ফুসফুসের স্বাস্থ্য, বক্ষব্যাধি রোগের চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ে বাংলাদেশ ও বিশ্বের নেতৃস্থানীয় চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্প্রতি শেষ হলো বক্ষব্যাধি বিষয়ক অষ্টম আন্তর্জাতিক দ্বিবার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ‘পালমোকন ২০২৫’।
বাংলাদেশ-চীন কনফারেন্স সেন্টারে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ লাং ফাউন্ডেশন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘নতুন সূচনা, নতুন সম্ভাবনা, ফুসফুসের স্বাস্থ্যের নবযাত্রা ২.০’।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মো. আলী হোসেন, সিনিয়র সহসভাপতি অধ্যাপক মো. রুহুল আমিন, সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন আহমদ, অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, মহাসচিব ডা. আসিফ মুজতবা মাহমুদ, কোষাধ্যক্ষ ডা. মো. আব্দুস শাকুর খান, যুগ্ম মহাসচিব ডা. কাজী সাইফউদ্দিন বেন্নূরসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আন্তর্জাতিক এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, তুরস্ক, লেবানন, ভারত, নেপাল, পাকিস্তান, সিঙ্গাপুর, হংকং, কোরিয়া, ভূটান, তাইওয়ান, শ্রীলংকা, মঙ্গোলিয়া, ইতালি, মালয়েশিয়া, ইন্দনেশিয়ার ৩১ জন শীর্ষস্থানীয় বক্ষব্যাধি বিশেষজ্ঞসহ দেশের সহস্রাধিক নবীন ও প্রবীণ চিকিৎসক অংশ নেন। প্যানেল আলোচনা ছাড়াও এই সম্মেলনের বৈজ্ঞানিক কর্মশালায় ইন্টারভেনশনাল বঙ্কোসকপি, লাং ফাংশন টেস্ট, স্লিপ ডিজঅর্ডার ব্রিদিং, পালমোনারি ইমেজিং, লাং ফেইলর, মেকানিক্যাল ভেন্টিলেশন ও স্কিন অ্যালার্জি টেস্ট ইত্যাদি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ছাড়া পোস্টার প্রেজেনটেশনের মাধ্যমে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। অভিজ্ঞতা বিনিময় করা হয় ইন্টারএ্যাকটিভ সেশনের মাধ্যমে।
এ ছাড়াও অ্যাজমা, সিওপিডি, ফুসফুসের বিভিন্ন সংক্রমণ যেমন- নিউমোনিয়া, যক্ষ্মা, ফুসফুসের ক্যান্সারসহ শিশু বক্ষব্যাধি, থোরাসিক সার্জারি, অ্যালার্জি ও ইউমোনোলজি, রেসপিরেটরি ফেইলর ও ক্রিটিক্যাল কেয়ার ইত্যাদি বিষয়ে সর্বশেষ চিকিৎসা পদ্ধতি, গবেষণা ও প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সম্মেলনের সমাপনী পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় ডিনার শেষে রাফেল ড্র। বিভিন্ন পর্বে সঙ্গীত পরিবেশন করেন ইমরান মাহমুদুল, পড়শী, ফারজানা ওয়াহিদ সায়ান, ফেরদৌস ওয়াহিদ প্রমুখ শিল্পীবৃন্দ।