<p>লড়াইটা প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গেই হওয়ার কথা ছিল। যা দীর্ঘ কয়েক বছর ধরেই করে আসছিলেন মার্কো আঙ্গুলো। কিন্তু গত ৪ সপ্তাহ ধরে ইকুয়েডরের ডিফেন্সিভ মিডফিল্ডার লড়াই করছিলেন মৃত্যুর সঙ্গে।</p> <p>শেষ পর্যন্ত লড়াইয়ে হারই মানতে হলো আঙ্গুলোকে। তাই ক্যারিয়ার গড়ার সময় পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো তাকে। কারণ সবে যে ২২ বছরে পা দিয়েছিলেন তিনি। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে তার ক্লাব এলডিইউ কুইতো। বিবৃতিতে লিখেছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় খেলোয়াড় মার্কো আঙ্গুলো মারা গেছেন। তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’</p> <p>গত ৭ অক্টোবর কুইতো শহরে কার দুর্ঘটনায় গুরুতর আহত হন আঙ্গুলো। তার সঙ্গে আরও দুজন আহত হন। তার পর থেকেই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। শেষ পর্যন্ত ৩৫তম দিনে এসে লড়াইয়ে হারই মানলেন। অন্য দুজনের অবস্থা এখন পর্যন্ত জানা যায়নি।</p> <p>২০২০ সালে ইকুয়েডরের ইন্দিপেন্দেন্তে জুনিয়র্সরে হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন আঙ্গুলো। এরপর মেজর লিগ সকারের ক্লাব এফসি সিনসিনাটিতে যোগ দেন তিনি। এ বছর ধারে কুইতোতে যোগ দিয়েছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার। গত ২০২২ সালে ইকুয়েডরের জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। সেই যাত্রা ৩ ম্যাচেই থেমে গেল তার।</p>