<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নীলফামারীর সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসচ্ছল নারীদের জন্য সেলাই প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। পিরোজপুরের কাউখালী উপজেলায় শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া সংগঠনের সদস্যরা গাজীপুরের কালিয়াকৈরে তৈরি করেছেন </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানবতার দেয়াল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন" height="74" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/1. january/11-01-2025/kk--47a---11-01-2025-11.jpg" style="float:right" width="543" />সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সৈয়দপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসচ্ছল নারীদের জন্য সেলাই প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে অবস্থিত শিশু স্বর্গ বিদ্যা নিকেতনে ওই প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. নাছিম রেজা শাহ্। বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উপদেষ্টা তোফাজ্জল হোসেন লুতু, সাধারণ সম্পাদক ও শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মো. শফিকুল আলম, সাংবাদিক নজির হোসেন নজু, সেলাই প্রশিক্ষক মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাউখালী (পটুয়াখালী) : বসুন্ধরা</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ কাউখালী শাখার আয়োজনে এবং আইটেক কম্পিউটার ট্রেনিং সেন্টারের সহযোগিতায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আইডিয়াল কেজি স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ কাউখালী উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। উপস্থিত ছিলেন কালের কণ্ঠের কাউখালী উপজেলা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন, আইডিয়াল কেজি স্কুলের অধ্যক্ষ মিলন কান্তি দে, মদিনাতুল আল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা সানাউল্লাহ খান, শুভসংঘ কাউখালী উপজেলা শাখার সহসভাপতি সাহিদা আক্তার মুন্নি, যুগ্ম সম্পাদক সুমাইয়া আক্তার মাহি, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জান্নাতুল মিম, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক রেমি দেওয়ান, দপ্তর সম্পাদক মো. এরশাদ, কার্যকরী সদস্য সেঁজুতি চাকমা, রিয়া আক্তার প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কালিয়াকৈর (গাজীপুর) : ঢাকা</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">-টাঙ্গাইল মহাসড়কে সফিপুর বাজার এলাকায় ফ্লাইওভারের নিচে বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে তৈরি করা হয়েছে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানবতার দেয়াল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানবতার দেয়াল প্রস্তুত ও উদ্বোধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি জুবায়ের আহমেদ সাব্বির, সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস, সহসাধারণ সম্পাদক শামীম হোসাইন, আব্দুল করিম তন্ময়, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সিকদার, শাহাদাত হোসেন শাকিল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম শিপলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।</span></span></p> <p style="text-align:left"> </p>