<p>বার্সেলোনার জার্সিতে অবিস্মরণীয় অনেক সাফল্য আছে জাভি এর্নান্দেজের। কিন্তু কোচের ভূমিকায় কাতালান ক্লাবটিকে এখনো চ্যাম্পিয়নস লিগের নক আউটে তুলতে পারেননি তিনি। আগের রাউন্ডে শাখতার দোনেৎস্কের কাছে না হারলেই ওই অতৃপ্তি ঘুচে যেত জাভির বার্সার। আজ রাতে পোর্তোকে হারাতে পারলে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ ষোলোতে পৌঁছে যাবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।</p> <p>গ্রুপ ‘এইচ’-এ সুবিধাজনক অবস্থানেই আছে বার্সা। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জাভির দল। সমান ৯ পয়েন্ট পোর্তোরও। গ্রুপের শীর্ষে থাকা এই দল আজ মুখোমুখি হচ্ছে বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে। এই ম্যাচ ড্র করলেও শেষ ষোলোতে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে বার্সেলোনার। রয়াল এনটওয়ার্পের সঙ্গে শাখতারের হার কিংবা ড্র জাভির দলকে পৌঁছে দেবে নক আউটে। আর বার্সা যদি পোর্তোর কাছে হেরে যায়, ওদিকে শাখতার নিজেদের ম্যাচ জিতলে শেষ ম্যাচ অবধি অপেক্ষা করতে হবে বার্সাকে। </p> <p>বার্সেলোনার মাঠে জিতলে নক আউটে উঠে যাবে পোর্তোও। আর শাখতার যদি এনটওয়ার্পের কাছে হেরে বসে তাহলে ড্র করেও বার্সার সঙ্গে শেষ ষোলোতে পৌঁছে যাবে পর্তুগিজ ক্লাবটিও। </p> <p>এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের জন্য দলের প্রাণভোমরা গাবিকে পাচ্ছে না বার্সা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে তারা জিতেছে মাত্র দুটি। লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচেও জিততে পারেনি তারা। এই ভঙ্গুর আত্মবিশ্বাস নিয়ে পোর্তোর মুখোমুখি হচ্ছে বার্সা। জাভির কাছে এটা বাঁকবদলের ম্যাচ, ‘আগামীকাল (আজ) আমাদের সামনে সুবর্ণ সুযোগ। পাঁচ ম্যাচ পর আমরা শেষ ষোলো নিশ্চিত করতে পারি। এটা হতে পারে বাঁকবদলের ম্যাচ।’ সঙ্গে যোগ করলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। খুব গুরুত্বপূর্ণ। গত দুই বছর শেষ ষোলোতে উঠতে না পারলেও এই ম্যাচ জিততে পারলে সেরা দুয়ে থাকা নিশ্চিত হবে আমাদের।’ বার্সেলোনা শেষবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে ২০১৫ সালে। খেলোয়াড় হিসেবে কাতালান ক্লাবটিতে ওটাই ছিল জাভির শেষ মৌসুম।</p>