১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
১৯ দেশের মিশন প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক
সংগৃহীত ছবি

ঢাকায় ওআইসিভুক্ত ১৯টি দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকে যোগ দিয়েছেন চার কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন

‘ধর্ষণ’ নিয়ে দেওয়া বক্তব্যে ‘দুঃখ প্রকাশ’ করলেন ডিএমপি কমিশনার

‘ধর্ষণ’ নিয়ে দেওয়া বক্তব্যে ‘দুঃখ প্রকাশ’ করলেন ডিএমপি কমিশনার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

 

সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দল ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বর্তমান কমিশনের সঙ্গে একই ইস্যুতে দেখা করেছেন।

আরো পড়ুন

সাবেক মন্ত্রী শাজাহান খান রিমান্ডে

সাবেক মন্ত্রী শাজাহান খান রিমান্ডে

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চান তারা। কমিশনের পক্ষ থেকেও বরাবরই জানানো হচ্ছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তারা বদ্ধপরিকর। বৈঠক শেষে উভয়পক্ষই ব্রিফ করার কথা রয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার

আইন-বিধি মেনে দফতর-সংস্থার কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মঙ্গলবার (১৮ মার্চ) মন্ত্রণালয়ের অধীন পাঁচ দপ্তর-সংস্থা পরিদর্শনে গিয়ে তিনি এই তাগিদ দেন।

এদিন শুরুতে মাহফুজ আলম তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) যান এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সংবাদপত্রের প্রচারসংখ্যা নির্ধারণে স্বচ্ছতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া ডিএফপির প্রকাশনার মান বৃদ্ধি, প্রামাণ্যচিত্র নির্মাণ ও ডিএফপির সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। ডিএফপির শুটিং ফ্লোর, সাউন্ড থিয়েটার ও ফিল্ম ল্যাব পরিদর্শনকালে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন উপদেষ্টা।

এরপর গণযোগাযোগ অধিদপ্তর পরিদর্শন করেন মাহফুজ আলম এবং সেখানকার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং অধিদপ্তরের সার্বিক উন্নয়নে করণীয় বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপনের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

গণযোগাযোগ অধিদপ্তর পরিদর্শন শেষে উপদেষ্টা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য অধিদপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি বিদ্যমান আইন-বিধি মেনে সেবা সহজীকরণ ও কাজের গুণগত মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। দপ্তর-সংস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ পুনর্বহালের দাবি যৌক্তিক : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ পুনর্বহালের দাবি যৌক্তিক : স্বরাষ্ট্র উপদেষ্টা
সংগৃহীত ছবি

বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল বা ইসরাইল ব্যতীত পুনর্বহালের দাবি খুবই যোক্তিক আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এ বিষয়ে আলোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহালের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। 

মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহালের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন বলে দলটির সহকারী সদস্য সচিব গালীব ইহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ২টায় সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তাকে স্মারকলিপি প্রদান করেন দুই সদস্যের প্রতিনিধি জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিসুর রহমান ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ।

আরো পড়ুন
আরসার প্রধানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

আরসার প্রধানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

 

এরপর দাবির বিষয়ে দুই প্রতিনিধির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আলোচনা করেন। তিনি জানান, বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহালের দাবি খুবই যোক্তিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সেপ্ট ইসরাইল পুনর্বহালের বিষয়ে ইতিবাচক। তবে এটি আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বিষয় হওয়ায় এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহাল করা হবে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশ থেকে পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি জানিয়ে সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছিল জাতীয় বিপ্লবী পরিষদ। এরপর প্রতি শুক্রবার একই দাবিতে বিক্ষোভ করে দলটি। গত ১৪ মার্চ আল্টিমেটাম শেষ হলে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

এতে বলা হয়, ২০২১ সালে শেখ হাসিনা রেজিম ইসরাইলের সঙ্গে গোপন আঁতাতের অংশ হিসেবে পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ মুছে দেয়। এছাড়া ইসরাইল থেকে প্যাগাসাস নামক আড়িপাতার সফটওয়্যার কিনে বাংলাদেশের জনগণের ওপর নজরদারি করে।

হাসিনা সরকার মোক্ষম সময়ের অপেক্ষায় ছিল উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, যদি জুলাই গণহত্যা করেও টিকতে পারত তাহলে তারা ইসরাইলকে সরাসরি স্বীকৃতি দিয়ে ফেলত। কিন্তু ছাত্র-জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় এ ষড়যন্ত্র সফল হয়নি। এখন আমরা চাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গঠিত ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহাল করবে।

স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো— অবিলম্বে বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল বা ইসরাইল ব্যতীত শর্ত পুনর্বহাল, ইসরাইল থেকে অবৈধভাবে কেনা আড়িপাতা সফটওয়্যার পেগাসাস’র ব্যবহার বন্ধ ঘোষণা, গণহত্যাকারী, যুদ্ধাপরাধী ও দখলদার ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপনের চেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান ও ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বাংলাদেশ সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

মন্তব্য

আরসার প্রধানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
আরসার প্রধানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
সংগৃহীত ছবি

মায়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তার নাম আতাউল্লাহ আবু জুনুনী। বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আরসার প্রধান গ্রেপ্তার হয়েছেন বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অসংখ্য মামলা রয়েছে।

সোমবার দিবাগত রাতে আরসার পাঁচ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে তাদের রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)।

মায়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সক্রিয় একটি রোহিঙ্গা বিদ্রোহী দল আরসা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ২০১৬ সালের ডিসেম্বর মাসের রিপোর্ট অনুসারে, তখন থেকে দলটির নেতৃত্ব দেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

ফল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফল আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
সংগৃহীত ছবি

পবিত্র রমজান মাসে তাজা ফলের দাম সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে ফল আমদানির ক্ষেত্রে শুল্ক-কর কমিয়েছে সরকার। এতে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ১৬ মার্চ নতুন ২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে মঙ্গলবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া গত ১০ মার্চ আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার ১০ শতাংশ হতে হ্রাস করে ৫ শতাংশ করা হয়।

ফলে ফল আমদানিতে বিদ্যমান শুল্ক-করাদি ১৫ শতাংশ হ্রাস করা হলো।

উল্লেখ্য, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার গত কয়েক মাসে সকল প্রকারের ভোজ্য তেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে করছাড় দিয়েছে। করছাড়সহ সরকারের নানাবিধ সময়োপযোগী পদক্ষেপের কারণে চলতি বছর রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