<p>এ সময়ে যদি অচেনা কোনো গন্তব্যে যেতে চান কিংবা কাউকে সঠিক নির্দেশনা দিতে চান, সে ক্ষেত্রে অপরিহার্য একটি অংশ হচ্ছে গুগল ম্যাপ। এই ম্যাপে বিভিন্ন জায়গার নাম সংযোজন করার উপায় জানাচ্ছেন মাহাবুব হাসান।</p> <p><strong>ডাটাগুলো কি শতভাগ সঠিক?</strong><br /> নতুন কোনো একজন ব্যবহারকারী গুগলে কোনো স্থান যুক্ত করতে চাইলে সেটি প্রাথমিকভাবে পেন্ডিং থাকে। গুগলের ব্যাক অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু মানদণ্ড অনুসরণ করে থাকে যদি সেগুলো ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করে দেয়। কোনো কোনো ক্ষেত্রে ট্রাস্ট লেভেল অর্জন করে ফেললে ফলে তখন তারা যা কিছুই যুক্ত করুক না কেন সেগুলো প্রদর্শন করে থাকে। কিছু কিছু ব্যবহারকারী নিজেদের বিশ্বাসযোগ্যতা কাজে লাগিয়ে নানা রকম ভুল তথ্য দিয়ে থাকে, তাই গুগল ম্যাপ শতভাগ সঠিক সেটি বলা যাবে না।<br />  <br /> <strong>গুগল ম্যাপে স্থান ভুল হয় কী কারণে?</strong><br /> গুগল ম্যাপের রাস্তাগুলো সরকারি প্রতিষ্ঠান প্রদত্ত তথ্যের ভিত্তিতে করা হয়। এ ছাড়া কিছু বিশ্বাসযোগ্য ব্যবহারকারী কিছু প্ল্যাটফরম এক্সেস পায়, যা কিনা ব্যবহার করে এসব যুক্ত করে থাকে। সে ক্ষেত্রে অনেকেই আন্দাজে স্যাটেলাইট ইমেজের ওপর কিছু রাস্তা যুক্ত করে। এ ছাড়া রাস্তাগুলো যুক্ত করার সময় আগের রাস্তার সঙ্গে নতুন রাস্তার যদি সংযুক্ত সামঞ্জস্য না থাকে তাহলে অনেক সময় ঘুরিয়ে-পেঁচিয়ে রাস্তা দেখিয়ে থাকে। যিনি রাস্তা এঁকেছেন, তাঁর সঠিক জ্ঞান না থাকার কারণে কোনটি শুরুর রাস্তা কিংবা গাড়ি চলাচলের উপযোগী নয়—সেগুলো বিস্তারিত না লিখে জমা দেয়। আর এতে করে নানা রকম সমস্যা পরবর্তী সময়ে দেখা যায়।</p> <blockquote> <p>গুগল ম্যাপে বিভিন্ন স্থানের যে ডাটাগুলো প্রদর্শিত হয় সেগুলো কয়েকটি উপায়ে সংগ্রহ করা হয়—</p> <p>♦ সরকারি প্রতিষ্ঠান থেকে গুগল অনুরোধক্রমে যুক্ত করে থাকে।</p> <p>♦ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান কিংবা তৃতীয় পক্ষ সরবরাহ করে থাকে তাদের প্রোডাক্টে ব্যবহার করার জন্য।</p> <p>♦ ইউজার জেনারেট কনটেন্ট : সবচেয়ে বেশি ডাটা গুগল ম্যাপে যুক্ত হয় সাধারণ গুগল ম্যাপ ব্যবহারকারী কিংবা তাদের স্বেচ্ছাসেবী সংগঠন লোকাল গাইডের মাধ্যমে।</p> </blockquote> <p><strong>এ সময়ের আন্দোলনকেন্দ্রিক গুগল ম্যাপে স্প্যামিং</strong><br /> বাংলাদেশের মানুষ অনেক আবেগপ্রবণ। তাদের এই আবেগগুলো ডিজিটাল প্ল্যাটফরমগুলোতেও বহিঃপ্রকাশ করার চেষ্টা করে থাকে। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি গুগল ম্যাপে অনেক বিভ্রান্তকর স্থাপনা কিংবা তথ্য যুক্ত করে থাকে, যা মোটেও উচিত নয়। বিভিন্ন সময়ে গুগল ম্যাপে বেশ কিছু কৌতুকময় কিংবা ওয়ার্নিং দেওয়া হচ্ছে—এমন কিছু অথবা অশ্লীল শব্দযুক্ত লোকেশন পিন গুগল ম্যাপে দেখতে পাওয়া যায়। এগুলো শুধু বাংলাদেশেই নয়, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও বেশি দেখা যায়। কিছু স্প্যামার গুগলের নীতিমালা অনুসরণ না করেই এ ধরনের কর্মকাণ্ড করে থাকে। ফলে গুগল ম্যাপে এই ধরনের বিভিন্ন পিন দেখা যায়। তবে সাধারণত লোকাল গাইড কিংবা গুগল ম্যাপ ভলান্টিয়াররা যত দ্রুত সম্ভব সেগুলো রিমুভ করার চেষ্টা করে। এই ধরনের কাজগুলো সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য কিংবা অন্য কোনো অসামাজিক উদ্দেশ্যে তৈরি করে থাকে, যা সম্পূর্ণ গুগলের নীতিমালাবিরোধী।</p> <p><strong>গুগল ম্যাপে কী যুক্ত করা যাবে, কী যুক্ত করা যাবে না</strong><br /> গুগল ম্যাপে যেকোনো প্রতিষ্ঠান কিংবা কোনো স্থাপনা আপনি যুক্ত করতে পারবেন। কিন্তু যেটির কোনো বাস্তবে ভিত্তি নেই কিংবা প্রাতিষ্ঠানিক রূপ নেই অথবা কোনো স্থানে সেটির অস্তিত্ব নেই—সেসব জায়গা গুগল ম্যাপে যুক্ত করা যাবে না। ব্যক্তিগত বাসাবাড়িও গুগল ম্যাপে যুক্ত করা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে, তবে সেটির পরিবর্তে প্লাস কোড ব্যবহারে উৎসাহিত করে থাকে গুগল ম্যাপ কর্তৃপক্ষ।</p> <p>গুগল ম্যাপে কোন ধরনের স্থাপনা যুক্ত করা যাবে না তার একটি তালিকা পাওয়া যাবে এখানে—https://support.google.com/maps/answer/2642650?hl=en</p> <p><strong>বাসাবাড়ি কেন পিন আকারে দেখানো যাবে না?</strong><br /> বিভিন্ন সময় সামাজিক মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমের যেসব নির্দেশনা দেওয়া থাকে তার ৯০ শতাংশ কারণ তাদের গুগল ম্যাপে সঠিক নীতিমালা জানা নেই কিংবা তারা সেগুলো অনুসরণ করে না। এ ছাড়া ফুড ডেলিভারি কম্পানিগুলোতে কিংবা ই-কমার্সগুলো বিভিন্ন সময় উৎসাহ দিয়ে থাকে বাসাবাড়ি যুক্ত করার জন্য। বাসাবাড়ি যুক্ত করার জন্য একটি নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে, সেটি হচ্ছে অ্যাড্রেস। সেটি সাধারণত গুগল ম্যাপে যুক্ত করায় সার্চ করলে নিদিষ্ট বাসাবাড়ি খুঁজে পাওয়া যায়। তবে বাংলাদেশের মানুষজন পিন আকারে দেখতে বেশি পছন্দ করলেও অন্য স্থানগুলোর মতো এসব বাসাবাড়ি পিন আকার দেখা যায় না।</p> <p><strong>নিজের ঠিকানা কিভাবে গুগল ম্যাপে যুক্ত করা যাবে</strong><br /> পৃথিবীর বিভিন্ন দেশের আবাসিক প্লটগুলো একটি নির্দিষ্ট আকারের হয়ে থাকে। বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে বিদেশের মতো এখানে ঠিকানাগুলো নির্দিষ্ট নয়। কেননা বাংলাদেশের আজকে যে বাড়িটি রয়েছে, কালকে সেটি হয়তো ভেঙে দুটি প্লট হতে পারে কিংবা আবাসিক দালান পরবর্তী সময়ে বাণিজ্যিক হতে যায়—এই ধরনের বেশ কিছু সমস্যা রয়েছে। যার ফলে এই ধরনের স্থাপনাযুক্ত জায়গাগুলোতে গুগল ম্যাপ বাসাবাড়ি যুক্ত করার ব্যাপারে অনাগ্রহী।</p>