<p>দ্বিতীয় সেশনের চা বিরতির আগে মেহিদি হাসান মিরাজকে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন ডি জর্জি। এটি তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। স্টাবসের ফিফটি ও জর্জির সেঞ্চুরিতে ২০০ ছাড়িয়েছে দক্ষিণ আফ্রিকার রান।</p> <p>৬৯ রানে মারক্রামকে হারানোর পর ১৩৬ রানের জুটি গড়েন জর্জি ও স্টাবস। স্টাবস তুলে নেন ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট ফিফটি। লাঞ্চের আগে ১০৯ রান করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সেশনে তুলেছে ৯৬ রান। তবে কোনো উইকেট হারায়নি। </p> <p>১০১ রানে অপরাজিত ডি জর্জি, স্টাবসের রান ৬৫। দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ২০৫। আর বাংলাদেশের জন্য আরো একটি হতাশার সেশন।</p>