<p>ধরা যাক, কোনো ভারী বায়ুমণ্ডলীয় মাধ্যমে একটা ইলেকট্রনকে প্রবাহিত করা হচ্ছে সেকেন্ডে দুই লাখ কিলোমিটার গতিতে। বায়ুমণ্ডলের বাধার কারণে ইলেকট্রনের গতি ক্রমেই কমতে থাকবে। একসময় ইলেকট্রন থেমে যাবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুপার ফোটনের খোঁজে : পর্ব ১" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733055094-134ce63057f068a219a0df338fb0b723.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সুপার ফোটনের খোঁজে : পর্ব ১</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/01/1452701" target="_blank"> </a></div> </div> <p>ধরা যাক, সেই একই মাধ্যমে আলোর বেগ কমে ২ লাখ ৯০ হাজার কিলোমিটার হলো। যত দূর পর্যন্ত এই মাধ্যম সক্রিয়, তত দূর পর্যন্ত একই বেগে আলোর বেগ ২ লাখ ৯০ কিলোমিটারই থাকবে। একটুও কমবে না।</p> <p>কিন্তু যদি মাধ্যমের ঘনত্ব ও ভেদনক্ষমতা কমবেশি হয়, তাহলে আলোর গতিও কমবেশি হতে পারে। কিন্তু কখনোই থামানো সম্ভব নয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুপারফ্লুইডের বিস্ময়কর ক্ষমতা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733037892-64b8299d1597b8a5c7b9cb9c88642f6c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সুপারফ্লুইডের বিস্ময়কর ক্ষমতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/01/1452618" target="_blank"> </a></div> </div> <p>আবার ফোটন বা আলো যখন ওই মাধ্যম থেকে বেরিয়ে আবার শূন্য মাধমে আসবে, তখন আবার আলো তার আসল বেগ সেকেন্ডে তিন লাখ কিলোমিটার গতি ফিরে পাবে।</p> <p>এ রকম ধ্রুব গতিবেগ যার, তাকে পুরোপুরি থামিয়ে দেওয়া সম্ভব?</p> <p>যে জিনিস থামেই না, সেই কণাগুলোর অনেকগুলোকে একীভূত করা কি সম্ভব? </p> <p>হ্যাঁ, অসম্ভব মনে হতে পারে, কিন্তু পুরোপুরি অসম্ভব নয়। কোনো একটি স্থানে শক্তির একটা দেয়াল তুলে দেওয়া যায়, আলো সেই দেয়াল ফুঁড়ে যদি বেরিয়ে না যেতে পারে, তাহলে কি আলোর কণাগুলোকে ঘনীভূত করা সম্ভব? </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুপারকনডাক্টর আসলে কী?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/30/1732971540-ff9999a40be8ac669c3dfe29cdca4caf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সুপারকনডাক্টর আসলে কী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/30/1452343" target="_blank"> </a></div> </div> <p>সে চেষ্টাই করেছেন বন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। শক্তি কূপের নতুন এক পদ্ধতি তৈরি করেন তাঁরা। আলো একটা কূপের মধ্যে সহজেই আটকে ফেলা সম্ভব। </p> <p>যদি কূপের দেয়ালটা আয়না দিয়ে তৈরি করা যায়। সত্যিকার অর্থে আয়না দিয়ে তৈরি একটা কূপ তৈরি করতে পারতেন। কিন্তু তেমনটা না করে মুখোমুখি দুটি আয়না দিয়েই তারা কূপ বানিয়ে ফেললেন!</p> <p> দুই আয়নার ফাঁক দিয়ে আলো বেরিয়ে যাওয়া কথা নয় কি? </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শূন্য বিন্দু শক্তি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/29/1732885940-0e32eef4b30244bc2b9e54e20ddba35b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শূন্য বিন্দু শক্তি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/29/1452001" target="_blank"> </a></div> </div> <p>বেরিয়ে যেত, যদি সাধারণ আলো হতো। সাধারণ আলো উৎস থেকে বেরিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। কিন্তু লেজার রশ্মি সত্যিকার অর্থেই একমুখী আলো। তাই একটা আয়না থেকে প্রতিফলিত হয়ে বিপরীত দিকে একেবারে সোজা পথে ফিরে আসে। </p> <p>আবার বিপরীত দিকে আয়নায় প্রতিফলিত হয়ে সোজা পথে গিয়ে বিপরীত দিকের আয়নায় গিয়ে পড়ে। কিন্তু এভাবে বারবার প্রতিফলন খেলা চললে বোস- আইনস্টাইন কনডেনসেট পাওয়া সম্ভব নয়। এর জন্য ফোটনের গতিশক্তি কমাতে হবে, তাকে মার্জ বা একীভূত করাতে হবে।</p> <p>সূত্র: নিউ সায়েন্টিস্ট<br />  </p>