বাজারে সস্তার প্রোটিন বলে পরিচিত ব্রয়লার মুরগির দামে লাগাম টানা যাচ্ছে না। সেই ২০০ টাকার ঘরেই ঘোরাফেরা করছে। গত সপ্তাহে বাজারে এই মুরগি ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও চলতি সপ্তাহে তা ২৬০ টাকা কেজি।
মাংস, ডিম ও সবজির বাজার আগের মতো চড়া।
বাজারে সস্তার প্রোটিন বলে পরিচিত ব্রয়লার মুরগির দামে লাগাম টানা যাচ্ছে না। সেই ২০০ টাকার ঘরেই ঘোরাফেরা করছে। গত সপ্তাহে বাজারে এই মুরগি ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও চলতি সপ্তাহে তা ২৬০ টাকা কেজি।
মাংস, ডিম ও সবজির বাজার আগের মতো চড়া।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার ও গুলশান এলাকার কয়েকটি কাঁচাবাজারে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে ব্রয়লার মুরগি ২৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়, যা গত সপ্তাহে ছিল যথাক্রমে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি।
কারওয়ান বাজারের ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘আজ ১০০ পিস ডিমের দাম ছিল ৯৭০ টাকা। ডিমের সরবরাহ ধীরে ধীরে কমছে। মুরগি কমে যাচ্ছে, খাদ্যের দাম বেশি। খামারিরা পোষাতে পারছেন না। বাচ্চা ফোটাতে পারছেন না।
একই বাজারের মুরগি ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, ব্রয়লার মুরগি যেটা ছোট, হোটেলে নেয়, সেটা ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাকিস্তানি জাতের লাল মুরগির দাম এখন ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজি। দেশি মুরগি ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি। সরবরাহ মোটামুটি আগের মতোই আছে, চাহিদাও আগের মতো, কিন্তু দাম বাড়ছে। রোজায় এসবের চাহিদা বেশি থাকে বলে দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
সবজির বাজার গত সপ্তাহের মতোই চড়া। টমেটো বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। বেগুন (সাদা) ৮০, কালো বেগুন ৯০, পেঁপে ৪০, শসা ৫০ থেকে ৬০, গাজর ৫০ থেকে ৬০, পটোল ৮০, পেঁয়াজ ৫০, করলা ১৪০ টাকা। লাউ আকারভেদে প্রতিটি ৬০ থেকে ৭০ টাকা, ফুলকপি মাঝারি আকারের প্রতিটি ৬০ টাকা, বাঁধাকপি প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা। শজনে ১৬০ টাকা, ক্যাপসিকাম ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য বলছে, দেশি শুকনা মরিচ ৩৯০ থেকে ৪৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ছিল ৩২০ থেকে ৪২০ টাকা কেজি। দেশি আদা ১৫০ থেকে ১৮০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৪০ থেকে ১৫০ টাকা। আমদানি করা চীনা রসুন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৭০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১৫০ টাকা কেজি। দারুচিনি ৪৫০ থেকে ৫২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৪৩০ থেকে ৪৬০ টাকা কেজি।
সম্পর্কিত খবর
তিন দিনের সফরে আজ বুধবার যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। তাদের সঙ্গে যোগ দিতে পারেন মায়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতও।
কূটনৈতিক সূত্রে জানা যায়, গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে ক্ষমতায় বসেন ট্রাম্প। তার প্রশাসনের প্রথম প্রতিনিধিদলের এই সফরে বাংলাদেশে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মায়ানমারের পরিস্থিতিসহ ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার প্রথমে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। পরে আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মায়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরের প্রথম দিনের শুরুতে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।
আগামীকাল বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ সরকারের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী।
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের...
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান ও নজরুল ইসলাম বাবুর পৃষ্ঠপোষকতায়...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন তা বিশ্বব্যাপী মন্দার সূত্রপাত ঘটাচ্ছে বলে...
দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রতী, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল...
তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দৃঢ়তা ও বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে আগলে...
মেঘনা গ্রুপ ও বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনের চেয়ারম্যান মোস্তফা কামাল ও পরিচালক তানভির আহমেদ...
বিদেশি নামকরা বিনিয়োগকারীদের নিয়ে দেশে একটি হাই প্রোফাইল বিনিয়োগ সম্মেলনের পরপরই আবার চড়ল গ্যাসের দাম। তা-ও...
প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...
ট্রাম্পের নতুন শুল্কনীতি বাতিল চেয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলা করেছে যুক্তরাষ্ট্রের...
প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৮...
বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা নিয়ে সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে সিলভানা...
