াম, এসএস শাড়ি ওয়ার্ল্ড, বেনারসি এশিয়া বাজার, দিয়া শাড়িজ, বেনারসি আড়ং, রূপম শাড়িজ, বেনারসি ওয়ার্ল্ড, বেনারসি কুঠি-২, পাবনা এম্পারিয়াম, জেডাব্লিউ লীলাবালি, ঐশী বেনারসি, খুরশিদ অ্যান্ড সন্স, মিতু কাতান, শাহীনা ফ্যাশন হাউস, মল্লিকা বেনারসি, তানহা বেনারসি, টপ চয়েস, ওয়েডিং স্টাইল, তায়েব শাড়ি ফ্যাশন, ফাস্ট লেডি বেনারসি, আল আমিন বেনারসি, মনে রেখ শাড়ি বাজার, রোকসানা সিল্ক, জননী বেনারসি, আল মোস্তফা বেনারসি, মনে রেখ শাড়িজ, সুবরা ফ্যাশন, শাড়ি মেলা, রেসা বেনারসি কুঠির, বেনারসি কিং, রেশমা সিল্ক হাউস, সুবর্ণা শাড়িজ, লোনেডন বেনারসি, মিরপুর বেনারসি কুঠি, বেনারসি পালকি, ডায়মন্ড বেনারসি, প্রেমঞ্জয়, জুয়েনা শাড়িজ, সাদিয়া বেনারসি হাউস, আল হামদ বেনারসি-৪ হানিফ সিল্ক।

মন্তব্য

চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে ড. ইউনূসের বৈঠক ২৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে ড. ইউনূসের বৈঠক ২৮ মার্চ
সংগৃহীত ছবি

আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টার চীন সফরের আগে চীনা রাষ্ট্রদূত আজ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান শফিকুল আলম।

চীনের ব্যবসায়ীরা যেন বাংলাদেশে তাদের কোম্পানির বিনিয়োগ করতে আগ্রহী হয়, সেই প্রচেষ্টা থাকবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

মন্তব্য

আসন্ন নির্বাচন আয়োজন নিয়ে ইসিকে ইইউর বিশেষ বার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আসন্ন নির্বাচন আয়োজন নিয়ে ইসিকে ইইউর বিশেষ বার্তা
সংগৃহীত ছবি

গণতান্ত্রিকভাবে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) বিশেষ বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রবিবার (১৬ মার্চ) নির্বাচন ভবনে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনে গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচন কমিশন কী প্রস্তুতি নিচ্ছে, তা জানতে এসেছি আমরা। নির্বাচন কমিশন কী কাজ করছে, তা সংক্ষিপ্তভাবে জানতে পেরেছি।

মিলার বলেন, আমি নির্বাচন কমিশনকে মূলত তিনটি বার্তা দিয়েছি। প্রথমত, ইউরোপীয় ইউনিয়ন এই দেশের জন্য একটি অন্যতম অংশীদার এবং আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে আপনাদের পাশে আছি।

দ্বিতীয়ত তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে তার অংশীদারিত্বকে সব দিক থেকে আরো শক্তিশালী করতে চায়। এবং আমরা এখানে অন্তর্বর্তী সরকারের প্রয়াসকে সমর্থন করতে এসেছি, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে পারে।

 

এরপর তৃতীয় বার্তাটি জানাতে গিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনায় সহায়তা করবে। আমরা একটি সুনির্দিষ্ট আর্থিক প্যাকেজের পাশাপাশি আমাদের অভিজ্ঞতা এবং দক্ষতা প্রদানের মাধ্যমে সহায়তা করব। এছাড়া বাংলাদেশের কর্তৃপক্ষ চাইলে আমরা নির্বাচন পর্যবেক্ষকও পাঠাবো।
 

মন্তব্য

ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা
সংগৃহীত ছবি

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরোধ করেছেন একদল ছাত্র-জনতা।

রবিবার (১৬ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসলে তাকে অবরুদ্ধ করে শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা।

এবিষয়ে শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, আমরা ভোর ৭টার দিকে তথ্য পেয়েছি যে, প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে।

তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে আটক করেছি।

তিনি আরো বলেন, আমরা তাকে আটক করে রুমেই রেখেছি। শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি।

তারা এসে বাকি যা ব্যবস্থা নেবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুর আলম বলেন, শুনেছি একদল ছাত্র-জনতা ক্যানসার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। একইসঙ্গে সেনাবাহিনীর একটি টিমও এসেছে।

মন্তব্য
স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন

এবার স্বাধীনতা দিবসেও হবে না কুচকাওয়াজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এবার স্বাধীনতা দিবসেও হবে না কুচকাওয়াজ
ফাইল ছবি

এ বছর মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, দেশ এখন আনন্দের মেজাজে নেই। সরকার দেশের অন্তর্বর্তী দায়িত্ব পালন করছে, একটা যুদ্ধ তৎপরতার মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে।

রবিবার (১৬ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা দিবস এবং ঈদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে এ কথা বলেন তিনি।

এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও কুচকাওয়াজ করা হয়নি।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 

ঈদকে ঘিরে যেন কোনো শ্রমিক অসন্তোষ না হয় সে জন্য ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র সচিব। এ ছাড়া ঈদে গার্মেন্টস শ্রমিকদের ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে তৈরি পোশাকখাতের সংগঠনগুলো।

  

স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানিয়েছেন সচিব।

মন্তব্য

সর্বশেষ সংবাদ