<p>কুয়াশার দাপদ বেড়ে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শীত যেন জেঁকে বসেছে। রাজধানী ঢাকাতে গত কয়েকদিন সেভাবে শীতের আঁচ টের পাওয়া যায়নি। তবে নতুন বছর থেকে যেন শীতের অনুভূতি বেড়েছে রাজধানীতে। গত কয়েকদিনের তুলনায় ঢাকাবাসী শীত অনুভব করছেন বেশি। তাপমাত্রাও বলছে সে কথা।</p> <p>আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর থেকে কুয়াশায় আবৃত ঢাকা। এর সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ। সকাল ১০টার পরও দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত শীতের অনুভূতি থাকতে পারে। </p> <p>রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ তাপমাত্রা গতকাল বুধবারের চেয়ে কমে গেছে। যেমন রাজধানীতেই গতকাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা, যেটিকে দিনের তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়, রাজধানীতে গতকাল তা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীর সর্বিনম্ন তাপমাত্রা আরও কমে গেছে। আজ সকাল পৌনে ৯টায় এ তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।</p> <p>এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, এই কুয়াশা আজ শুধু রাজধানী নয়, উত্তরের রংপুর বিভাগ, রাজশাহীর বড় অংশ, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকা ও নোয়াখালী পর্যন্ত বিস্তৃত। তবে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে কুয়াশা অপেক্ষাকৃত কম আছে। এই যে কুয়াশার বিরাট চাদর, এটি কিন্তু দীর্ঘ সময় ধরে থাকে। যেমন গত বছরের জানুয়ারি মাসে এটি ছিল প্রায় দুই সপ্তাহ ধরে। তবে এবার এই অবস্থা আগামী দুই থেকে তিন দিন থাকতে পারে। পরে কুয়াশা ও শীত কিছুটা কমতে পারে। পরে আবার তা বাড়তে পারে।</p> <p>এদিকে, জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে বাড়বে শীত এবং তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র এবং দেশের অন্যান্য এলাকায় দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকার কারণে এ সময়ে শীতের অনুভূতি বাড়তে পারে।</p> <p>পূর্বাভাসে বলা হয়েছে– এ মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে দুয়েকটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া, দেশের অন্যান্য অঞ্চলে দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।</p>