দ্বীপজেলা ভোলার পর্যটন ও পণ্য পরিবহনে নতুন দ্বার উন্মোচন করেছে ডে-নাইট ফেরিযুক্ত লঞ্চ সার্ভিস এমভি কার্নিভাল...
অর্থনীতির মন্থরগতি, ব্যাংকঋণের সুদের চড়া হার, উচ্চ মূল্যস্ফীতি ও রাজনৈতিক অনিশ্চয়তাএসবের মধ্যে গ্যাসের নতুন...
গত ২০ মার্চ সরকারের ১৯৬ জন কর্মকর্তা যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে বিসিএস ২৪তম ব্যাচের প্রশাসন...
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক কোটি ডলারের ফেডারেল তহবিল আটকে দেওয়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প...
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেছেন, পুঁজিবাজারে সততাই টিকে থাকার...
এপ্রিল মাস। গ্রীষ্মের তপ্ত রোদ। বনের মধ্যে ছায়া আছে, যে কারণে হাঁটতে কিছুটা সুবিধা হচ্ছে। যদিও সেদিন রাঙামাটির...
সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. নূরুন নবী। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের...
সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে বান্দরবানে থাকা ৯২৩ বিঘা জমি জব্দের আদেশ...
দুই দিন খোলা আকাশের নিচে রাত কাটানোর পর গতকাল মঙ্গলবার দুপুরে তালা ভেঙে ছাত্রদের ছয়টি আবাসিক হলে প্রবেশ করেছেন...
প্রায় ১৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক (এফওসি) করবে। আজ বুধবার...
দেশে পেঁয়াজের ভরা মৌসুম চলছে। তার পরও হঠাৎ এক লাফে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। সামনে দাম...
চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে গত সোমবার বৈশাখের আনন্দ শোভাযাত্রায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া ও...
ক্রীড়া প্রতিবেদক : এই মৌসুমে স্ট্রাইকার নিয়ে যথেষ্ট ভুগেছেন ভ্যালেরিও তিতে। নতুন আসা আর্জেন্টাইন স্ট্রাইকার...
ক্রীড়া প্রতিবেদক : স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন বাংলাদেশের মেয়েরা।...
কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়ররা কী পারবেন ঘুরে দাঁড়ানোর নতুন কোনো মহাকাব্য লিখতে? কাজটা এভারেস্ট চূড়া জয়ের...
ক্রীড়া প্রতিবেদক : আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনার অংশ হিসেবে আগামী আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফর চূড়ান্ত...
ক্রীড়া প্রতিবেদেক : বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এখনো মাঠে নামেননি বাঁহাতি পেসার...
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। হামাসের কাছে এই প্রস্তাব উপস্থাপন করেছেন মধ্যস্থতাকারী মিসর ও...
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামীকাল...
কবি ও সাংবাদিক সৌমিত্র দেব (৫৫) আর নেই। গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি...
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. খাইরুল ইসলামের ছেলে মোরসালিন ইসলাম সৌরদীপের ইউনিয়ন ব্যাংক পিএলসির একটি...
অভিনেত্রী, মডেল ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে, বেআইনি...
লন্ডনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর...
ঐতিহ্যবাহী ঢাকঢোলের সমন্বয়ে গত সোমবার পহেলা বৈশাখের বিকেলে ফ্ল্যাশ মব আয়োজন করা হয় ঢাকার বসুন্ধরা সিটি শপিং...
বাংলা নববর্ষ উপলক্ষে শহীদ মুগ্ধ স্মরণে কুমিল্লায় তৃষ্ণার্ত মানুষকে পানি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র...
সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতে সজীবতা ফিরে পেয়েছে চা-বাগানগুলো। দীর্ঘদিন খরার কবলে পড়েছিল চা-শিল্প। বৃষ্টি না...
দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী আমাদের গর্ব ও ঐক্যের প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাদের আত্মত্যাগের ঋণ আমরা...
বাংলাদেশের রাজনীতিতে অনিশ্চয়তার মেঘ লেগেই আছে। পুরনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও কোনোভাবেই চোখে পড়ছে না।...
যেকোনো দেশের সম্পদ ও ঐশ্বর্য নির্ভর করে দুটি বিষয়ের ওপরবাণিজ্য ও কৃষি। যেসব দেশের মাটি উর্বর তারা বিভিন্ন ধরনের...
বিবাহের অবিচ্ছেদ্য একটি অংশ মোহর। বরের পক্ষ থেকে কনেকে বিবাহের সময় যে অর্থ বা সম্পদ প্রদান করা হয় বা পরে প্রদান...
মানুষকে অহেতুক সন্দেহ করা, সব কিছুতে ঝামেলা খোঁজা এবং মানুষকে দোষারোপ করা নিন্দনীয় কাজ। এতে সমাজে বিশৃঙ্খলা...
যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দ্বিতীয় দফা গাজায় সর্বাত্মক আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে আবারও জোরপূর্বক...
১৩ এপ্রিল এইচবিওতে মুক্তি পেয়েছে আলোচিত সিরিজ দ্য লাস্ট অব আস-এর দ্বিতীয় মৌসুম। নটি ডগের একই নামের ভিডিও গেম...
তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রতিকূল পরিস্থিতির মধ্যে দৃঢ়তা ও বিচক্ষণতার সঙ্গে বিএনপিকে আগলে রেখেছেন। ১৭ বছর তিনি শুধু বিএনপিকে আগলেই রাখেননি, দলটি শক্তিশালী করেছেন। বাংলাদেশের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি এবং চিন্তা-চেতনার বিকাশ ঘটাচ্ছেন প্রতিনিয়ত।
উল্লেখ্য, ২০০৭ সালে প্রথম আলো-ডেইলি স্টার গোষ্ঠীর বিরাজনীতিকরণের ষড়যন্ত্রের ফসল হিসেবে এক-এগারো আসে। একটি অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে। তৎকালীন সেনাপ্রধান মইন উ আহমেদ এবং ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে এ অনির্বাচিত সরকার প্রথম আলো-ডেইলি স্টার গোষ্ঠীর প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে রাজনীতিবিদদের চরিত্রহনন শুরু করে। আর এ চরিত্রহননের খেলায় মুখপাত্র ছিল প্রথম আলো ও ডেইলি স্টার। এ সময় প্রথম আলো, ডেইলি স্টারের ফর্মুলা অনুযায়ী শুরু হয় ‘মাইনাস ফর্মুলা’।
শুধু তাই নয়, মতিউর রহমান এ মন্তব্য প্রতিবেদনে তারেক রহমানকে একজন ‘দুর্নীতির বরপুত্র’ হিসেবে অভিহিত করেছিলেন এবং দ্রুত তারেক রহমানকে আইনের আওতায় এনে তাঁর বিচার দাবি করেন। কিন্তু পরবর্তীতে অনুসন্ধানে দেখা যায়, এ রকম কোনো হলফনামায় তারেক রহমান স্বাক্ষর করেননি। এটি ছিল তৎকালীন ডিজিএফআইয়ের এক বানোয়াট চিঠি। তৎকালীন অনির্বাচিত সরকার তারেক রহমানকে নির্যাতন করেও কোনো দুর্নীতির হদিস পায়নি। এ কারণেই তারেক রহমানের স্বাক্ষর জাল করে এ ভুয়া হলফনামা তৈরি করেন তৎকালীন সামরিক গোয়েন্দা সংস্থার লোকজন। এ হলফনামাটির লেখক মতিউর রহমান। অথচ প্রথম আলো সে রকম একটি আজগুবি বানোয়াট হলফনামার ভিত্তিতে দেশের রাজনীতির তরুণদের কণ্ঠস্বর তারেক রহমানকে দুর্নীতিবাজ এবং তাঁকে বিচারের আওতায় আনার দাবি করেছিল। পরে যখন প্রমাণ হয় হলফনামাটি ভুয়া, তখনো মতিউর ক্ষমা চাননি, দুঃখ প্রকাশও করেননি।
এরপর ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য তারেক রহমানের জঙ্গি কানেকশন আবিষ্কারের চেষ্টা করে। এটি করতে চেয়ে মাইনাস ফর্মুলার জনক এ পত্রিকা দুটি ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্রের ঘটনার সঙ্গে মনগড়া গল্প রচনা করে। সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপির সঙ্গে ২১ আগস্টের গ্রেনেড হামলার সম্পৃক্ততা ‘কল্পকাহিনি’ হিসেবে নাকচ করে দিয়েছে। দেশের সর্বোচ্চ আদালত ২১ আগস্ট গ্রেনেড মামলার সব আসামিকে খালাস করে দেন। অথচ প্রথম আলো ২১ আগস্টের ঘটনায় তারেক রহমানের সম্পৃক্ততা প্রমাণে একের পর এক সাংবাদিকতার রীতিনীতিবিরুদ্ধ অসত্য-বানোয়াট রিপোর্ট প্রকাশ করে। ২১ আগস্টের ঘটনায় প্রথম আলোর কল্পিত আবিষ্কার মুফতি হান্নান। শুধু তাই নয়, ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায়ও প্রথম আলো জঙ্গিবাদ আবিষ্কার করেছিল। এ জঙ্গিবাদের ঘটনা নিয়ে বিভিন্নভাবে নানা রকম নাটক সাজানোর চেষ্টা করেছিল প্রথম আলো গোষ্ঠী। শুধু তাই নয়, সারা দেশে জঙ্গিবাদ আবিষ্কারের জন্য প্রথম আলোর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল সব স্থানীয় প্রতিনিধিকে। সে নির্দেশনার অংশ হিসেবে ২০০৭ সালের ৩০ জানুয়ারি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো, যে প্রতিবেদনের মধ্যে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে ‘জঙ্গি সংগঠন’ হিসেবে পত্রিকাটি ঘোষণা করে। এ প্রতিবেদনের শিরোনাম ছিল ‘জঙ্গিবাদের মদদদাতা বিএনপির ৮ মন্ত্রী-সাংসদ’। বিএনপির আট মন্ত্রী-সংসদ সদস্যকে সরাসরি জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট করেছিল প্রথম আলো। যাদের মধ্যে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক। এ ছাড়া সে এলাকার জনপ্রিয় এমপি এবং সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাদিম মোস্তফা এবং বাংলা ভাইয়ের এলাকার এমপি আবু হেনাকেও তারা জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিহিত করেছিল। তাদের ছবিসহ সংবাদ প্রথম পৃষ্ঠায় শীর্ষ সংবাদ হিসেবে প্রকাশ করে। এটি কত বড় ধরনের অপসাংবাদিকতা তা চিন্তা করলেও গা শিউরে ওঠে। সরাসরি একটি রাজনৈতিক দলের আটজন গুরুত্বপূর্ণ নেতা ও সংসদ সদস্যকে কোনোরকম তথ্যপ্রমাণ ছাড়া জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট করাটা একটি ভয়ংকর অপরাধ বটে। কিন্তু এ রকম ঘৃণ্য দেশবিরোধী অপরাধ করেও প্রথম আলো-ডেইলি স্টার গোষ্ঠী এখনো ধরাছোঁয়ার বাইরে। বিএনপির শাসনামলে প্রথম আলো একের পর এক জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কাল্পনিক মনগড়া বানোয়াট সংবাদ পরিবেশন করে।
মুফতি হান্নানের বক্তব্য ‘আমি চার জোটের সমর্থক’ এ মাধ্যমে পুরো চারদলীয় জোটকেই প্রথম আলো জঙ্গি হিসেবে প্রমাণের চেষ্টা করেছিল। পরবর্তী সময়ে এটি প্রমাণিত হয়, মুফতি হান্নানের বক্তব্য ছিল অসত্য। এটা প্রথম আলোর আরেকটি মিথ্যাচার।
কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করে প্রথম আলো কী পেয়েছে? এর ফলে তারা বাংলাদেশকেই একটি ‘জঙ্গিরাষ্ট্র’ হিসেবে প্রমাণের চেষ্টা করেছে। যেটি আওয়ামী লীগ বিশ্বব্যাপী প্রচার করে অবৈধভাবে ক্ষমতা দখল করার সুযোগ পেয়েছে। মূলত আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতেই প্রথম আলো-ডেইলি স্টার জঙ্গি নাটকে এত আগ্রহী ছিল। আওয়ামী লীগ ও ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নেই এসব করে প্রথম আলো ও ডেইলি স্টার।
অনুসন্ধানে দেখা যায়, জঙ্গিসংশ্লিষ্টতা, দুর্নীতির কল্পিত অভিযোগ এনে তারেক রহমানকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার যে পরিকল্পনা তৈরি হয়েছিল তা তৈরি করেছিলেন মতিউর রহমান এবং মাহফুজ আনাম। সে পরিকল্পনার অংশ হিসেবেই তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে নানানরকম দুর্নীতির গালভরা মিথ্যাচার প্রথম আলো, ডেইলি স্টার লাগাতার প্রকাশ করেছিল। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি-অনিয়মের তথাকথিত অভিযোগ এনে জিয়া পরিবারকে কলুষিত করা, কলঙ্কিত করার জন্য একটি নোংরা খেলায় মেতেছিল প্রথম আলো, ডেইলি স্টার। বিএনপিকে জঙ্গি প্রমাণে এ দুটি পত্রিকা তারেক রহমান এবং বেগম জিয়ার বিরুদ্ধে যেসব ভিত্তিহীন মিথ্যাচার করেছে তার বিচার এখন সময়ের দাবি।
লন্ডনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ্ আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সম্প্রতি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে দেখা করেন।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব, সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
মারুফ কামাল খান বলেছেন, ‘ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ্ আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন।
তিনি বলেন, ‘বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার সাক্ষাতে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
মারুফ কামাল খান আরো বলেন, ‘বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও সস্ত্রীক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সেই সাক্ষাৎ নিয়েও বিশদ কিছু জানা যায়নি।’