<p>বাংলাদেশের প্রচুর মানুষ শ্বাসকষ্টে ভোগেন। এদের বড় একটা অংশের নাকের পলিপাসের কারণে ভোগান্তি পোহাতে হয়। নাকের পলিপস হলো নাকের ভেতরে নরম, অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া টিস্যু বা মাংসপিণ্ড। এটা নাকের শ্লেষ্মা ঝিল্লি থেকে বিকশিত হয়। </p> <p>পলিপস ব্যথাহীন এবং অ-কার্সিনোজেনিক (ক্যান্সার নয়), তবে এটি শ্বাসকষ্ট, ঘ্রাণশক্তি হ্রাস, এবং সাইনাসের অন্যান্য সমস্যার কারণ হতে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আঁচিল থেকে কি ক্যান্সার হতে পারে? করণীয় কী?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733056762-648b9906a614a4bb30c20591243c65ec.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আঁচিল থেকে কি ক্যান্সার হতে পারে? করণীয় কী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/01/1452711" target="_blank"> </a></div> </div> <p><strong>পলিপসের কারণ</strong><br /> ধুলা, পরাগ রেণু, বা পোষা প্রাণীর লোমের প্রতি অ্যালার্জি থেকে নাকে পলিপাস ঞতে পারে। হতে পারে . ক্রনিক সাইনোসাইটিস থেকেও—এটা আসালে দীর্ঘস্থায়ী সাইনাস ইনফেকশন।</p> <p>অ্যাজমার কারণেও নাকের পলিপস হতে পারে। দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হলেন পলিপসের ঝুঁকি বাড়ে। দীর্ঘমেয়াদি নাকের প্রদাহ বা চুলকানি থেকেও পলিপাস হয়। </p> <p>এছাড়া আছে জিনগত কারণও। পরিবারের কারও পলিপসের সমস্যা থাকলে পরবর্তী প্রজন্মের মধ্যেও এর ঝুঁকি তৈরি হয়। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঘরোয়া পদ্ধতিতে খুসকি দূর করবেন যেভাবে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733053706-030d7e8e966169ab4c7f67c291c333f4.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঘরোয়া পদ্ধতিতে খুসকি দূর করবেন যেভাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/01/1452691" target="_blank"> </a></div> </div> <p><strong>লক্ষণ</strong></p> <ul> <li>নাক বন্ধ হয়ে যাওয়া বা শ্বাস নিতে সমস্যা।</li> <li>ঘ্রাণশক্তি কমে যাওয়া বা হারানো।</li> <li>মাথাব্যথা বা মুখের ভারী অনুভূতি।</li> <li>নাক দিয়ে পানি পড়া (ক্রমাগত)।</li> <li>ঘন ঘন সাইনাস ইনফেকশন।</li> </ul> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কেন সাইকেল চালাবেন?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733036134-85b6f89b41cae26786ac72365fff771b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কেন সাইকেল চালাবেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/12/01/1452611" target="_blank"> </a></div> </div> <p><br /> <strong>করনীয়</strong><br /> <strong>চিকিৎসকের পরামর্শ</strong><br /> পলিপসের লক্ষণ দেখা নাক-কান-গলা বিশেষজ্ঞকে (ENT Specialist) দেখান। সঠিক ডায়াগনোসিসের জন্য সিটি স্ক্যান বা ন্যাসাল এন্ডোস্কোপি করা হতে পারে।</p> <p><strong>ওষুধ</strong><br /> নিয়মিত স্টেরয়েড স্প্রে করলে স্টেরয়েড ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। চিকিৎসকের পরমর্শ নিয়ে অ্যান্টি-অ্যালার্জি ওষুধ ব্যবহার করতে পারেন। যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ মোতাবেক অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে পারেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্রংকাইটিস থেকে সুরক্ষার ১০ উপায়" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/30/1732976960-edab7ba7e203cd7576d1200465194ea8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্রংকাইটিস থেকে সুরক্ষার ১০ উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/11/30/1452365" target="_blank"> </a></div> </div> <p><strong>জবীনমানে পরিবর্তন</strong><br /> ধুলাবালি ও অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান এড়িয়ে চলুন। নিয়মিত নাক পরিষ্কার করতে স্যালাইন ওয়াশ ব্যবহার করুন। ধূমপান এবং দুষণ এড়িয়ে চলুন।</p> <p><strong>সার্জারি</strong><br /> যদি ওষুধে কাজ না হয়, তাহলে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি (FESS) করা লাগতে পারে পারে। এটি নাকের পলিপস অপসারণে কার্যকর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ব্রকলি কেন খাবেন, কিভাবে খাবেন?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/30/1732962813-8cda81fc7ad906927144235dda5fdf15.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ব্রকলি কেন খাবেন, কিভাবে খাবেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/11/30/1452296" target="_blank"> </a></div> </div> <p><strong>প্রতিরোধ</strong><br /> নাকের শ্লেষ্মা ঝিল্লি শুষ্ক হওয়া এড়াতে পানি পান করুন। বায়ু আর্দ্র রাখতে হিউমিডিফায়ার ব্যবহার করুন। সঠিক খাদ্যাভ্যাস ও ইমিউন সিস্টেম শক্তিশালী করার জন্য পুষ্টিকর খাবার খান। চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিলে সমস্যাটি নিয়ন্ত্রণ করা সম্ভব।</p> <p>সূত্র: ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ<br />  </p>