<p style="text-align:justify">জয়পুরহাটের ক্ষেতলালে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে শাক-সবজি ও রবি শস্যের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর ) সকালে ক্ষেতলাল উপজেলার বাশথুপী,নওপাড়া ও নওটিকা গ্রামের কৃষকদের মাঝে এসব শাক-সবজির বীজ বিতরণ বিতরণ করা হয়। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো:  তাইফুল ইসলাম এ বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।</p> <p style="text-align:justify">৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, মরিচ, বেগুন, টমেটো, ডাটা শাক, শসা, ঝিঙা, ধুন্দল, বরবটি, শিম, মুলা, ঢেঁড়স, সরিষা ও ধনিয়াসহ বিভিন্ন প্রকার রবিশস্য বীজ বিতরণ করা হয়।</p> <p style="text-align:justify">এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ ক্ষেতলাল প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল, জয়পুরহাট শাখার সভাপতি এম রাসেল আহমেদ। তিনি বলেন, আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এই মাটিতে বীজ ফেলা হলেই ফসল ফলে। বাজারে সবজির লাগামহীন দাম সাধারণের সাধ্যের বাইরে চলে গেছে। আমাদের নিজেদের ফলানো ফসল যেন নিজেরা খেতে পারি সেই লক্ষ্যে আমাদের এই বীজ বিতরণ আয়োজন।</p> <p style="text-align:justify">ধন্যবাদ জানিয়ে প্রান্তিক কৃষক সুজাউল ইসলাম বলেন, ‘হঠাৎ করে আপনারা আমাদের কাছে এসে শাক ও সবজির বীজ দিলেন আমার খুব উপকার হলো। বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে  এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি অনুরোধ জানাচ্ছি।</p> <p style="text-align:justify">এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার  ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, সাধারণ সদস্য রাশেদ ইসলাম, আনোয়ার হোসেন, রিফাহ্ ও ফাহমিদা রোশনি।</p>