গোটা বিশ্বে এখন ঘিবলি ট্রেন্ড ভাইরাল। নিজেদের ছবি ঘিবলি স্টুডিওর মতো বানিয়ে অনেকেই পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কিভাবে বানাবেন ঘিবলি স্টাইল ছবি? কোন কোন অ্যাপ দিয়ে এটি বানানো সম্ভব? চলুন, জেনে নেওয়া যাক।
ঘিবলি ট্রেন্ডের ছবি বানাতে সবচেয়ে বিখ্যাত প্ল্যাটফরম এখন চ্যাটজিপিটি।
চ্যাটজিপিটিতে নিজের ছবি আপলোড করে লিখতে হবে ‘ট্রান্সফরম ইট ইনটু ঘিবলি স্টাইল’। এতেই আপনার ছবিটি ঘিবলি স্টাইলের ছবির মতো দেখতে হয়ে যাবে।
চ্যাটজিপিটি ছাড়াও রয়েছে গ্রোক এআই অ্যাপ। একইভাবে এই সাইট খুলে নিজের ছবি আপলোড করতে হয়।
লিখতে হবে ওপরের একই কমান্ড। কিছুক্ষণের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপটি আপনার ছবি পাল্টে দেবে ঘিবলিতে।
হাগিং ফেইস (Hugging face) অ্যাপ ব্যবহার করে ঘিবলি ইমেজ বানাতে পারেন। এই অ্যাপটি অন্যান্য অ্যাপের মতোই বিনা মূল্যে পাওয়া যায় অনলাইনে।
সাইটে গিয়েও নিজের ছবি দিয়ে বানাতে পারেন ঘিবলি পিক।
ইনস. মাইন্ড (ins.Mind) একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট। এই সাইটে গিয়েও একইভাবে ঘিবলি পিক তৈরি করা যায়। এর জন্য ওপরের ওই একই কমান্ড দিতে হবে। এ ছাড়া আরো বেশ কিছু কমান্ড দিতে পারেন।
লিওনার্দো.এআই (Leonardo.ai) অ্যাপ দিয়েও বানিয়ে ফেলতে পারেন আপনার ঘিবলি স্টাইল ইমেজ। এই ইমেজ তৈরি করতেও ওই একই কমান্ড ব্যবহার করতে পারেন।
মিডজার্নি অ্যাপও চ্যাটজিপিটি ও গ্রোক এআইয়ের মতোই অ্যাপ। একই কমান্ডে কাজ করে। ছবি তৈরি হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই।
Getimg.ai অ্যাপ দিয়েই বানিয়ে নিতে পারেন আপনার ঘিবলি ইমেজ। এখানেও টেক্সট থেকে ইমেজ করা যায়। অর্থাৎ, যেমন বলবেন তেমনটাই হবে।
Stable Diffusion ঘিবলি ইমেজ তৈরির আরেকটি অ্যাপ। এই অ্যাপের সাহায্যেও একইভাবে ঘিবলি ইমেজ তৈরি করে নিতে পারেন।
ঘিবলি ইমেজ তৈরির জন্য বেশ কয়েকটি কমান্ড দেওয়া যেতে পারে। যে কোনো একটি কমান্ড দিয়ে বানিয়ে নিতে পারেন নিজের ঘিবলি স্টাইল ছবি। ওপরের কমান্ড ছাড়াও ‘শো মি ইন স্টুডিও ঘিবলি স্টাইল’, ‘ক্যান ইউ ঘিবলাইজ মাই ফটো’, ‘হোয়াট উড আই লুক লাইক অ্যাজ আ ঘিবলি ক্যারেক্টার’?